Daily GK 1 February 2025

Share:

Daily GK 1 February 2025

Daily GK 1 February 2025

প্রশ্ন: দেশে বর্তমানে অর্থনৈতিক ইউনিট রয়েছে –
উত্তর: এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি।

প্রশ্ন: এ দেশে ‘সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা’ কার্যক্রম চালু করেছে –
উত্তর: পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রশ্ন: গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট সেবার নাম কী? –
উত্তর: ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’।

প্রশ্ন: কবি নজরুল ইনস্টিটিউটের পরিবর্তিত নাম কী? –
উত্তর: ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট’।

🔥 Click Here To Get! 🎯

প্রশ্ন: ২০২৪ সালে ‘স্যার গারফিল্ড সোবার্স’ ট্রফি জিতেছেন –
উত্তর: যশপ্রীত বুমরা। [ভারত]

প্রশ্ন: ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? –
উত্তর: প্যারিস, ফ্রান্স।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে সমতল দেশ কোনটি? –
উত্তর: মালদ্বীপ।

প্রশ্ন: অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ পুরুষ এককে চ্যাম্পিয়ন –
উত্তর: জ্যানিক সিনার।

প্রশ্ন: বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়? –
উত্তর: মাদারীপুর।

প্রশ্ন: ‘ফিন্যান্সিয়াল টাইমস’ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? –
উত্তর: যুক্তরাজ্য।

প্রশ্ন: সংকটে থাকা সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন –
উত্তর: আহমেদ আল শারা।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদেরকে কোন কারাগারে রাখার পরিকল্পনা করেছেন? –
উত্তর: গুয়ানতানামো বে কারাগার।

প্রশ্ন: ‘খুরুশিয়া ইকো-পার্ক’ কোন জেলায় অবস্থিত? –
উত্তর: চট্টগ্রাম।

প্রশ্ন: ২০২৫ সালের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য –
উত্তর: ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’।

প্রশ্ন: বিবিএস-এর তথ্য অনুযায়ী দেশে সার্বিক দারিদ্র্যের হার –
উত্তর: ১৯.২%।

প্রশ্ন: সম্প্রতি কঙ্গোতে অনুপ্রবেশকারী বিদ্রোহী গোষ্ঠী ‘এম-২৩’ কোন দেশের মদদপুষ্ট? –
উত্তর: রুয়ান্ডা।

প্রশ্ন: বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক –
উত্তর: সাবিনা খাতুন।

প্রশ্ন: বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র’ –
উত্তর: ICDDRB।

প্রশ্ন: বিশ্বে সামরিক দিক থেকে বাংলাদেশের অবস্থান কত? –
উত্তর: ৩৫তম। (গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৫)

প্রশ্ন: বিশ্বে সামরিক দিক থেকে শীর্ষে রয়েছে কোন দেশ? –
উত্তর: যুক্তরাষ্ট্র। (গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৫)

প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এর নাম কী? –
উত্তর: সাইদা শিনিচি।

প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার কোন জেলায়? –
উত্তর: মাদারীপুর জেলা। (সূত্র: বিবিএস)

প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে কম দারিদ্র্যের হার কোন জেলায়? –
উত্তর: নোয়াখালী জেলা। (সূত্র: বিবিএস)

প্রশ্ন: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) এর প্রকাশিত ‘ওয়াচ লিস্ট ২০২৫’ তালিকায় বাংলাদেশ প্রসঙ্গের শিরোনাম কী? –
উত্তর: ‘বাংলাদেশ: গণতান্ত্রিক উত্তরণে উভয়সংকট’।

প্রশ্ন: কৃত্রিম বন ‘মিয়াওয়াকি ফরেস্ট’ তৈরির ধারণার প্রবক্তা কে? –
উত্তর: আকিরা মিয়াওয়াকি।

প্রশ্ন: ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কী? –
উত্তর: Zagros।

Daily GK 1 February 2025

Question: How many economic units are currently in the country?
Answer: 11,877,364 units.

Question: Which ministry has launched the ‘Integrated Online Authentication Management’ initiative in the country?
Answer: Ministry of Foreign Affairs.

Question: What is the name of Grameen Telecom’s digital wallet service?
Answer: ‘Somadhan Services Limited’.

Question: What is the new name of Kabi Nazrul Institute?
Answer: ‘National Poet Kazi Nazrul Islam Institute’.

Question: Who won the ‘Sir Garfield Sobers’ Trophy in 2024?
Answer: Jasprit Bumrah. [India]

Question: Where is the Louvre Museum located?
Answer: Paris, France.

Question: Which is the flattest country in the world?
Answer: Maldives.

Question: Who is the men’s singles champion of the Australian Open 2025?
Answer: Jannik Sinner.

Question: Which district in Bangladesh has the highest poverty rate?
Answer: Madaripur.

Question: Which country is ‘Financial Times’ based in?
Answer: United Kingdom.

Question: Who is set to take charge as the interim president of crisis-hit Syria?
Answer: Ahmed Al-Shara.

Question: Where does newly elected U.S. President Donald Trump plan to detain illegal immigrants?
Answer: Guantanamo Bay prison.

Question: In which district is ‘Khurushia Eco-Park’ located?
Answer: Chattogram.

Question: What is the theme of the Ekushey Book Fair 2025?
Answer: ‘July Mass Uprising: Building a New Bangladesh’.

Question: According to BBS data, what is the overall poverty rate in Bangladesh?
Answer: 19.2%.

Question: Which country is allegedly supporting the rebel group ‘M-23’ infiltrating the Congo?
Answer: Rwanda.

Question: Who is the captain of the Bangladesh women’s football team?
Answer: Sabina Khatun.

Question: What is the name of the ‘International Centre for Diarrhoeal Disease Research’ in Bangladesh?
Answer: ICDDRB.

Question: What is Bangladesh’s military ranking globally?
Answer: 35th. (Global Firepower 2025)

Question: Which country ranks first in military power globally?
Answer: United States. (Global Firepower 2025)

Question: Who is the Japanese ambassador to Bangladesh?
Answer: Saida Shinichi.

Question: Which district in Bangladesh has the lowest poverty rate?
Answer: Noakhali. (Source: BBS)

Question: What is the title of the Bangladesh section in the ‘Watch List 2025’ published by the International Crisis Group (ICG)?
Answer: ‘Bangladesh: A Dilemma in Democratic Transition’.

Question: Who introduced the concept of artificial forest ‘Miyawaki Forest’?
Answer: Akira Miyawaki.

Question: What is the name of Iran’s first intelligence ship?
Answer: Zagros.

Leave a Comment