Daily GK 25 August 2025
Daily GK 25 August 2025
প্রশ্ন: কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ’ কবে শুরু হয়?
উত্তর: ২৪ আগস্ট ২০২৫।
প্রশ্ন: বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন কবে থেকে শুরু হয়েছে?
উত্তর: ২৫ আগস্ট ২০২৫।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক কোন সালে ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে?
উত্তর: ২০২৩ সালের ১৪ জুন।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা কত টাকা করেছে?
উত্তর: ৩০০ কোটি টাকা।
প্রশ্ন: ওমান কবে থেকে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করছে?
উত্তর: আগামী ৩১ আগস্ট।
প্রশ্ন: ‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: আবু জাফর শামসুদ্দীন। [মৃত্যু: ২৪ আগস্ট, ১৯৮৮]
প্রশ্ন: ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
উত্তর: আফগানিস্তান ও পাকিস্তান।
প্রশ্ন: ‘ডেঙ্গু’ শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর: স্প্যানিশ।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
প্রশ্ন: সম্প্রতি ‘এশিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেন—
উত্তর: ড. গাজী রিয়াজ। (মায়োপিয়া চিকিৎসায়)
প্রশ্ন: ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ কত তারিখ?
উত্তর: ২৫ আগস্ট। (২০২২ সাল থেকে প্রতিবছর পালিত হয়)
প্রশ্ন: পাকিস্তান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি।
প্রশ্ন: বর্তমানে মোট মৎস্য উৎপাদনে চিংড়ির পরিমাণ কত শতাংশ?
উত্তর: ৫.১৯ শতাংশ।
প্রশ্ন: বাংলাদেশ বর্তমানে কত মাইল পর্যন্ত সমুদ্র সার্বভৌম প্রতিষ্ঠা করতে পেরেছে?
উত্তর: ৩৫৪ মাইল।
প্রশ্ন: রোমচুক্তি স্বাক্ষরিত হয়—
উত্তর: ১৯৫৭ সালের ২৪ মার্চ।
প্রশ্ন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে?
উত্তর: ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি।
প্রশ্ন: ‘ওয়ান আপন এ টাইম: এক কালে’ নামে রোহিঙ্গাদের ছবি ও বিভিন্ন তথ্য-উপাত্ত প্রামাণ্য নিদর্শনের আলোকচিত্রী কে?
উত্তর: গ্রে কন্সটানটাইন। (কানাডার আলোকচিত্রী)
প্রশ্ন: তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে?
উত্তর: ১৯৯১ সালে।
প্রশ্ন: ‘বোকো-হারাম’ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
উত্তর: নাইজেরিয়া।
Daily GK 25 August 2025
Question: When did the three-day international conference ‘Stakeholders Dialogue’ in Cox’s Bazar begin?
Answer: 24 August 2025.
Question: When did the 56th BGB-BSF Director General level border conference begin?
Answer: 25 August 2025.
Question: In which year did Bangladesh Bank formulate the Digital Bank Policy?
Answer: 14 June 2023.
Question: What is the minimum paid-up capital set by Bangladesh Bank for digital banks?
Answer: 300 crore taka.
Question: From when is Oman launching the new Golden Visa program?
Answer: 31 August (upcoming).
Question: Who is the author of the novel Padma Meghna Jamuna?
Answer: Abu Jafar Shamsuddin. [Died: 24 August 1988]
Question: Between which two countries is the Durand Line located?
Answer: Afghanistan and Pakistan.
Question: The word ‘Dengue’ comes from which language?
Answer: Spanish.
Question: Who recently received the ‘Asia Icon Award 2025’?
Answer: Dr. Gazi Riaz. (For Myopia treatment)
Question: On which date is ‘Rohingya Genocide Day’ observed?
Answer: 25 August. (Observed annually since 2022)
Question: In which year did Pakistan recognize Bangladesh?
Answer: 22 February 1974.
Question: What percentage of total fish production in Bangladesh comes from shrimp?
Answer: 5.19 percent.
Question: Up to how many miles has Bangladesh established maritime sovereignty?
Answer: 354 miles.
Question: When was the Treaty of Rome signed?
Answer: 24 March 1957.
Question: In which year did the Russia-Ukraine war begin?
Answer: 24 February 2022.
Question: Who is the photographer of Once Upon a Time: Ek Kale, a collection of photographs and evidence on Rohingyas?
Answer: Grey Constantine. (Canadian photographer)
Question: In which year did the Soviet Union collapse?
Answer: 1991.
Question: ‘Boko Haram’ is an armed group of which country?
Answer: Nigeria.