Daily Exam 36: বিগত সালের প্রশ্ন থেকে
Daily Exam 36 দিন বিগত সালের প্রশ্ন থেকে এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।
১. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
২. Choose the correct sentence:
৩. জিজ্ঞাসিবে জনে জনে। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
৪. ‘পদাবলী’ লিখেছেন কে?
৫. ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
৬. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন?
৭. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
৮. Find the correct spelling:
৯. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
১০. Select the right word: He ran fast lest he _______miss the train.
১১. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
১২. কোনটি তদ্ভব শব্দ?
১৩. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?
১৪. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
১৫. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে:
১৬. কোনটি সঠিক বানান?
১৭. বাংলা লিপির উৎস কী?
১৮. Who is the author of ‘Animal Farm’?
১৯. There is _______ on the roads today?
২০. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
২১. The antonym of ‘inimical’:
২২. স্বাধীন বাংলাদেশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
২৩. Which one of the following is a common gender?
২৪. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল হবে?