Today In History 18 January

Share:

Today In History 18 January

Today In History 18 January

ঘটনাবলী

  • ৪৭৪ – দ্বিতীয় লিও এক বছরের কম সময়ের জন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।
  • ১৪৮৬ – এলিজাবেথ অব ইয়র্কের সঙ্গে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরী বিবাহবন্ধনে আবদ্ধ হন।
  • ১৫৩৫ – ফ্রান্সিস্‌কো পিজারো পেরুর রাজধানী লিমা আবিষ্কার করেন।
  • ১৬৪২ – প্রথম ইউরোপীয় হিসাবে আবেল তাসমান নিউজিল্যান্ডে পা রাখেন।
  • ১৬৭০ – স্যার হেনরি মোরগেন পানামা দখল করেন।
  • ১৭০১ – প্রথম ফ্রেডরিক প্রুশিয়ার রাজা হন।
  • ১৭৭৮ – ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেন।
  • ১৮৬২ – বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়।
  • ১৮৭১ – ভার্সাই প্রাসাদে প্রথম ভিলহেল্ম জার্মানীর সম্রাট ঘোষিত হন।
  • ১৯১২ – রবার্ট ফ্যালকন স্কট দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
  • ১৯১৯ – ফ্রান্সে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়।
  • ১৯৩৮ – সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
  • ১৯৪৪ – লেনিনগ্রাড শহর সোভিয়েত ইউনিয়নের বাহিনীর হাতে মুক্ত হয়।
  • ১৯৫০ – ভারতকে ধর্মনিরপেক্ষ গণরাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
  • ১৯৫৬ – জাপান জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৭৮ – নর্দার্ন আয়ারল্যান্ডে বন্দিদের নির্যাতনের অভিযোগে যুক্তরাজ্য দোষী সাব্যস্ত হয়।
  • ১৯৯৭ – বোর্জ অসল্যান্ড একাকী অ্যান্টার্কটিকা পাড়ি দেন।
  • ২০০২ – সিয়েরালিয়নে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


জন্ম

  • ৮৮৫ – ডাইগো, জাপানের সম্রাট।
  • ১৮৪২ – মহাদেব গোবিন্দ রাণাডে, ভারতীয় বিচারপতি ও সমাজ সংস্কারক।
  • ১৮৫৪ – টমাস আউগুস্তুস ওয়াটসন, টেলিফোন আবিষ্কারের সহপ্রবর্তক।
  • ১৮৬৭ – নিকারাগুয়ার কবি রুবেন দারিও।
  • ১৮৮২ – এ. এ. মিলনে, ইংরেজ লেখক।
  • ১৯০৩ – রসায়নবিদ দুঃখহরণ চক্রবর্তী।
  • ১৯১৭ – বাংলাদেশি কবি আজিজুর রহমান।
  • ১৯৪৯ – স্থবির দাশগুপ্ত, ভারতীয় ক্যান্সার বিশেষজ্ঞ।
  • ১৯৬০ – মার্ক রাইল্যান্স, ইংরেজ অভিনেতা।

মৃত্যু

  • ৪৭৪ – প্রথম লিও, বাইজেন্টাইন সম্রাট।
  • ১৮৬২ – জন টাইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ম রাষ্ট্রপতি।
  • ১৯৩৬ – রুডইয়ার্ড কিপলিং, নোবেলজয়ী ইংরেজ লেখক।
  • ১৯৪৭ – কুন্দনলাল সায়গল, ভারতীয় সংগীতশিল্পী।
  • ১৯৯৬ – এন. টি. রামা রাও, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
  • ২০১৮ – চন্ডী লাহিড়ী, প্রখ্যাত সাংবাদিক ও কার্টুনিস্ট।
  • ২০২২ – নারায়ণ দেবনাথ, বিখ্যাত বাঙালি কার্টুনিস্ট।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

Today In History 18 January

🔥 To Get Your Deal Click Here...

Events

  • 474 – Leo II becomes Byzantine Emperor for less than a year.
  • 1486 – King Henry VII of England marries Elizabeth of York.
  • 1535 – Spanish conquistador Francisco Pizarro discovers Lima, the capital of Peru.
  • 1642 – Abel Tasman becomes the first European to set foot in New Zealand.
  • 1670 – Welsh Admiral Sir Henry Morgan captures Panama.
  • 1701 – Frederick I becomes the first King of Prussia.
  • 1778 – Captain James Cook discovers the Hawaiian Islands.
  • 1862 – The Bengal Legislative Council is formed.
  • 1871 – Wilhelm I is proclaimed the first German Emperor in the Palace of Versailles.
  • 1912 – Robert Falcon Scott reaches the South Pole but realizes he was not the first.
  • 1919 – The Paris Peace Conference begins in Versailles, France.
  • 1938 – Subhas Chandra Bose is elected President of the Indian National Congress.
  • 1944 – Soviet forces liberate Leningrad from Nazi Germany during World War II.
  • 1950 – India is declared a secular democratic republic.
  • 1956 – Japan joins the United Nations.
  • 1978 – The UK is found guilty in the European Court of Human Rights for mistreating prisoners in Northern Ireland.
  • 1997 – Børge Ousland becomes the first person to cross Antarctica solo and unaided.
  • 2002 – Sierra Leone officially declares the end of its civil war.

Births

  • 885 – Daigo, Emperor of Japan.
  • 1842 – Mahadev Govind Ranade, Indian jurist and social reformer.
  • 1854 – Thomas Augustus Watson, assistant to Alexander Graham Bell and co-developer of the telephone.
  • 1867 – Rubén Darío, Nicaraguan poet.
  • 1882 – A. A. Milne, English author and playwright.
  • 1903 – Dukhurhan Chakraborty, eminent chemist and writer.
  • 1917 – Azizur Rahman, Bangladeshi poet and lyricist.
  • 1949 – Sthabir Dasgupta, Indian oncologist.
  • 1960 – Mark Rylance, English actor and playwright.

Deaths

  • 474 – Leo I, Byzantine Emperor.
  • 1862 – John Tyler, 10th President of the United States.
  • 1936 – Rudyard Kipling, Nobel-winning English author and poet.
  • 1947 – Kundanlal Saigal, Indian singer and actor.
  • 1996 – N. T. Rama Rao, actor, filmmaker, and 10th Chief Minister of Andhra Pradesh.
  • 2018 – Chandi Lahiri, renowned journalist and cartoonist.
  • 2022 – Narayan Debnath, famous Bengali cartoonist.
🔥 Download Here...

Leave a Comment