Daily GK 6 February 2025

বিজ্ঞাপন Click Here
Share:

Daily GK 6 February 2025

Daily GK 6 February 2025

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রশ্ন: ২০২৫ সালের জানুয়ারি মাসে মোট রপ্তানি আয়ের পরিমাণ কত?
উত্তর: ৪৪৪ কোটি মার্কিন ডলার।

প্রশ্ন: ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালন করা হয় কবে?
উত্তর: ৫ ফেব্রুয়ারি।

প্রশ্ন: বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে?
উত্তর: সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।

বিজ্ঞাপন Click Here

প্রশ্ন: মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রশ্ন: ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) কোন দেশভিত্তিক সংস্থা?
উত্তর: যুক্তরাজ্য।

প্রশ্ন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের কোন অঞ্চল দখল নেওয়ার ঘোষণা দেন?
উত্তর: গাজা উপত্যকা।

প্রশ্ন: ‘টার্টাস বন্দর’ কোথায় অবস্থিত?
উত্তর: সিরিয়া।

প্রশ্ন: আক্লেড (ACLED) কী?
উত্তর: আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা।

প্রশ্ন: নদী কমিশনের তথ্যমতে, দেশে প্রবাহমান নদীর সংখ্যা কতটি?
উত্তর: ১০০৮ টি।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

প্রশ্ন: ‘বেগমপাড়া’ কোথায় অবস্থিত?
উত্তর: টরেন্টো, কানাডা।

প্রশ্ন: ‘ডিএমটিসিএল’-এর পূর্ণরূপ কী?
উত্তর: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

প্রশ্ন: ‘ডিমনেশিয়া’ কী?
উত্তর: স্মৃতিভ্রংশ নিউরোজিক্যাল অবস্থা।

প্রশ্ন: ২০২৩ সালের নভেম্বরে মিয়ানমারের রাখাইনে শুরু হওয়া অপারেশনের নাম কী?
উত্তর: অপারেশন ১০২৭।

প্রশ্ন: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: চীন।

প্রশ্ন: ছয় সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করবে কবে?
উত্তর: ৮ ফেব্রুয়ারি।

প্রশ্ন: ‘প্রীতিলতা ব্রিগেড’ কী?
উত্তর: নারী নিপীড়নবিরোধী সেল।

প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কী?
উত্তর: যমুনা।

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি কত?
উত্তর: ১০.৭২ শতাংশ।

প্রশ্ন: জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ এর প্রতিপাদ্য কী?
উত্তর: “সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার”।

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কত?
উত্তর: ১৩.৭৮ বিলিয়ন ডলার।

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে পণ্য ও সেবা রপ্তানির পরিমাণ কত?
উত্তর: ২২৩২ কোটি ডলার।

প্রশ্ন: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালকের নাম কী?
উত্তর: ড. ইফতে খায়রুজ্জামান।

প্রশ্ন: ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের নাম কী?
উত্তর: অজিত সিং।

প্রশ্ন: মার্কিন প্রযুক্তি কোম্পানি ‘ডেল’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে?
উত্তর: মাইকেল এস ডেল।

Daily GK 6 February 2025

 

Q: What was the total export earnings in January 2025?
A: 4.44 billion USD.

Q: When is ‘National Library Day’ observed?
A: February 5.

Q: Who is the head of the Judicial Reform Commission?
A: Former Justice Shah Abu Naim Mominur Rahman.

Q: Which organization operates the metro rail in Bangladesh?
A: Dhaka Mass Transit Company Limited (DMTCL).

Q: Which country is the National Crime Agency (NCA) based in?
A: United Kingdom.

Q: Which Palestinian territory did President Donald Trump announce to take over?
A: Gaza Strip.

Q: Where is the ‘Tartus Port’ located?
A: Syria.

Q: What is ACLED?
A: Armed Conflict Location and Event Data.

Q: According to the River Commission, how many rivers are currently flowing in Bangladesh?
A: 1,008.

Q: Where is ‘Begumpara’ located?
A: Toronto, Canada.

Q: What is the full form of ‘DMTCL’?
A: Dhaka Mass Transit Company Limited.

Q: What is ‘Dementia’?
A: A neurological condition causing memory loss.

Q: What is the name of the military operation launched in Rakhine, Myanmar, in November 2023?
A: Operation 1027.

Q: Which country has the second-largest economy in the world?
A: China.

Q: When will the six reform commissions submit their final reports?
A: February 8.

Q: What is ‘Pritilata Brigade’?
A: An anti-women oppression cell.

Q: What is the name of Bangladesh’s state guesthouse?
A: Jamuna.

Q: What is the current food inflation rate in Bangladesh?
A: 10.72%.

Q: What is the theme of National Library Day 2025?
A: “Let Libraries be Enriched, This is Our Commitment.”

Q: How much remittance was sent by expatriates in the first six months of FY 2024-25?
A: 13.78 billion USD.

Q: What was the total export of goods and services from Bangladesh in the first six months of FY 2024-25?
A: 22.32 billion USD.

Q: Who is the Executive Director of Transparency International Bangladesh (TIB)?
A: Dr. Iftekharuzzaman.

Q: Who is the Canadian High Commissioner to Bangladesh?
A: Ajit Singh.

Q: Who is the CEO of the US tech company ‘Dell’?
A: Michael S. Dell.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment