Daily Exam 42: বিগত সালের প্রশ্ন থেকে

Share:

Daily Exam 42: বিগত সালের প্রশ্ন থেকে

Daily Exam 42 দিন বিগত সালের প্রশ্ন থেকে এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

১. মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী?





২. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?





৩. বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?





৪. মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্ত্বায় রয়েছে?





৫. অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?





৬. বাংলাদেশের কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?





৭. একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?





৮. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?





৯. কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?





১০. নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?





১১. একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, “তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে”। ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?





১২. যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T = ?





১৩. বাংলাদেশের নবীনতম নদী কোনটি?





১৪. ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পরিচালক কে?





১৫. একজন মহিলা বলছেন, “আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমার বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।” মহিলার বয়স কত?





১৬. *The Foreshadowing of Bangladesh* গবেষণা গ্রন্থটির লেখক কে?





১৭. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?





১৮. যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T = ?





১৯. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ দেন?





২০. ১৯৫৮ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল?





২১. বাংলাদেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?





২২. বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে?





২৩. একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?







Leave a Comment