বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-বি ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪০০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ মার্চ এবং চলবে ১২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের বিবরণ:পদের নামপদসংখ্যাযোগ্যতা ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) ২৮৫ জন বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৩.৫০। উচ্চতর গণিতধারী প্রার্থীদের অগ্রাধিকার। প্যাট্রোলম্যান ১২ জন এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৩.০০। রাইটার ১৮ জন এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৩.০০। স্টোর ১৮ জন এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৩.০০। মেডিকেল ১০ জন জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৩.৫০। কুক ২৫ জন এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-২.৫০। স্টুয়ার্ড ১৩ জন এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-২.৫০। টোপাস ১৩ জন অষ্টম শ্রেণি পাস। এমওডিসি (নৌ) ৭ জন এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৩.০০।
শারীরিক যোগ্যতা:
- উচ্চতা:
- সিম্যান ও এমওডিসি (নৌ): ৫ ফুট ৬ ইঞ্চি।
- প্যাট্রোলম্যান: ৫ ফুট ৮ ইঞ্চি।
- অন্যান্য পদ: ৫ ফুট ৪ ইঞ্চি।
- বুকের মাপ: সাধারণ অবস্থায় ৩০-৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি।
- চোখের দৃষ্টি: ৬/৬।
- ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী।
অন্যান্য যোগ্যতা:
- বাংলাদেশি পুরুষ নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
- সাঁতার জানা আবশ্যক।
- বয়স:
- নাবিক পদের জন্য: ১৭-২০ বছর (১ জুলাই ২০২৫ তারিখে)।
- এমওডিসি (নৌ) পদের জন্য: ১৭-২২ বছর।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫.