Today In History 28 December
Today In History 28 December
ঘটনাবলি:
- ১৮৩৬: দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮৫: ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১৯০৮: ইতালির সিসিলিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হন।
- ১৯১০: ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
- ১৯২১: কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।
- ১৯৫৬: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) গঠিত হয়।
- ১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
- ১৯৭৪: বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।
- ১৯৭৯: ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।
- ১৯৮৪: সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে তার ৩০তম সেঞ্চুরি করে ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
- ২০২০: মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- ২০২২: বাংলাদেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন।
জন্ম:
- ১৮৫৬: উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
- ১৮৮৯: আহমেদ ফজলুর রহমান, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য।
- ১৮৯৪: কিথ জনসন, অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।
- ১৯০৩: জন ভন নিউম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। (মৃ. ১৯৫৭)
- ১৯১১: ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯৪)
- ১৯২২: রমাপদ চৌধুরী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও গল্পকার। (মৃ. ২০১৮)
- ১৯২৬: ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৭: রতন টাটা, ভারতীয় শিল্পপতি।
- ১৯৪১: ইন্তিখাব আলম, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৯: রিজিয়া রহমান, লেখক, গল্পকার, ঔপন্যাসিক।
- ১৯৪৪: ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী। (মৃ. ২০১৯)
- ১৯৫৪: রমাপ্রসাদ বণিক, ভারতীয় বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাট্যকার। (মৃ. ২০১০)
🧩কুইজ খেলুন! গেইম খেলুন!
আপনার জ্ঞান বৃদ্ধি করুন
মৃত্যু:
- ১৮৫৯: লর্ড ম্যাকলে, ব্রিটিশ ইতিহাসবিদ।
- ১৯২৫: সের্গেই এসিয়েনিন, কবি।
- ১৯২৭: হাকিম আজমল খান, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।
- ১৯৩২: জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৮৩: ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার। (জ. ১৯১৯)
- ১৯৮৭: হ্যাপী আখন্দ, বাংলাদেশী পপ রক গায়ক।
- ১৯৯৩: আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।
- ১৯৯৮: ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার। (জ. ১৯৩৪)
- ২০০৪: সুসান সনট্যাগ, মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
- ২০১১: রাজিয়া খান, বাংলাদেশী সাহিত্যিক। (জ. ১৯৩৬)
Today In History 28 December
Events:
- 1836: South Australia and Adelaide are established.
- 1885: The first session of the Indian National Congress is held in Mumbai, India.
- 1908: A devastating earthquake with a magnitude of 7.2 strikes Sicily, Italy, killing over 75,000 people.
- 1910: The first airplane flight in India is demonstrated.
- 1921: The Victoria Memorial Hall is inaugurated in Kolkata.
- 1956: The University Grants Commission (India) is established.
- 1972: Ghana recognizes Bangladesh as an independent country.
- 1974: Emergency is declared in Bangladesh.
- 1979: Zia International Airport (now Hazrat Shahjalal International Airport) is inaugurated in Dhaka.
- 1984: Sunil Gavaskar breaks Don Bradman’s world record by scoring his 30th century in Test cricket.
- 2020: Muslin is recognized as a Geographical Indication (GI) product of Bangladesh.
- 2022: The first metro rail in Bangladesh is inaugurated.
Births:
- 1856: Woodrow Wilson, 28th President of the United States.
- 1889: Ahmed Fazlur Rahman, historian, politician, social reformer, and the first Bengali Vice Chancellor of Dhaka University.
- 1894: Keith Johnson, Australian cricket administrator.
- 1903: John von Neumann, Hungarian-American mathematician. (d. 1957)
- 1911: Phani Majumdar, Indian film director and screenwriter. (d. 1994)
- 1922: Ramapada Chowdhury, Indian Bengali novelist and short story writer. (d. 2018)
- 1926: Donald Carr, German-born English cricketer.
- 1937: Ratan Tata, Indian industrialist.
- 1941: Intikhab Alam, Pakistani cricketer.
- 1939: Rizia Rahman, writer and novelist.
- 1944: Kary Mullis, Nobel Prize-winning American biochemist. (d. 2019)
- 1954: Ramaprasad Banik, Indian Bengali theater actor, director, and playwright. (d. 2010)
Deaths:
- 1859: Lord Macaulay, British historian.
- 1925: Sergei Yesenin, poet.
- 1927: Hakim Ajmal Khan, Unani physician and active worker for Hindu-Muslim unity.
- 1932: Jack Blackham, Australian cricketer.
- 1983: Robin Majumdar, Indian Bengali singer, film, and theater actor. (b. 1919)
- 1987: Happy Akhand, Bangladeshi pop rock singer.
- 1993: Abdul Jabbar Khan, director, actor, and screenwriter of Bangladesh’s first talkie film “Mukh O Mukhosh.”
- 1998: Bhairab Gangopadhyay, Bengali playwright. (b. 1934)
- 2004: Susan Sontag, American writer and literary critic.
- 2011: Razia Khan, Bangladeshi author. (b. 1936)
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel