Daily Exam 61: Daily GK থেকে
Daily Exam 61 দিন Daily GK থেকে এবং চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন।
1. ২০২৪ সালে দেশে সার আমদানি হয়েছে-
2. ২০২৪-২৫ অর্থবছরে সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ?
3. ২০২৫-২৬ অর্থবছরে দেশের সম্ভাব্য বাজেট কত?
4. দেশের ৫ অধিদপ্তরে স্বতন্ত্র অভ্যন্তরীণ অডিট বিভাগ স্থাপন করছে কোন মন্ত্রণালয়?
5. গাজায় যুদ্ধবিরতির চুক্তি কয়টি ধাপে বাস্তবায়িত হবে?
6. ‘বেপিকলম্বো’ কী?
7. ২০২৪ সালে বিশ্বে কত জন সাংবাদিক কারারুদ্ধ হয়েছেন?
8. ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে শপথ পাঠ করাবেন কে?
9. বঙ্গীয় আইন পরিষদ কবে গঠিত হয়?
10. কবি আজিজুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
11. ওঁরাও জাতিগোষ্ঠীর প্রধান বসতিস্থল কোথায়?
12. বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হওয়া ‘রিও-ভাইরাস’-এর পূর্ণরূপ কী?
13. কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে?
14. পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
15. নেপালের সেনাবাহিনীকে কী বলা হয়?
16. উত্তরা গণভবনের অপর নাম কী?
17. বর্তমানে দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি?
18. অ্যাডেনোসিন ট্রাইফোসফেট (ATP) কে বলা হয়-
19. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতের সময়কাল-
20. ‘আঠারো শতকের বাংলার চিঠি’ গ্রন্থের রচয়িতা কে?
21. সম্প্রতি ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন হয় কোথায়?
22. HTS এর পূর্ণরূপ কী?
23. পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা কী?
24. সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন অ্যাপটি নিষিদ্ধ করেছে?
25. বিশ্বে ধূমপানজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুহার কোন দেশে?