শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতের ৭ ধরনের পদে ৬৫৮ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৩০৮ জন এবং অফিস সহায়ক পদে ৩০৪ জন নিয়োগ দেওয়া হবে। কোটা বিধিমালা অনুযায়ী প্রার্থীদের নিজ নিজ জেলা কোটায় আবেদন করতে হবে। পরীক্ষার ধরন, নিয়োগ পদ্ধতি, প্রশ্নপত্র বিশ্লেষণ ও পরীক্ষার প্রস্তুতির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
পরীক্ষার ধরন ও নিয়োগ পদ্ধতি:
সবগুলো পদের বাছাই প্রক্রিয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। তবে কম্পিউটারের কাজ করতে হয় এমন পদগুলোতে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। শুরুতেই এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য হলে) নেওয়া হবে।
প্রার্থীরা আবেদন করার পর নির্ধারিত সময়ে অধিদপ্তরের ওয়েবসাইট এবং প্রার্থীদের মোবাইল নম্বরে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সম্পর্কে জানানো হবে।
বিগত নিয়োগের প্রশ্ন বিশ্লেষণ:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী নিয়োগের বিধিমালা-২০১৯ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন করে নিয়োগ কর্তৃপক্ষ। ২০২১ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বেশ কিছু পদের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর।
এই নিয়োগ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয়। মোট ৯০ নম্বরের এক ঘণ্টার পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি প্রশ্নের মান ছিল ১। প্রশ্নে বাংলা ২০, কম্পিউটার সম্পর্কিত ও সাধারণ জ্ঞান ৩০, গণিত ২০ এবং ইংরেজি ২০ নম্বর ছিল।
২০২২ সালে হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষার নম্বর ছিল ৯০ (এমসিকিউ) এবং সময় এক ঘণ্টা। প্রশ্নে বাংলা ২৫, ইংরেজি ২৫, হিসাববিজ্ঞান ১০, গণিত ১০ এবং সাধারণ জ্ঞান ২০ নম্বর ছিল। ২০২১ সালে অফিস সহায়ক পদে এক ঘণ্টায় ৭০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নে বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ২০ এবং সাধারণ জ্ঞান ১০ নম্বর ছিল। সবগুলো পদের ক্ষেত্রেই ৫০ শতাংশ নম্বরে পাস ধরা হয়।
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি:
নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র করা হয় এমসিকিউ পদ্ধতিতে। ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগের পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের ওপরই প্রশ্ন করা হয়। যেসব পদে যে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
নবম-দশম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বই থেকেই সাধারণত বেশি প্রশ্ন আসে। তাই ভালো প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য ও ব্যাকরণের অংশগুলোতে বেশি জোর দিতে হবে। ইংরেজিতে গ্রামারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ওপর ভালো দখল রাখতে হবে। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতির গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোও নিয়মিত অনুশীলন করতে হবে। সাধারণ জ্ঞানে সমসাময়িক বিষয়, ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতিসহ জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানাশোনা থাকতে হবে। অফিস সহায়ক পদে ষষ্ঠ-অষ্টম শ্রেণির বাংলার সাহিত্য ও ব্যাকরণ অংশ, ইংরেজির গ্রামার অংশ এবং গণিতের পাটিগণিত অংশ ভালো করে পড়তে হবে। বিগত বছরের প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে প্রস্তুতি নিতে পারলে ভালো ফলাফল অর্জন করা সহজ হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী নিয়োগ সহায়ক বই বাজারে পাওয়া যায়। এসব বই থেকেও প্রস্তুতি নিতে পারেন।
পদের তালিকা ও যোগ্যতা:
- হিসাবরক্ষক পদ ৭টি। যোগ্যতা—ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারের কাজে দক্ষ। শিক্ষাজীবনে ১টির বেশি ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
- কম্পিউটার অপারেটর পদ ৮টি। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।
- উচ্চমান সহকারী পদ ৩টি। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান; কম্পিউটারে কাজের দক্ষতা ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।
- হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদ ৮টি। ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম এইচএসসি বা সমমানের পাস এবং কম্পিউটারে এমএস ওয়ার্ডে কাজের দক্ষতা।
- ডাটা এন্ট্রি অপারেটর পদ ৩০৮টি। যোগ্যতা—এইচএসসি বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ ২০টি। এইচএসসি বা সমমানে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের জিপিএ। কম্পিউটারের কাজে দক্ষ ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে গতি ২০ শব্দ।
- অফিস সহায়ক পদ ৩০৪টি। এসএসসি বা সমমান পাস। সবগুলো পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী)। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান ও সংশোধিত সব বিধি-বিধান অনুসরণ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে অনলাইনে http://eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে ২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে। আবেদন জমার শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে অধিদপ্তরের ওয়েবসাইটে www.eedmoe.gov.bd।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel