Daily GK 24 October 2024

Daily GK 24 October 2024

Daily GK 24 October 2024

1. প্রশ্ন: ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কোন আইন অনুযায়ী?
উত্তর: সন্ত্রাস বিরোধী আইন ২০০৯।
2. প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে কবে?
উত্তর: ২৩ অক্টোবর ২০২৪।
3. প্রশ্ন: ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?’ কার রচিত পঙক্তি?
উত্তর: শামসুর রাহমান।
4. প্রশ্ন: সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও তা স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেছেন কে?
উত্তর: জাঁ পল সার্জে।
5. প্রশ্ন: ‘Nausea’ কার রচিত উপন্যাস?
উত্তর: জাঁ পল সার্জে।
6. প্রশ্ন: ‘মজলুম আদিব’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?
উত্তর: শামসুর রাহমান।
7. প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন কোথায়?
উত্তর: বঙ্গভবন।
8. প্রশ্ন: মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তর: ২২তম।
9. প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়?
উত্তর: দিনাজপুর।
10. প্রশ্ন: ‘বাকু’ কোন দেশের রাজধানী?
উত্তর: আজারবাইজান।
11. প্রশ্ন: ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর: কবি শামসুর রহমান। (জন্ম: ২৩ অক্টোবর, ১৯২৯)
12. প্রশ্ন: প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে?
উত্তর: পূর্ব-পশ্চিম।
13. প্রশ্ন: ‘নীল লোহিত’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়। (মৃত্যু: ২৩ অক্টোবর, ২০১২)
14. প্রশ্ন: চলতি অর্থবছরে (২০২৪-২৫) বিটিভির বাজেট কত?
উত্তর: ৩২০ কোটি ৮৮ লাখ টাকা।
15. প্রশ্ন: হরিপুর গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত?
উত্তর: সিলেট।
16. প্রশ্ন: সম্প্রতি সিলেটের হরিপুরে নতুন করে কত ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে?
উত্তর: ৮ মিলিয়ন ঘনফুট।
17. প্রশ্ন: বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী কোনটি?
উত্তর: হিজবুল্লাহ।
18. প্রশ্ন: ঘূর্ণিঝড় ‘ডানা’ কোন ভাষার শব্দ?
উত্তর: আরবি।
19. প্রশ্ন: ‘রাজু ভাস্কর্য’-এর অবস্থান কোথায়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
20. প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ মার্চ ১৯৭৩।
21. প্রশ্ন: বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৭৮।
22. প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ ঘটে কবে?
উত্তর: ১৯৭৯ সালে।
23. প্রশ্ন: ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ’ হয় কোন সংশোধনীর মাধ্যমে?
উত্তর: পঞ্চদশ সংশোধনী।
24. প্রশ্ন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে ছিলেন?
উত্তর: কমলা হ্যারিস।
25. প্রশ্ন: সেন্টমার্টিন পর্যটকদের জন্য কবে সীমিত থাকবে?
উত্তর: নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত।
26. প্রশ্ন: আইএমএফ-এর মতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ?
উত্তর: ৪ দশমিক ৫ শতাংশ।
27. প্রশ্ন: সম্প্রতি কোন দেশকে WHO ম্যালেরিয়ামুক্ত দেশ ঘোষণা করেছে?
উত্তর: মিসর।
28. প্রশ্ন: নাসার ‘লা টেক বায়োমাস’ গবেষণা দলে কোন বাংলাদেশী রয়েছেন?
উত্তর: মোহাম্মদ তারিকুজ্জামান।
29. প্রশ্ন: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমান সাধারণ সম্পাদক কে?
উত্তর: সারজিস আলম।
30. প্রশ্ন: অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?
উত্তর: ৬.০২ × ১০²³।
31. প্রশ্ন: বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি?
উত্তর: টোকিও।
32. প্রশ্ন: কপ-২৯ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাকু, আজারবাইজান।
33. প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিনমাসে রাজস্ব ঘাটতির পরিমাণ কত?
উত্তর: ২৫,৫৯৭ কোটি টাকা। (সূত্র: এনবিআর)
34. প্রশ্ন: পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা?
উত্তর: ১৪C (কার্বন-১৪)।

