Today In History 29 December
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
Today In History 29 December
উল্লেখযোগ্য ঘটনা
- ১৫০৩ – ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।
- ১৭৭৮
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিন হাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।
- ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।
- ১৮৩৫ – ‘দি ট্রিটি অব নিউ একোটা’ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে চোরকিদের জমি যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে যায়।
- ১৮৬০ – ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ ‘এইচএমএস ওয়ারিয়র’ সাগরে ভাসানো হয়।
- ১৮৯০ – আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আদিবাসীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। এতে ১৫৩ জন নিহত হন।
- ১৯১১
- সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।
- মঙ্গোলিয়া খান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৩০ – স্যার মোঃ ইকবাল পাকিস্তান প্রতিষ্ঠার রূপরেখা প্রকাশ করেন।
- ১৯৭২
- কলকাতায় প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয়।
- মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।
- ২০০০ – বাংলাদেশের চাঁদপুরে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে ১৬২ জন নিহত হয়।
- ২০০৪ – বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরু করে।
- ২০০৮ – বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।
জন্ম
- ১৭০৯ – পিটার দ্য গ্রেটের কন্যা এলিজাবেথ পেত্রোভনা।
- ১৮৪৪ – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি।
- ১৮৬৩ – সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা।
- ১৯১৪ – জয়নুল আবেদীন, প্রখ্যাত চিত্রশিল্পী।
- ১৯২৬ – আবদুস সালাম, নোবেলজয়ী পাকিস্তানি পদার্থবিজ্ঞানী।
- ১৯৪২ – রাজেশ খান্না, ভারতীয় ফিল্ম তারকা।
মৃত্যু
- ১৮৯১ – লিওপল্ড ক্রোনেকার, জার্মান গণিতবিদ।
- ১৯৭৯ – ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী।
- ২০০৩ – সালমা সোবহান, বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার ও মানবাধিকারকর্মী।
- ২০২২ – পেলে, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার।
Today In History 29 December
Significant Events
- 1503 – Spain defeated France in the Battle of Garigliano.
- 1778
- American Revolutionary War: British Lieutenant Colonel Archibald Campbell, along with 3,500 soldiers, was captured in Georgia.
- The British Army captured Savannah, Georgia.
- 1835 – The Treaty of New Echota was signed, leading to the transfer of Cherokee lands to the U.S. government.
- 1860 – Britain launched its first ironclad warship, HMS Warrior, into the sea.
- 1890 – The Wounded Knee Massacre occurred in South Dakota, where U.S. troops killed 153 Native Americans, mostly women and children.
- 1911
- Sun Yat-sen was appointed provisional President of China.
- Mongolia declared independence from the Qing dynasty.
- 1930 – Sir Muhammad Iqbal outlined the vision for the partition of India and the creation of Pakistan.
- 1972
- Construction of India’s first metro rail system began in Kolkata.
- The U.S. magazine “Life” ceased publication.
- 2000 – A collision between two passenger ferries on the Meghna River in Chandpur, Bangladesh, resulted in 162 deaths.
- 2004 – Bangladesh’s state-owned mobile operator, Teletalk, launched its services.
- 2008 – The Awami League-led Grand Alliance won the 9th National Parliamentary elections in Bangladesh.
Birthdays
- 1709 – Elizabeth Petrovna, daughter of Peter the Great.
- 1844 – Umesh Chandra Banerjee, the first President of the Indian National Congress.
- 1863 – Syed Nawab Ali Chowdhury, a key founder of Dhaka University.
- 1914 – Zainul Abedin, renowned Bangladeshi artist.
- 1926 – Abdus Salam, Nobel Prize-winning Pakistani physicist.
- 1942 – Rajesh Khanna, iconic Indian film actor.
Deaths
- 1891 – Leopold Kronecker, German mathematician.
- 1979 – Bhupendra Kumar Dutta, Indian freedom fighter and revolutionary.
- 2003 – Salma Sobhan, prominent Bangladeshi barrister and human rights activist.
- 2022 – Pelé, legendary Brazilian footballer.