Daily আপডেট GK – ১৫ ডিসেম্বর ২০২২

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Daily আপডেট GK – ১৫ ডিসেম্বর ২০২২


সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত কিছু তথ্য:

১. বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম—৬টি।

বিজ্ঞাপন Click Here

২. ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম—বরিশাল।

৩. নারী এশিয়া কাপ ক্রিকেট-২০২২–এ চ্যাম্পিয়ন দল—ভারত।

৪. টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ অংশগ্রহণকারী দেশ—১৬টি।

৫. টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে—মেলবোর্ন (অস্ট্রেলিয়া)।

৬. টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২২–এ সবচেয়ে কম বয়সী খেলোয়াড়—আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)।

৭. ‘বিশ্ব খেলাধুলার রাজধানী’ হিসেবে পরিচিত—মেলবোর্ন, অস্ট্রেলিয়া।

৮. নারী এশিয়া কাপ ক্রিকেট ২০২২-এ সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন—ভারত (রানার্স আপ: শ্রীলঙ্কা)।

৯. ব্যাংক আমানতের বর্তমান সুদের হার—৬শতাংশ।

১০. অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী ব্যাংকে আমানত রাখার সুযোগ রয়েছে—১৪ ধরনের।

১১. ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার—২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।

১২. বিশ্বব্যাপী পুঁজিরপ্রবাহ ট্র্যাক করার মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান— এক্সান্টি ডেটা।

১৩. আইএমএফ-এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ২০২২ সালের সম্ভাব্য বৈশ্বিক প্রবৃদ্ধি হবে—৩ দশমিক ২ শতাংশ।

১৫. মাথাপিছু আয় বৃদ্ধির সূচক—পাঁচটি।

১৬. চলতি অর্থবছরে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক সাহায্যের পরিমাণ—৩৬ শতাংশ।

১৭. টাকা পাঠানোর সহজ ও ডিজিটাল পদ্ধতি হলো—ইএমটিএস (ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম)।



১৮. রোবট আমেকাকে জাদুঘরকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে—সংযুক্ত আরব আমিরাত।

১৯. বাংলাদেশ ও ব্রুনেই–এর মধ্যে সাক্ষরিত হয়েছে—একটি চুক্তি ও দুইটি সমঝোতা স্মারক।

২০. বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রার মজুত—১ ট্রিলিয়ন ডলার।

২১. যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক—ফেডারেল রিজার্ভ সিস্টেম।

২২. সম্প্রতি ইবোলা প্রাদুর্ভাবের কারণে দুইটি জেলায় লকডাউন দিয়েছে—উগান্ডা।

২৩. ইউক্রেন-বেলারুশ সীমান্ত এলাকার দৈর্ঘ্য—১,০০০ কিলোমিটারের বেশি।

২৪. বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট—আলেকজান্ডার লুকাশেঙ্কো।

২৫. সৌদি আরব ইউক্রেনের জন্য মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে—৪০ কোটি মার্কিন ডলার।

২৬. রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দান করেছেন—ব্রুনেইয়ের সুলতান।

২৭. সর্বপ্রথম বাংলা প্রদেশকে বিভক্ত করার সুপারিশ করেন ব্রিটিশ রাজনীতিবিদ—স্যার চার্লস গ্রান্ট (ব্রিটেন)।

২৮. চলমান মহামারি ও সম্ভাব্য মহামারি মোকাবিলায় ল্যানসেট কমিশন প্রস্তাব করেছে—১১ দফা।

২৯. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে সবচেয়ে বিরূপ পরিস্থিতির সম্মুখীন—সিলেট ও বরিশাল বিভাগ।

৩০. সূর্যমূখী একটি—কলার জাত।

৩১. বিশ্ব ফুসফুস দিবস—১৫ অক্টোবর।

৩২. জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস—০৬ অক্টোবর।

৩৩. আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস—১৭ অক্টোবর।

৩৪. শেখ রাসেল দিবস—১৮ অক্টোবর।

৩৫. বিশ্বে বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার—সৌদি আরব।

৩৬. চীনের বর্তমান ক্ষমতাসীন দল—সিপিসি (কমিউনিস্ট পার্টি অব চায়না)।

৩৭. ইউক্রেনকে বিনামূল্যে দেয়া ইন্টারনেট সেবা বাতিলের ঘোষণা দিয়েছেন—স্পেসএক্স স্যাটেলাইটের প্রধান ইলন মাস্ক।

৩৮. দেশের ২৯টি সরকারি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করা হয়—২১ সেপ্টেম্বর ২০২২।

৩৯. বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ণ করা হয়—২০১৮সালে।

৪০. হিমার্স যুক্তরাষ্ট্রের তৈরি—এক ধরনের অস্ত্র।

৪১. ২০২২ সালে নারী এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়—ভারত (রানার্স আপ: শ্রীলঙ্কা)

৪২. ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ দুই দিনের সফরে প্রথমবারের মত ঢাকায় আসেন—১৫ অক্টোবর ২০২২।

৪৩. মোবাইল বা টেলিফোনের মাধ্যমে চিকিৎসাসেবা—টেলিমেডিসিন।

৪৪. অনলাইনে আয়কর হিসাব করার ক্যালকুলেটর সেবা—মোবাইল সেবা।

৪৫. অনলাইনে কেনা–বেচার পদ্ধতিকে বলে—ই-কমার্স।

৪৭. মানুষের করোটিতে অস্থির সংখ্যা—২৯টি।

৪৮. ক্যালসিয়ামের বড় উৎস—দুধ ও দুধজাত খাবার।

৪৯. শিশুদের ভিটামিন ডি–এর অভাবে হয়—রিকেটস রোগ।

৫০. আধান নিরপেক্ষ কণিকা হলো—নিউট্রন।

৫১. আইসোটোপ প্রদর্শনকারী মৌল হলো—অক্সিজেন।

৫২. বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধাসহ আন্তজার্তিক ফ্রাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে-হেইলিবারি (যুক্তরাজ্যভিত্তিক)।

৫৩. বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা-সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়।

৫৪. বর্তমানে বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা—১৭৬টি।

৫৫. বাংলাদেশের প্রথম পরিবেশবান্ধব পোশাক কারখানা—ভিনটেজ ডেনিম স্টুডিও (ঈশ্বরদী, পাবনা)।


৫৬. বাংলাদেশের প্রধান বিচারপতি—হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)।

৫৭. বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট—আলেকজান্ডার লুকাশেঙ্কো।

৫৮. বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণকারী সংস্থা—পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড।

৫৯. পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন—কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনেফ)।

৬০. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে বিক্ষোভ করেছে—পরিবেশবাদী সংগঠন ‘এক্সটিঙ্কশন রেবেলিয়ন’ (যুক্তরাজ্য)।

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...