Today In History 17 February
Today In History 17 February
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু
ঘটনাবলী
- ৩৬৪ – রোমান সম্রাট জোভিয়ানের মৃত্যু।
- ১৬০০ – দার্শনিক জর্দানো ব্রুনোকে ধর্মদ্রোহিতার অভিযোগে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
- ১৬১৮ – মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।
- ১৮৫৪ – যুক্তরাজ্য কর্তৃক অরেঞ্জ ফ্রি স্টেটের স্বীকৃতি প্রদান।
- ১৮৫৯ – কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা “পূর্ণিমা” প্রথম প্রকাশিত হয়।
- ১৮৬৩ – মানবাধিকার প্রতিষ্ঠান আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয়।
- ১৮৬৫ – আমেরিকান গৃহযুদ্ধে কলম্বিয়া শহর আগুনে পুড়ে যায়।
- ১৮৭১ – ফরাসি-প্রুসিয়ান যুদ্ধের পর বিজয়ী প্রুসিয়ান বাহিনী প্যারিসে প্রবেশ করে।
- ১৯১৫ – প্রবল তুষারঝড়ের ফলে জার্মানির জেপেলিন এল ফোর পতিত হয়।
- ১৯১৯ – বলশেভিকদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য ইউক্রেনীয় প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করে।
- ১৯৩৩ – জনপ্রিয় সংবাদপত্র “নিউজউইক” প্রথম প্রকাশিত হয়।
- ১৯৩৪ – বেলজিয়ামের রাজা প্রথম আলবার্ট পর্বত আরোহনের সময় দুর্ঘটনায় নিহত হন।
- ১৯৪৪ – ব্রিটিশ জাতীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশিত হয়।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
- ১৯৪৮ – ইয়েমেনের বাদশাহ ইমাম ওয়াহিদ হত্যা হন।
- ১৯৪৯ – চেইম ওয়েজমেন ইসরায়েলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৫২ – ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ঘোষণা করেন যে, ব্রিটেন পরমাণু বোমা তৈরি করেছে।
- ১৯৬৮ – ডাঃ প্রফুল্লকুমার সেন ভারতে প্রথম মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন।
- ১৯৭৯ – চীন-ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়।
- ১৯৯০ – পূর্ব জার্মানি বার্লিন প্রাচীরের ৬০০ ফুট অংশ ভেঙে ফেলার ঘোষণা দেয়।
- ১৯৯৬ – ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৩ জন নিহত।
- ২০০৬ – দক্ষিণ ফিলিপাইনে ভূমিধসে ১১২৬ জন নিহত হয়।
- ২০০৮ – কসোভো স্বাধীনতা ঘোষণা করে।
- ২০১৫ – হাইতিতে মারদি গ্রাস প্যারেডে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ও ৭৮ জন আহত হয়।
- ২০১৬ – তুরস্কের আংকারায় সেনাবাহিনীর একটি ব্যারাকে বিস্ফোরণে ২৯ জন নিহত ও ৬১ জন আহত হয়।
জন্ম
- ১২০১ – নাসিরউদ্দিন আল-তুসি, পারস্যের জ্যোতির্বিজ্ঞানী, জীববিজ্ঞানী ও ধর্মতাত্ত্বিক।
- ১৬৫৩ – আর্কেঞ্জেলো কোরেল্লি, ইতালীয় ভায়োলিনবাদক ও সুরকার।
- ১৭৫৪ – নিকোলাস বডিন, ফরাসি কার্টোগ্রাফার ও অভিযাত্রী।
- ১৭৭৫ – ডেভিড হেয়ার, বাংলায় ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ।
- ১৮৫৬ – ফেডারিক ইউজেন আইভস, ছবি মুদ্রণে হাফটোন প্রক্রিয়ার আবিষ্কারক।
- ১৮৮৮ – অটো ষ্টের্ন, নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী।
- ১৮৯۰ – রোনাল্ড ফিশার, বিখ্যাত পরিসংখ্যানবিদ।
- ১৮৯৯ – জীবনানন্দ দাশ, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি।
- ১৯১৭ – অশোক মিত্র, ভারতীয় প্রশাসক ও শিল্প সমালোচক।
- ১৯৩৬ – মাসুদ করিম, বাংলাদেশি বিখ্যাত গীতিকার।
- ১৯৪৯ – মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল।
- ১৯৫১ – রশিদ মিনহাজ, পাকিস্তানি সৈনিক ও পাইলট।
- ১৯৬৩ – মাইকেল জর্ডান, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা।
- ১৯৮৪ – এ বি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
মৃত্যু
- ৩৬৪ – রোমান সম্রাট জোভিয়ান।
- ১৩৭১ – বুলগেরিয়ার সম্রাট ইভান আলেক্সান্ডার।
- ১৪০৫ – মোঙ্গল সর্দার তৈমুরলঙ।
- ১৬০০ – জর্দানো ব্রুনো, ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।
- ১৬৭৩ – ফরাসি নাট্যকার মলিয়ের।
- ১৮৫৬ – হেনরিক হাইন, জার্মান কবি।
- ১৯১২ – এডগার ইভান্স, ওয়েলশ নাবিক ও অভিযাত্রী।
- ১৯৮৩ – অশোক কুমার সরকার, খ্যাতনামা বাঙালি সাংবাদিক ও সম্পাদক।
- ২০০৮ – মান্না, জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।
- ২০২০ – ‘কাট-কপি-পেস্ট’ প্রযুক্তির জনক টেসলার।
Today In History 17 February
Significant Events, Births, and Deaths of the Day
Events
- 364 – Roman Emperor Jovian passes away.
- 1600 – Philosopher Giordano Bruno is burned at the stake for heresy.
- 1618 – British diplomat Thomas Roe leaves India during the reign of Mughal Emperor Jahangir.
- 1854 – The Orange Free State is recognized by the United Kingdom.
- 1859 – Bengali poet Biharilal Chakraborty‘s monthly magazine “Purnima” is first published.
- 1863 – The International Committee of the Red Cross is founded.
- 1865 – During the American Civil War, the city of Columbia is burned after being abandoned by Confederate forces.
- 1871 – After the Franco-Prussian War, victorious Prussian troops parade in Paris.
- 1915 – A severe snowstorm causes the crash of Zeppelin L4 off the coast of Denmark.
- 1919 – The Ukrainian Republic appeals for U.S. assistance in its fight against the Bolsheviks.
- 1933 – The first issue of Newsweek magazine is published.
- 1934 – King Albert I of Belgium dies in a mountaineering accident.
- 1944 – The British White Paper on National Health Service is published.
- 1948 – Imam Yahya of Yemen is assassinated.
- 1949 – Chaim Weizmann assumes office as the first President of Israel.
- 1952 – Winston Churchill announces that Britain has developed a nuclear bomb.
- 1968 – Dr. Prafulla Kumar Sen performs India’s first human heart transplant.
- 1979 – The China-Vietnam War begins.
- 1990 – East Germany announces the demolition of 600 feet of the Berlin Wall.
- 1996 – A massive earthquake in Indonesia kills 53 people.
- 2006 – A landslide in the Philippines kills at least 1,126 people.
- 2008 – Kosovo declares independence.
- 2015 – 18 people die and 78 are injured in a stampede at the Mardi Gras parade in Haiti.
- 2016 – A bomb explosion in a Turkish military barracks in Ankara kills 29 and injures 61.
Births
- 1201 – Nasir al-Din al-Tusi, Persian astronomer, biologist, and theologian.
- 1653 – Arcangelo Corelli, Italian violinist and composer.
- 1754 – Nicolas Baudin, French cartographer and explorer.
- 1775 – David Hare, a pioneer of English education in Bengal.
- 1856 – Frederic Eugene Ives, inventor of the halftone printing process.
- 1888 – Otto Stern, Nobel Prize-winning physicist.
- 1890 – Ronald Fisher, renowned statistician.
- 1899 – Jibanananda Das, one of the most significant modern Bengali poets.
- 1917 – Ashok Mitra, Indian administrator, essayist, and art historian.
- 1936 – Masud Karim, famous Bangladeshi lyricist.
- 1949 – Mahbubey Alam, Bangladeshi lawyer and Attorney General.
- 1951 – Rashid Minhas, Pakistani Air Force pilot and war hero.
- 1963 – Michael Jordan, American basketball player and actor.
- 1984 – AB de Villiers, South African cricketer.
Deaths
- 364 – Roman Emperor Jovian.
- 1371 – Ivan Alexander, Tsar of Bulgaria.
- 1405 – Tamerlane (Timur), Mongol conqueror.
- 1600 – Giordano Bruno, Italian mathematician, astronomer, and philosopher.
- 1673 – Molière, French playwright.
- 1856 – Heinrich Heine, German journalist and poet.
- 1912 – Edgar Evans, Welsh sailor and explorer.
- 1983 – Ashok Kumar Sarkar, notable Bengali journalist and editor.
- 2008 – Manna, renowned Bangladeshi film actor.
- 2020 – Larry Tesler, inventor of cut-copy-paste technology.