Today In History 25 May
Today In History 25 May
ঘটনাবলী
- ১৩৬০ – ফ্রান্সের একদল নাবিক ও নৌ অভিযাত্রী গিনি উপসাগর আবিষ্কার করেন।
- ১৭৬৮ – ক্যাপটেন কুক তার বৈজ্ঞানিক গবেষণার প্রথম অভিযান শুরু করেন।
- ১৯১১ – মেক্সিকোতে বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট পোরফিরিও দিয়াজ উৎখাত হন।
- ১৯২৩ – আমীর আবদুল্লাহর নেতৃত্বে ট্রান্স জর্দানের স্বাধীনতা ঘোষণা করা হয়।
- ১৯৩৬ – কৃষ্ণাঙ্গ ক্রীড়াবিদ জেসি ওয়েন বার্লিন অলিম্পিকে ৫টি বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
- ১৯৪৪ – জার্মানি যুগোশ্লাভিয়ার কম্যুনিস্ট নেতা জোসেপ ব্রজ টিটোকে গ্রেফতারের জন্য অভিযান চালায়।
- ১৯৪৫ – হিটলারের নাৎসী গোয়েন্দা সংস্থা গেস্টাপোর প্রধান হেনরিখ হিমলার আত্মহত্যা করেন।
- ১৯৬৩ – ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ঐক্য সংস্থা (OAU) গঠিত হয়।
- ১৯৬৯ – সুদানে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত হয়।
- ১৯৭১ – মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।
- ১৯৭৯ – শিকাগোতে ডিসি-১০ বিমান দুর্ঘটনায় ২৭২ জন যাত্রী নিহত হন।
- ১৯৮৯ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম নির্বাহী রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৯৯৪ – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
- ১৯৯৭ – সিয়েরালিওনে বিদ্রোহীদের সহিংস অভ্যুত্থানে সরকার উৎখাত হয়।
- ২০০০ – বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথম নারী বিচারপতি (নাজমুন আরা সুলতানা) নিয়োগপ্রাপ্ত হন।
- ২০১৮ – শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জন্ম
- ১৭৫১ – ন্যাথানিয়েল ব্র্যাসি হালেদ, বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা।
- ১৮০৩ – রালফ ওয়ালডো এমারসন, মার্কিন কবি ও লেখক।
- ১৮৬৫ – পিটার জেমান, নেদারল্যান্ডসের পদার্থবিজ্ঞানী।
- ১৮৮৬ – রাসবিহারী বসু, বিপ্লবী নেতা ও INA সংগঠক। (মৃ. ১৯৪৫)
- ১৮৮৯ – ইগর সিকোরস্কি, হেলিকপ্টারের উদ্ভাবক রুশ-মার্কিন বিজ্ঞানী।
- ১৮৯৯ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) – কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি। (মৃ. ১৯৭৬)
- ১৯০২ – অমূল্যধন মুখোপাধ্যায়, অধ্যাপক ও সাহিত্যিক।
- ১৯০৬ – রামকিঙ্কর বেইজ, ভারতের খ্যাতিমান ভাস্কর। (মৃ. ১৯৮০)
- ১৯৬৩ – মাইক মায়ার্স, মার্কিন কৌতুকাভিনেতা।
- ১৯৬৯ – অ্যানি হেচে, আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
- ১৯৭৫ – লরেন হিল, আমেরিকান গায়িকা ও অভিনেত্রী।
মৃত্যু
- ১৯২৪ – আশুতোষ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। (জ. ১৮৬৪)
- ১৯৪১ – গুরুসদয় দত্ত, ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ। (জ. ১৮৮২)
- ১৯৮৩ – মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি, লিবিয়ার বাদশাহ।
- ২০০১ – আলবের্তো কোর্দা, কিউবান আলোকচিত্র শিল্পী।
- ২০২১ – এণাক্ষী চট্টোপাধ্যায়, কল্পবিজ্ঞানের বাঙালি লেখিকা। (জ. ১৯৩৪)
Today In History 25 May
Events
- 1360 – A group of French sailors and naval explorers discovered the Gulf of Guinea.
- 1768 – Captain Cook began his first voyage for scientific exploration.
- 1911 – President Porfirio Díaz was overthrown in Mexico amid a rebellion.
- 1923 – Transjordan declared independence under the leadership of Emir Abdullah.
- 1936 – Black athlete Jesse Owens broke 5 world records at the Berlin Olympics.
- 1944 – Germany launched an operation to capture Yugoslav communist leader Josip Broz Tito.
- 1945 – Heinrich Himmler, head of Nazi Germany’s Gestapo, committed suicide.
- 1963 – The Organization of African Unity (OAU) was established in Addis Ababa, Ethiopia.
- 1969 – Military coup overthrew the government in Sudan.
- 1971 – Swadhin Bangla Betar Kendra (Free Bengal Radio Center) began broadcasting from Mujibnagar.
- 1972 – Argentina recognized Bangladesh as an independent country.
- 1979 – A DC-10 aircraft crashed in Chicago, killing all 272 passengers.
- 1989 – Mikhail Gorbachev became the first executive President of the Soviet Union.
- 1994 – The United Nations lifted sanctions against South Africa.
- 1997 – Rebels overthrew the government in Sierra Leone through a violent coup.
- 2000 – Nazmun Ara Sultana became the first female judge appointed to the High Court Division of the Supreme Court of Bangladesh.
- 2018 – Prime Ministers Sheikh Hasina of Bangladesh and Narendra Modi of India jointly inaugurated the Bangladesh Bhavan at Santiniketan.
Births
- 1751 – Nathaniel Brassey Halhed, author of the first printed grammar book in Bengali.
- 1803 – Ralph Waldo Emerson, renowned American poet and writer.
- 1865 – Pieter Zeeman, famous Dutch physicist.
- 1886 – Rashbehari Bose, revolutionary leader and organizer of the Indian National Army. (d. 1945)
- 1889 – Igor Sikorsky, Russian-American inventor of the helicopter.
- 1899 (Bengali calendar: 11 Jaistha, 1306) – Kazi Nazrul Islam, Rebel Poet, writer, editor, and National Poet of Bangladesh. (d. 1976)
- 1902 – Amulyadhan Mukhopadhyay, professor, researcher, and literary figure.
- 1906 – Ramkinkar Baij, famous sculptor from Bankura district, West Bengal, India. (d. 1980)
- 1963 – Mike Myers, American comedian and actor.
- 1969 – Anne Heche, American actress and producer.
- 1975 – Lauryn Hill, American musician, singer, and actress.
Deaths
- 1924 – Ashutosh Mukhopadhyay, Bengali educationist, Justice of Calcutta High Court, and Vice-Chancellor of Calcutta University. (b. 1864)
- 1941 – Gurusaday Dutt, pioneer of the Bratachari movement and social reformer. (b. 1882)
- 1983 – Muhammad Idris al-Senussi, King of Libya.
- 2001 – Alberto Korda, Cuban photographer.
- 2021 – Enakshi Chattopadhyay, Bengali science fiction writer. (b. 1934)