Today In History 3 January
Today In History 3 January
ঘটনাবলি
১৪৩১ – জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।
১৪৯২ – রানি ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর কাছে যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন ঘটে।
১৪৯৬ – লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
১৫২১ – পোপ দশম লিও বিখ্যাত খ্রিস্টধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিষ্কার করেন।
১৭৫৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।
১৭৭৭ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ সেনাকে পরাজিত করেন।
১৭৮০ – ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।
১৭৮২ – সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।
১৮৬১ – আমেরিকার গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাষ্ট্র থেকে বিভক্ত হতে অস্বীকৃতি জানায়।
১৮৮০ – বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।
১৯২৪ – ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার তুতাংখামেনের পাথরের শবাধার আবিষ্কার করেন।
১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৯ – আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম রাজ্য হিসেবে যুক্ত হয়।
১৯৬৮ – শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়।
১৯৯০ – পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা মার্কিন সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেন।
জন্ম
১১৯৬ – সুচিমিকাডো, জাপানের সম্রাট।
১৭৩২ – হাজী মুহম্মদ মুহসীন, ভারতীয় বাঙালি সমাজসেবী।
১৮১৭ – মদনমোহন তর্কালঙ্কার, বাঙালি কবি ও পণ্ডিত।
১৯৫৬ – মেল গিবসন, মার্কিন-অস্ট্রেলীয় অভিনেতা ও পরিচালক।
মৃত্যু
১৩২২ – পঞ্চম ফিলিপ, ফ্রান্সের রাজা।
১৯৮৩ – কাজী কাদের নেওয়াজ, বাঙালি কবি।
২০১১ – সুচিত্রা মিত্র, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী।
২০১৯ – সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী।
২০২১ – রাবেয়া খাতুন, বাংলাদেশি লেখিকা।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
Today In History 3 January
Events
1431 – Joan of Arc was handed over to the bishop.
1492 – Muslim Spain’s capital Granada fell to Queen Isabella and Ferdinand’s forces due to the betrayal of Prince Abu Abdil.
1496 – Leonardo da Vinci unsuccessfully attempted to fly a machine.
1521 – Pope Leo X issued a decree excommunicating Martin Luther from the Catholic Church.
1757 – Nawab Siraj-ud-Daulah reinstated the East India Company’s special privileges.
1777 – American Revolutionary War: George Washington defeated British General Charles Cornwallis at the Battle of Princeton.
1780 – Denmark’s national anthem “King Christian” was sung for the first time.
1782 – Sylhet district was established.
1861 – The American Civil War: Delaware declined to secede from the Union.
1880 – The “Illustrated Weekly of India” was first published in Bombay.
1924 – British archaeologist Howard Carter discovered Tutankhamun’s stone sarcophagus near Luxor.
1952 – The Asiatic Society was established in Dhaka.
1959 – Alaska became the 49th state of the United States.
1968 – Sheikh Mujibur Rahman was named the prime accused in the Agartala Conspiracy Case by the then-Pakistani government.
1990 – Panama’s President General Noriega surrendered to U.S. troops.
Births
1196 – Emperor Tsuchimikado of Japan.
1732 – Haji Muhammad Mohsin, Indian Bengali philanthropist and social worker.
1817 – Madanmohan Tarkalankar, Bengali poet and scholar.
1956 – Mel Gibson, American-Australian actor, director, and producer.
Deaths
1322 – Philip V, King of France.
1983 – Kazi Kader Nawaz, Bengali poet.
2011 – Suchitra Mitra, renowned Rabindra Sangeet artist.
2019 – Syed Ashraful Islam, Bangladeshi politician and former minister.
2021 – Rabeya Khatun, Bangladeshi writer.