Daily MCQ 26 October 2024

Share:
Daily MCQ 26 October 2024

Daily MCQ 26 October 2024

1. সর্বশেষ সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?

a) ১৬২তম

b) ১৬৩তম

c) ১৬৪তম

d) ১৬৫তম

সঠিক উত্তর: b) ১৬৩তম। (সূত্র: রিপোর্টাস উইদাউট বর্ডারস-RSF)

2. বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যানের নাম কী?

a) মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন

b) মেজর জেনারেল আবদুল জলিল

c) মেজর জেনারেল হাবিবুল্লাহ

d) মেজর জেনারেল নাসির উদ্দিন

সঠিক উত্তর: a) মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

3. গত পাঁচ বছরে (গড়ে) মূল বাজেটের কত শতাংশ বাস্তবায়িত হয়েছে?

a) ৭৫ শতাংশ

b) ৮১ শতাংশ

c) ৮৭ শতাংশ

d) ৯০ শতাংশ

সঠিক উত্তর: b) মূল বাজেটের ৮১ শতাংশ এবং সংশোধিত বাজেটের ৮৭ শতাংশ।

4. চতুর্থ শিল্পবিপ্লবের জনক বলা হয় কাকে?

a) ক্লাউস শোয়াব

b) জেফ বেজোস

c) স্টিভ জবস

d) বিল গেটস

সঠিক উত্তর: a) জার্মান অর্থনীতিবিদ ক্লাউস শোয়াব।

5. সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দুটি দেশ যৌথভাবে নৌ মহড়ায় অংশ নিয়েছে?

a) ইরান ও ইরাক

b) সৌদি আরব ও কাতার

c) ইরান ও সৌদি আরব

d) বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত

সঠিক উত্তর: c) ইরান ও সৌদি আরব। (স্থান: ওমান সাগর)

6. সম্প্রতি যুক্তরাজ্যের পাসপোর্ট পাওয়া ভালুকের নাম কী?

a) টেডি বিয়ার

b) প্যাডিংটন বিয়ার

c) বিয়ার গ্রিলস

d) উইনি দ্য পুহ

সঠিক উত্তর: b) প্যাডিংটন বিয়ার।

7. আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?

a) উইলিয়াম শেক্সপিয়ার

b) জিওফ্রে চসার

c) জন মিলটন

d) চার্লস ডিকেন্স

সঠিক উত্তর: b) জিওফ্রে চসার। (মৃত্যু: ২৫ অক্টোবর, ১৪০০)

8. আন্তর্জাতিক T-20 ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড কত?

a) ৩২০ রান

b) ৩৪৪ রান

c) ৩৩০ রান

d) ৩৫০ রান

সঠিক উত্তর: b) ৩৪৪ রান, জিম্বাবুয়ে। (প্রতিপক্ষ: গাম্বিয়া)

9. সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ হতে যাচ্ছে কত?

a) ৩০ বছর

b) ৩২ বছর

c) ৩৫ বছর

d) ৩৮ বছর

সঠিক উত্তর: b) ৩২ বছর।

10. সাম্প্রতিক বন্যাসহ জলবায়ুজনিত বিভিন্ন ধরনের ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে আপৎকালীন ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক কত অনুদান দেবে?

a) ২০ কোটি ডলার

b) ২৫ কোটি ডলার

c) ৩০ কোটি ডলার

d) ৩৫ কোটি ডলার

সঠিক উত্তর: b) এককালীন ২৫ কোটি ডলার।

11. বাংলাদেশে বর্তমানে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা কত?

a) ১০ লাখের বেশি

b) ১২ লাখের বেশি

c) ১৩ লাখের বেশি

d) ১৪ লাখের বেশি

সঠিক উত্তর: c) ১৩ লাখের বেশি।

12. ডলফিন জরিপের ফলাফলে পাওয়া গেছে কতটি গাঙ্গেয় ডলফিন?

a) ৬০০টি

b) ৬৩৬টি

c) ১৩৫২টি

d) ১২০০টি

সঠিক উত্তর: b) ৬৩৬টি দল বা ১৩৫২টি গাঙ্গেয় ডলফিনের উপস্থিতি।

13. মিঠাপানির শুশুক বা ডলফিনের সবচেয়ে বড় আবাসস্থল কোথায়?

a) পদ্মা নদী

b) যমুনা নদী

c) পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন মোহনা

d) বঙ্গোপসাগর

সঠিক উত্তর: c) পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন মোহনা।

14. চতুর্থ শিল্পবিপ্লবের জনক কে?

a) ক্লাউস শোয়াব

b) জেফ বেজোস

c) স্টিভ জবস

d) বিল গেটস

সঠিক উত্তর: a) জার্মান অর্থনীতিবিদ ক্লাউস শোয়াব।

15. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা পেয়েছেন কে?

a) ড. রিচার্ড অ্যালান ক্যাশ

b) ড. মুহাম্মদ ইউনূস

c) ড. কুসুম বেগম

d) ড. তৌহিদুজ্জামান

সঠিক উত্তর: a) ড. রিচার্ড অ্যালান ক্যাশ।

16. দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন হিসেবে আইটিএ সদস্যপদ লাভ করেছে কোন এয়ারলাইন?

a) বাঙ্গালি এয়ারলাইন

b) নভোএয়ার

c) এয়ার এ্যাস্ট্রা

d) রিজেন্ট এয়ারলাইন

সঠিক উত্তর: c) এয়ার এ্যাস্ট্রা।

17. দেশের একমাত্র সমুদ্রবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কোনটি?

a) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি)

b) বাংলাদেশ মেরিন রিসার্চ ইনস্টিটিউট

c) বাংলাদেশ নেভাল রিসার্চ ইনস্টিটিউট

d) সেন্টার ফর মেরিন রিসার্চ

সঠিক উত্তর: a) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি)।

18. বাংলাদেশে সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি?

a) প্রধানমন্ত্রী

b) মন্ত্রী

c) রাষ্ট্রপতি

d) স্পিকার

সঠিক উত্তর: c) রাষ্ট্রপতি।

19. ‘বাংলাদেশ ভবন’ কোথায় অবস্থিত?

a) ঢাকা, বাংলাদেশ

b) কলকাতা, ভারত

c) লন্ডন, যুক্তরাজ্য

d) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: b) কলকাতা, ভারত।

20. ‘এনভায়ার্নোনিক্স ইনস্টিটিউট’ কী ধরনের সংস্থা?

a) স্বাস্থ্য গবেষণা সংস্থা

b) জরিপ পরিচালনাকারী সংস্থা

c) শিক্ষা প্রতিষ্ঠান

d) রাজনৈতিক সংস্থা

সঠিক উত্তর: b) জরিপ পরিচালনাকারী সংস্থা।

21. প্রথম কাগজে ছাপানো মুদ্রার প্রচলন শুরু হয় কোন দেশে?

a) ভারত

b) চীনে

c) মিসরে

d) গ্রিসে

সঠিক উত্তর: b) চীনে।

22. ২০২৪ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

a) ভারত

b) নেপাল

c) বাংলাদেশ

d) শ্রীলঙ্কা

সঠিক উত্তর: b) নেপাল।

Leave a Comment