Daily MCQ 24 October 2024

Share:
Daily MCQ 24 October 2024

Daily MCQ 24 October 2024

1. অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে কবে?

a) ২১ অক্টোবর ২০২৪

b) ২২ অক্টোবর ২০২৪

c) ২৩ অক্টোবর ২০২৪

d) ২৪ অক্টোবর ২০২৪

সঠিক উত্তর: c) ২৩ অক্টোবর ২০২৪।

2. ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কোন আইন অনুযায়ী?

a) দণ্ডবিধি ১৮৬০

b) সন্ত্রাস বিরোধী আইন ২০০৯

c) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪

d) বাংলাদেশ নিরাপত্তা আইন ২০১৮

সঠিক উত্তর: b) সন্ত্রাস বিরোধী আইন ২০০৯।

3. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?’ কার রচিত পঙক্তি?

a) সেলিনা হোসেন

b) শামসুর রাহমান

c) আফসান চৌধুরী

d) সৈয়দ শামসুল হক

সঠিক উত্তর: b) শামসুর রাহমান।

4. সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও তা স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেছেন কে?

a) স্যার ওয়াল্টার স্কট

b) জাঁ পল সার্জে

c) অ্যালবার্ট ক্যামু

d) জর্জ বার্নার্ড শ’

সঠিক উত্তর: b) জাঁ পল সার্জে।

5. পুলিশ অফিসারদের প্রশিক্ষণের লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠান ‘বাংলাদেশ পুলিশ একাডেমি’ কোথায় অবস্থিত?

a) ঢাকা

b) চট্টগ্রাম

c) সারদা, রাজশাহী

d) বরিশাল

সঠিক উত্তর: c) সারদা, রাজশাহী।

6. প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে?

a) দুর্লভ উপন্যাস

b) পূর্ব-পশ্চিম

c) তোমার জন্য

d) কাঁদতে বলো

সঠিক উত্তর: b) পূর্ব-পশ্চিম।

7. হরিপুর গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত?

a) সিলেট

b) মৌলভীবাজার

c) ঢাকা

d) রংপুর

সঠিক উত্তর: a) সিলেট।

8. দেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

a) সেন্ট মার্টিন

b) কক্সবাজার

c) মহেশখালী

d) সেন্টমার্টিন

সঠিক উত্তর: a) সেন্ট মার্টিন।

9. ‘বাকু’ কোন দেশের রাজধানী?

a) তুরস্ক

b) আজারবাইজান

c) আর্মেনিয়া

d) ইরান

সঠিক উত্তর: b) আজারবাইজান।

10. ‘মজলুম আদিব’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?

a) হুমায়ূন আহমেদ

b) শামসুর রাহমান

c) জাফর ইকবাল

d) সেলিনা হোসেন

সঠিক উত্তর: b) শামসুর রাহমান।

11. ‘Nausea’ কার রচিত উপন্যাস?

a) জঁ পল সার্ত্র

b) জাঁ পল সার্জে

c) স্যামুয়েল বেকেট

d) ফ্রানজ কাফকা

সঠিক উত্তর: a) জঁ পল সার্ত্র।

12. নিচের কোনটি শামসুর রাহমানের রচনা নয়?

a) মগ্ন চৈতন্যে শিস

b) মাটির মায়া

c) অশান্ত নদী

d) প্রিয়তমার গানের সুর

সঠিক উত্তর: a) মগ্ন চৈতন্যে শিস।

13. ‘ইংরেজি’ কয়টি দেশের আনুষ্ঠানিক ভাষা?

a) ৩০টি

b) ৪৬টি

c) ৫৫টি

d) ৬০টি

সঠিক উত্তর: b) ৪৬টি।

14. বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী কোনটি?

a) আল কায়েদা

b) তালেবান

c) হিজবুল্লাহ

d) ইসলামিক স্টেট

সঠিক উত্তর: c) হিজবুল্লাহ।

15. ঘূর্ণিঝড় ‘ডানা’ কোন ভাষার শব্দ?

a) বাংলা

b) আরবি

c) সংস্কৃত

d) ফার্সি

সঠিক উত্তর: b) আরবি।

16. মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?

a) ২০তম

b) ২১তম

c) ২২তম

d) ২৩তম

সঠিক উত্তর: c) ২২তম।

17. আইএমএফ-এর মতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ?

a) ৪.০ শতাংশ

b) ৪.৫ শতাংশ

c) ৫.০ শতাংশ

d) ৫.৫ শতাংশ

সঠিক উত্তর: b) ৪.৫ শতাংশ।

18. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমান সাধারণ সম্পাদক কে?

a) মাইনুল হোসেন

b) সারজিস আলম

c) রাফিদুল হাসান

d) আনিসুর রহমান

সঠিক উত্তর: b) সারজিস আলম।

19. নাসার ‘লা টেক বায়োমাস’ গবেষণা দলে কোন বাংলাদেশী রয়েছেন?

a) মোহাম্মদ তারিকুজ্জামান

b) রাকিব হাসান

c) তানভীর ইসলাম

d) রিফাত হোসেন

সঠিক উত্তর: a) মোহাম্মদ তারিকুজ্জামান।

20. বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন কোথায়?

a) প্রেসক্লাব

b) বঙ্গভবন

c) গণভবন

d) চৌদ্দগ্রাম

সঠিক উত্তর: b) বঙ্গভবন।

21. সেন্টমার্টিন পর্যটকদের জন্য কবে সীমিত থাকবে?

a) জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত

b) অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত

c) নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত

d) জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত

সঠিক উত্তর: c) নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত।

22. বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?

a) ঢাকা

b) চট্টগ্রাম

c) রাজশাহীর সারদাতে

d) খুলনায়

সঠিক উত্তর: c) রাজশাহীর সারদাতে।

23. প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে কে নিয়োগ পেয়েছেন?

a) মোহাম্মদ মোজাম্মেল হক

b) তাহমিনা শবনম

c) সুলতানা রাজিয়া

d) সাজেদা চৌধুরী

সঠিক উত্তর: a) মোহাম্মদ মোজাম্মেল হক।

24. বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি?

a) শাংহাই

b) নিউ ইয়র্ক

c) টোকিও

d) দিল্লি

সঠিক উত্তর: c) টোকিও।

25. বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২৪ বা কপ-২৯ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

a) জাপানে

b) আজারবাইজানের বাকুতে

c) ফ্রান্সে

d) যুক্তরাজ্যে

সঠিক উত্তর: b) আজারবাইজানের বাকুতে।

26. ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে? (সূত্র: আইএমএফ)

a) ৩.৫ শতাংশ

b) ৪.০ শতাংশ

c) ৪.৫ শতাংশ

d) ৫.০ শতাংশ

সঠিক উত্তর: c) ৪.৫ শতাংশ।

27. বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ইউসুফ জুলেখা’ রচনা করেন কোন কবি?

a) জসীম উদ্দীন

b) শাহ মুহম্মদ সগীর

c) জীবনানন্দ দাশ

d) শামসুর রাহমান

সঠিক উত্তর: b) শাহ মুহম্মদ সগীর।

28. পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা?

a) ইউরেনিয়াম-১৪

b) ১৪C (কার্বন-১৪)

c) ১২C

d) ১০C

সঠিক উত্তর: b) ১৪C (কার্বন-১৪)।

29. বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়?

a) চট্টগ্রাম

b) দিনাজপুর

c) কুমিল্লা

d) রাজশাহী

সঠিক উত্তর: b) দিনাজপুর।

30. ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ’ হয় কোন সংশোধনীর মাধ্যমে?

a) ত্রয়োদশ সংশোধনী

b) চোদ্দো সংশোধনী

c) পঞ্চদশ সংশোধনী

d) ষোড়শ সংশোধনী

সঠিক উত্তর: c) পঞ্চদশ সংশোধনী।

31. স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?

a) ৭ মার্চ ১৯৭৩

b) ৭ মার্চ ১৯৭৫

c) ৭ মার্চ ১৯৭১

d) ৭ মার্চ ১৯৭৪

সঠিক উত্তর: a) ৭ মার্চ ১৯৭৩।

32. ‘রাজু ভাস্কর্য’-এর অবস্থান কোথায়?

a) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

b) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

c) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

d) খুলনা বিশ্ববিদ্যালয়ে

সঠিক উত্তর: a) ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

33. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় কবে?

a) ১ সেপ্টেম্বর ১৯৭৭

b) ১ সেপ্টেম্বর ১৯৭৮

c) ১ সেপ্টেম্বর ১৯৭৬

d) ১ সেপ্টেম্বর ১৯৭৯

সঠিক উত্তর: b) ১ সেপ্টেম্বর ১৯৭৮।

34. স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ ঘটে কবে?

a) ১৯৭৮ সালে

b) ১৯৭৯ সালে

c) ১৯৮০ সালে

d) ১৯৭৭ সালে

সঠিক উত্তর: b) ১৯৭৯ সালে।

35. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে লিখেছেন?

a) শামসুর রহমান

b) সেলিনা হোসেন

c) কাজী নজরুল ইসলাম

d) জসীম উদ্দীন

সঠিক উত্তর: a) কবি শামসুর রহমান।

36. ‘নীল লোহিত’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?

a) সেলিনা হোসেন

b) সুনীল গঙ্গোপাধ্যায়

c) হাসান আজিজুল হক

d) সৈয়দ শামসুল হক

সঠিক উত্তর: b) সুনীল গঙ্গোপাধ্যায়।

37. চলতি অর্থবছরে (২০২৪-২৫) বিটিভির বাজেট কত?

a) ২৫০ কোটি টাকা

b) ৩২০ কোটি ৮৮ লাখ টাকা

c) ৪০০ কোটি টাকা

d) ২৮০ কোটি টাকা

সঠিক উত্তর: b) ৩২০ কোটি ৮৮ লাখ টাকা।

38. সম্প্রতি সিলেটের হরিপুরে নতুন করে কত ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে?

a) ৫ মিলিয়ন ঘনফুট

b) ৮ মিলিয়ন ঘনফুট

c) ১০ মিলিয়ন ঘনফুট

d) ১২ মিলিয়ন ঘনফুট

সঠিক উত্তর: b) ৮ মিলিয়ন ঘনফুট।

39. ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিনমাসে রাজস্ব ঘাটতির পরিমাণ কত?

a) ২০,০০০ কোটি টাকা

b) ২৫,৫৯৭ কোটি টাকা

c) ৩০,০০০ কোটি টাকা

d) ১৫,০০০ কোটি টাকা

সঠিক উত্তর: b) ২৫,৫৯৭ কোটি টাকা।

40. IMF-এর মতে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে?

a) ৩.৫ শতাংশ

b) ৪.০ শতাংশ

c) ৪.৫ শতাংশ

d) ৫.০ শতাংশ

সঠিক উত্তর: c) ৪.৫ শতাংশ।

41. কপ-২৯ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

a) বাকু, আজারবাইজান

b) প্যারিস, ফ্রান্স

c) লন্ডন, যুক্তরাজ্য

d) নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: a) বাকু, আজারবাইজান।

42. সম্প্রতি কোন দেশকে WHO ম্যালেরিয়ামুক্ত দেশ ঘোষণা করেছে?

a) মিসর

b) ভারত

c) পাকিস্তান

d) নেপাল

সঠিক উত্তর: a) মিসর।

Leave a Comment