Daily GK 24 In English October 2024

Here are the questions and answers rearranged in English:
1. Question: Under which law was the announcement to ban Chhatra League issued?
Answer: Anti-Terrorism Act 2009.
2. Question: When did the interim government issue the announcement to ban Chhatra League?
Answer: October 23, 2024.
3. Question: “How many more times must I float in the river of blood to attain you, O Freedom?” Whose lines are these?
Answer: Shamser Rahman.
4. Question: Who voluntarily rejected the Nobel Prize in Literature?
Answer: Jean-Paul Sartre.
5. Question: Who wrote the novel ‘Nausea’?
Answer: Jean-Paul Sartre.
6. Question: Who is the author of the pseudonym ‘Majlum Adib’?
Answer: Shamser Rahman.
7. Question: Where is the official residence and office of the President of Bangladesh located?
Answer: Bangabhaban.
8. Question: How many presidents has Mohammad Shahabuddin served as in Bangladesh?
Answer: 22nd.
9. Question: In which district is wheat farming good in Bangladesh?
Answer: Dinajpur.
10. Question: What is the capital of Azerbaijan?
Answer: Baku.
11. Question: Who wrote the poem “You Are Independence”?
Answer: Poet Shamser Rahman. (Born: October 23, 1929)
12. Question: In which novel by renowned author Sunil Gangopadhyay is the story of Bangladesh’s liberation war mentioned?
Answer: Purbo-Poshchim.
13. Question: Who is known by the pseudonym ‘Nil Lohit’?
Answer: Sunil Gangopadhyay. (Died: October 23, 2012)
14. Question: What is the budget of BTV for the current financial year (2024-25)?
Answer: 3.2088 billion Taka.
15. Question: In which district is the Haripur gas field located?
Answer: Sylhet.
16. Question: How much new gas has recently been discovered in Haripur, Sylhet?
Answer: 8 million cubic feet.
17. Question: What is currently the largest armed Islamic political group in the world?
Answer: Hezbollah.
18. Question: In which language does the word “Dona” (cyclone) originate?
Answer: Arabic.
19. Question: Where is the ‘Raju Sculpture’ located?
Answer: Dhaka University.
20. Question: When was the first general election held in independent Bangladesh?
Answer: March 7, 1973.
21. Question: When was the Bangladesh Nationalist Party (BNP) established?
Answer: September 1, 1978.
22. Question: When did Jamaat-e-Islami emerge in independent Bangladesh?
Answer: 1979.
23. Question: Through which amendment was the caretaker government system abolished?
Answer: Fifteenth Amendment.
24. Question: Who was the Democratic Party candidate in the U.S. presidential election?
Answer: Kamala Harris.
25. Question: When will St. Martin’s Island be limited for tourists?
Answer: From November to February.
26. Question: According to the IMF, what is the GDP growth forecast for Bangladesh in the fiscal year 2024-25?
Answer: 4.5 percent.
27. Question: Which country was recently declared malaria-free by WHO?
Answer: Egypt.
28. Question: Which Bangladeshi is part of NASA’s “La Tech Biomass” research team?
Answer: Mohammad Tariquzzaman.
29. Question: Who is the current General Secretary of the July Martyrs’ Memorial Foundation?
Answer: Sarjish Alam.
30. Question: What is the value of Avogadro’s number?
Answer: 6.02 × 10²³.
31. Question: What is the most populous city in the world?
Answer: Tokyo.
32. Question: Where will the COP-29 conference be held?
Answer: Baku, Azerbaijan.
33. Question: How much was the revenue deficit in the first three months of the 2024-25 fiscal year?
Answer: 255.97 billion Taka. (Source: NBR)
34. Question: What method is used to estimate the age of the Earth?
Answer: ¹⁴C (Carbon-14).

Leave a Comment