Today In History 19 January

Share:

Today In History 19 January

Today In History 19 January

ঘটনাবলী

  • ১৮২৫ – রায়ত বিদ্রোহের এক পর্যায়ে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।
  • ১৮৩৯ – ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দরনগরী এডেন দখল করে।
  • ১৮৪০ – নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন।
  • ১৮৫৯ – ফ্রান্স ও সারদিনিয়ার মধ্যে জোট চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৮৮৩ – টমাস এডিসন প্রথমবার বৈদ্যুতিক বাতি তৈরি করেন।
  • ১৮৯৩ – ইবসেনের নাটক দ্য মাস্টার বিল্ডার প্রথম মঞ্চস্থ হয়।
  • ১৯১৫ – ব্রিটেনের উপর প্রথম বিমান হামলা চালানো হয়।
  • ১৯২৬ – মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪২ – জার্মানি সার্মা দখল করে।
  • ১৯৬৬ – ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

  • ১৯৭৫ – ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়।
  • ১৯৭৯ – ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা হজরত ইমাম খোমেনী (রহ.) স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা দেন।
  • ১৯৮১ – ইরানে জিম্মি সংকটের অবসান ঘটে এবং ৫২ মার্কিন নাগরিক মুক্তি পায়।
  • ১৯৮৩ – অ্যাপল ইনকর্পোরেটেড প্রথমবার পার্সোনাল কম্পিউটার-এ গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।
  • ১৯৮৬ – প্রথমবার আইবিএম কম্পিউটার পিসি ভাইরাস আবিষ্কৃত হয়, যা দুইজন পাকিস্তানি নাগরিক তৈরি করেন।
  • ১৯৮৮ – চীনে বিমান দুর্ঘটনায় ১০৮ জনের মৃত্যু হয়।
  • ১৯৯১ – উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক ইসরায়েলে দ্বিতীয় স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
  • ১৯৯৩ – চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া জাতিসংঘে যোগ দেয়।
  • ১৯৯৭ – ইয়াসির আরাফাত দীর্ঘ ৩১ বছর পর প্যালেস্টাইনে ফিরে বীরোচিত সংবর্ধনা পান।
  • ২০০৬ – নাসার নামবিহীন একটি স্পেসক্রাফট প্লুটো যাবার পথে বিস্ফোরিত হয়।
  • ২০১২ – এফবিআই হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড বন্ধ করে দেয়।

জন্ম

  • ১৭৩৬ – জেমস ওয়াট, স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী।
  • ১৭৯৮ – অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
  • ১৮০৯ – এডগার অ্যালান পো, মার্কিন লেখক।
  • ১৮১৩ – হেনরি বেসিমা, বিজ্ঞানী এবং লোহা গলানো চুল্লির উদ্ভাবক।
  • ১৮২২ – যদুনাথ পাল, খ্যাতনামা মৃৎশিল্পী।
  • ১৮৯২ – সুরেন্দ্রলাল দাশ, সঙ্গীতশিল্পী।
  • ১৯২০ – পেরেজ দ্য কুয়েলার, জাতিসংঘের পঞ্চম মহাসচিব।
  • ১৯৩৬ – জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা।

মৃত্যু

  • ১৮৮৬ – রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার।
  • ১৯০৫ – মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রাহ্মধর্ম প্রচারক।
  • ১৯২৭ – স্যার কৈলাসচন্দ্র বসু, ভারতের প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।
  • ১৯৭৮ – বিজন ভট্টাচার্য, বাঙালি নাট্যব্যক্তিত্ব।
  • ১৯৯২ – মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি সুরকার।
  • ২০২2 – কাজী আনোয়ার হোসেন, ‘মাসুদ রানা’ সিরিজের স্রষ্টা।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

Today In History 19 January

Events

  • 1825 – During the peasant uprising, armed clashes occur in Sherpur between peasants and the landlords’ guards.
  • 1839 – The British East India Company occupies the port city of Aden in Yemen.
  • 1840 – Captain Charles discovers the American coastline.
  • 1859 – The treaty of alliance between France and Sardinia is signed.
  • 1883 – Thomas Edison invents the electric bulb using a filament.
  • 1893 – Henrik Ibsen’s play The Master Builder is staged for the first time.
  • 1915 – The first air raid on Britain is carried out.
  • 1926 – The Muslim Literary Society is established.
  • 1942 – Germany occupies Sarma.
  • 1966 – Indira Gandhi takes office as the first female Prime Minister of India.
  • 1975 – An earthquake strikes Himachal Pradesh, India.
  • 1979 – Ayatollah Khomeini announces his return to Iran.
  • 1981 – The Iran hostage crisis ends, and 52 American hostages are released.
  • 1983 – Apple Inc. introduces the graphical user interface and mouse for personal computers.
  • 1986 – The first IBM PC virus is discovered, created by two Pakistani programmers.
  • 1988 – A plane crash in China kills 108 people.
  • 1991 – During the Gulf War, Iraq launches its second Scud missile at Israel, injuring 15.
  • 1993 – The Czech Republic and Slovakia join the United Nations.
  • 1997 – Yasser Arafat receives a heroic welcome upon his return to Palestine after 31 years.
  • 2006 – A NASA spacecraft explodes on its way to Pluto.
  • 2012 – The FBI shuts down the Hong Kong-based file-sharing website Megaupload.

Births

  • 1736 – James Watt, Scottish chemist and engineer.
  • 1798 – Auguste Comte, French sociologist.
  • 1809 – Edgar Allan Poe, American author.
  • 1813 – Henry Bessemer, inventor of the steel-making furnace.
  • 1822 – Jadunath Pal, renowned sculptor.
  • 1892 – Surendra Lal Das, musician.
  • 1920 – Javier Pérez de Cuéllar, the fifth Secretary-General of the United Nations.
  • 1936 – Ziaur Rahman, former President of Bangladesh and war hero.

Deaths

  • 1886 – Ramnarayan Tarkaratna, the first Bengali playwright and founder of Harinavi Drama Society.
  • 1905 – Maharshi Debendranath Tagore, religious reformer and philosopher.
  • 1927 – Sir Kailash Chandra Bose, India’s first physician to receive the title of “Sir.”
  • 1978 – Bijon Bhattacharya, Bengali playwright.
  • 1992 – Manabendra Mukhopadhyay, Bengali singer and composer.
  • 2022 – Kazi Anwar Hossain, creator of the popular “Masud Rana” series.

উৎস: Wikipedia

🔥 Click Here To Get! 🎯

Leave a Comment