Today In History 21 January

Share:

Today In History 21 January

Today In History 21 January

ঘটনাবলি

  • ১৭৩৭: বঙ্গোপসাগরে এক ভয়াবহ ঝড়ে পূর্ব ভারতে প্রায় ৩,০০,০০০ মানুষ প্রাণ হারান।
  • ১৭৬২: ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যুদ্ধ শুরু।
  • ১৭৯৩: জানুয়ারি মাসে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
  • ১৮৪৬: চার্লস ডিকেন্স সম্পাদিত দ্য ডেইলি নিউজ পত্রিকার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
  • ১৮৯৯: ওপেল কোম্পানি গাড়ি উৎপাদন শুরু করে।
  • ১৯৩৬: এডওয়ার্ড অষ্টম ইংল্যান্ডের সিংহাসনে আরোহন করেন।
  • ১৯৪৯: চিয়াং কাই-শেক চীনের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
  • ১৯৫৪: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু চালিত সাবমেরিন ইউএসএস নটিলাস চালু হয়।
  • ১৯৬০: মহাকাশে প্রথমবার একটি তিন বছর বয়সী বানরকে পাঠানো হয়।
  • ১৯৬৮: উত্তর কোরিয়ার কমান্ডোরা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল প্রাসাদে হামলা চালায়। দক্ষিণ কোরিয়ার ৩৪ জন নিহত এবং সব হামলাকারী ছাড়া একজন মারা যায়।
  • ১৯৭০: ইরাকে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়; ১২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
  • ১৯৭২: মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরাকে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়।
  • ১৯৭৫: আওয়ামী লীগের পার্লামেন্টারি মিটিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়।
  • ১৯৭৬: লন্ডন-বাহরাইন এবং প্যারিস-রিওর মধ্যে কনকর্ডের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয়।
  • ১৯৯৬: ইয়াসির আরাফাত ফিলিস্তিনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ২০০৩: মেক্সিকোর কলিমা শহরে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ২৯ জন নিহত এবং ১০,০০০ জন গৃহহীন হন।
  • ২০০৮: ব্ল্যাক মানডে নামে পরিচিত এদিন বিশ্ব শেয়ারবাজার ধসের মুখে পড়ে।


জন্ম

  • ১৮৮২: পাভেল ফ্লোরেনস্কি, রুশ গণিতবিদ ও ধর্মতাত্ত্বিক।
  • ১৮৮৫: উমবের্তো নোবিলে, ইতালীয় প্রকৌশলী।
  • ১৯১২: কনরাড এমিল ব্লক, নোবেলজয়ী জার্মান-আমেরিকান জীবরাসায়নবিদ।
  • ১৯১৩: কুমারেশ ঘোষ, বাঙালি লেখক ও যষ্টিমধু পত্রিকার সম্পাদক।
  • ১৯২৬: স্টিভ রিভস, আমেরিকান অভিনেতা।
  • ১৯৩০: সুচরিত চৌধুরী, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
  • ১৯৩৩: শর্বরী রায় চৌধুরী, খ্যাতিমান ভারতীয় বাঙালি ভাস্কর।
  • ১৯৪১: প্লাসিদো ডোমিংগো, স্প্যানিশ অপেরা গায়ক।
  • ১৯৫৩: পল অ্যালেন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা।
  • ১৯৫৬: গীনা ডেভিস, আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৫৮: মাইকেল অন্টকিন, কানাডিয়ান অভিনেতা।
  • ১৯৬৩: হাকিম ওলাজুওন, নাইজেরিয়ান-আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
  • ১৯৭৫: নিকি বাট, ইংলিশ ফুটবলার।
  • ১৯৮১: মিশেল টেলো, ব্রাজিলিয়ান গায়ক।
  • ১৯৮৬: সুশান্ত সিং রাজপুত, ভারতীয় অভিনেতা।

মৃত্যু

  • ১৭৯৩: ফ্রান্সের রাজা ষোড়শ লুই।
  • ১৯৫০: জর্জ অরওয়েল, বিখ্যাত ব্রিটিশ সাহিত্যিক।
  • ১৯৮৩: লামার হান্ট, আমেরিকান ফুটবলের প্রবর্তক।
  • ২০০১: জেমি টানার, আমেরিকান অভিনেত্রী।
  • ২০১০: জ্যঁ সিমেন, বেলজিয়ান ফরাসি সাহিত্যিক।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

Today In History 21 January

Events

  • 1737: A devastating storm in the Bay of Bengal caused the death of approximately 300,000 people in Eastern India.
  • 1762: War broke out between England and Spain.
  • 1793: King Louis XVI of France was executed in January.
  • 1846: The first edition of The Daily News, edited by Charles Dickens, was published.
  • 1899: Opel Company began car production.
  • 1936: Edward VIII ascended to the throne of England.
  • 1949: Chiang Kai-shek resigned as President of China.
  • 1954: The U.S. Navy launched its first nuclear-powered submarine, USS Nautilus.
  • 1960: A three-year-old monkey became the first primate launched into space.
  • 1968: North Korean commandos attacked the South Korean presidential palace, leaving 34 South Koreans and all but one attacker dead.
  • 1970: A coup attempt in Iraq failed, and 12 people were sentenced to death.
  • 1972: Manipur, Meghalaya, and Tripura were granted full statehood in India.
  • 1975: At an Awami League parliamentary meeting, Sheikh Mujibur Rahman was granted supreme authority.
  • 1976: Concorde’s commercial flights began between London-Bahrain and Paris-Rio.
  • 1996: Yasser Arafat was elected President of Palestine.
  • 2003: A 7.6 magnitude earthquake in Colima, Mexico, killed 29 people and left 10,000 homeless.
  • 2008: Known as Black Monday, the global stock markets suffered a significant crash.

Births

  • 1882: Pavel Florensky, Russian mathematician and theologian.
  • 1885: Umberto Nobile, Italian engineer.
  • 1912: Konrad Emil Bloch, German-American biochemist and Nobel laureate.
  • 1913: Kumaresh Ghosh, Bengali writer and editor of Jastimadhu.
  • 1926: Steve Reeves, American actor.
  • 1930: Sucharita Chowdhury, Indian Bengali writer.
  • 1933: Sarbari Roy Chowdhury, eminent Indian Bengali sculptor.
  • 1941: Plácido Domingo, Spanish opera singer.
  • 1953: Paul Allen, co-founder of Microsoft.
  • 1956: Geena Davis, American actress.
  • 1958: Michael Ontkean, Canadian actor.
  • 1963: Hakeem Olajuwon, Nigerian-American basketball player.
  • 1975: Nicky Butt, English footballer.
  • 1981: Michel Teló, Brazilian singer.
  • 1986: Sushant Singh Rajput, Indian actor.

Deaths

  • 1793: King Louis XVI of France.
  • 1950: George Orwell, renowned British author.
  • 1983: Lamar Hunt, promoter of American football.
  • 2001: Jamie Tannor, American actress.
  • 2010: Jean Simenon, Belgian-French writer.

Leave a Comment