Today In History 20 February

বিজ্ঞাপন Click Here
Click here
Share:

Today In History 20 February

Today In History 20 February

আজকের উল্লেখযোগ্য ঘটনা

ঐতিহাসিক ঘটনাবলী

  • ১২৫৮ – মোঙ্গল সেনাপতি হালাকু খাঁর হাতে বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ পরিবার ও অমাত্যবর্গসহ নিহত হন।
  • ১৪৩৭ – স্কটিশ নগরী ব্যর্থ হয়।
  • ১৫০৩ – পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কান্নানো বন্দর থেকে আফ্রিকায় মোজাম্বিকের উদ্দেশ্যে যাত্রা করেন।
  • ১৮০৯ – সায়াগোসার যুদ্ধে ফরাসিদের কাছে স্পেনীয়রা পরাজিত হয়।
  • ১৮১১ – অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।
  • ১৮৩৫ – কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম ক্লাস শুরু হয়।
  • ১৮৬৮ – বাংলা সাপ্তাহিক হিসেবে “অমৃতবাজার পত্রিকা” প্রথম প্রকাশিত হয়।
  • ১৯০৬ – উত্তর নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু হয়।
  • ১৯৬২ – প্রথম মার্কিন নভোচারী জন এইচ. গ্লেন জুনিয়র কক্ষপথে অবতরণ করেন।
  • ১৯৬৭ – ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট সুকর্ণো নির্বাহী ক্ষমতা জে. সুহার্তোর কাছে হস্তান্তর করেন।
  • ১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় মরিশাস।
  • ১৯৭৫ – এক প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে আওয়ামী লীগের সকল সংসদ সদস্যকে বাকশালের সদস্য হিসেবে বিবেচিত করার ঘোষণা দেওয়া হয়।
  • ১৯৭৭ – বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন করে।
  • ১৯৮৪ – মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে রাষ্ট্রীয় মর্যাদায় সিলেটে দাফন করা হয়।
  • ১৯৮৭ – অরুণাচল প্রদেশ ও মিজোরাম ভারতের পূর্ণ রাজ্য হিসাবে গঠিত হয়।
  • ১৯৯১ – যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে স্লোভেনিয়ার পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন।
  • ১৯৯৯ – ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তান সফর করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক বাস সার্ভিস চালু হয়।

জন্মবার্ষিকী

  • ১৭৫৯ – জার্মান চিকিৎসক যোহান খৃস্টান রেইল।
  • ১৭৯৪ – আইরিশ লেখক উইলিয়াম কারলেটন।
  • ১৮৮৮ – ফরাসি ঔপন্যাসিক ঝর্ঝ বের্নানোস।
  • ১৯৩৭ – নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ রবার্ট হুবার।
  • ১৯৫১ – গর্ডন ব্রাউন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
  • ১৯৭৮ – জার্মান অভিনেত্রী জুলিয়া জেন্টশ।
  • ১৯৮৬ – নুসরাত ইমরোজ তিশা, বাংলাদেশের অভিনেত্রী।
  • ১৯৮৯ – আমেরিকান অভিনেতা জ্যাক ফালাহে।

মৃত্যুবার্ষিকী

  • ১৪৩৭ – স্কটল্যান্ডের রাজা প্রথম জেমস।
  • ১৯০৭ – নোবেল বিজয়ী ফরাসি রসায়নবিদ হেনরি মিশান।
  • ১৯১৬ – নোবেল বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ক্লাস পন্টুস আরনল্ডসন।
  • ১৯২৮ – বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ ফয়েজ আহমেদ।
  • ১৯৪৯ – স্বাধীনতা আন্দোলনের নেতা কিরণশঙ্কর রায়।
  • ১৯৫০ – শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী নেতা।
  • ১৯৬৮ – ইংরেজ পরিচালক এন্থনি আসকুইথ।
  • ১৯৭১ – ফরোয়ার্ড ব্লকের নেতা হেমন্তকুমার বসু।
  • ১৯৭২ – নোবেল বিজয়ী পদার্থবিদ মারিয়া গ্যোপের্ট-মায়ার।
  • ১৯৭৬ – নোবেল বিজয়ী ফরাসি বিচারক রেনে কাসাঁ।
  • ১৯৮৬ – গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা সাহিত্যিক নীহাররঞ্জন গুপ্ত।
  • ১৯৯২ – আমেরিকান অভিনেতা ডিক ইয়র্ক।
  • ২০০৩ – বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা গোলাম মুস্তাফা।
  • ২০০৫ – ইংরেজ গণিতবিদ টমাস উইলমোর।
  • ২০১২ – ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ।
  • ২০২১ – একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।
  • ২০২৪ – আমীন সায়ানি, খ্যাতনামা রেডিও ঘোষক ও উপস্থাপক।

এগুলোই আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম এবং মৃত্যুবার্ষিকী।

Today In History 20 February

Notable Events of the Day

Historical Events

  • 1258 – Mongol general Hulagu Khan killed Baghdad’s Caliph Al-Musta’sim along with his family and ministers.
  • 1437 – The Scottish city failed in its endeavor.
  • 1503 – Portuguese navigator Vasco da Gama set sail from the port of Kannanoor in South India toward Mozambique in Africa.
  • 1809 – The Spanish were defeated by the French in the Battle of Sagrajas.
  • 1811 – Austria declared itself bankrupt.
  • 1835 – The first class was held at Calcutta Medical College.
  • 1868 – The Bengali weekly newspaper Amrita Bazar Patrika was first published.
  • 1906 – A rebellion began in Northern Nigeria.
  • 1962 – American astronaut John H. Glenn Jr. successfully orbited the Earth for the first time.
  • 1967 – Indonesian President Sukarno transferred all executive powers to General Suharto.
  • 1972 – Mauritius recognized Bangladesh as an independent nation.
  • 1975 – A presidential order stated that all members of the Awami League Parliament would be considered members of BAKSAL (Bangladesh Krishak Sramik Awami League).
  • 1977 – The Bangladesh government introduced the Ekushey Padak, a national award.
  • 1984 – The commander-in-chief of the Bangladesh Liberation War, General Osmani, was buried with state honors in Sylhet.
  • 1987 – Arunachal Pradesh and Mizoram were officially formed as full states of India.
  • 1991 – The Slovenian parliament unanimously voted to separate from Yugoslavia.
  • 1999 – Indian Prime Minister Atal Bihari Vajpayee became the first Indian PM in 10 years to visit Pakistan, traveling via the newly launched bus service between the two countries.

Birth Anniversaries

  • 1759 – Johann Christian Reil, German physician.
  • 1794 – William Carleton, Irish writer.
  • 1888 – Georges Bernanos, French novelist.
  • 1937 – Robert Huber, Nobel Prize-winning German chemist.
  • 1951 – Gordon Brown, former Prime Minister of the United Kingdom.
  • 1978 – Julia Jentsch, German actress.
  • 1986 – Nusrat Imrose Tisha, Bangladeshi actress.
  • 1989 – Jack Falahee, American actor.

Death Anniversaries

  • 1437 – King James I of Scotland.
  • 1907 – Henri Moissan, Nobel Prize-winning French chemist.
  • 1916 – Klas Pontus Arnoldson, Nobel Prize-winning Swedish journalist and politician.
  • 1928 – Faiz Ahmed, renowned Bangladeshi journalist and politician.
  • 1949 – Kiran Shankar Roy, Indian independence activist and writer.
  • 1950 – Sarat Chandra Bose, Indian nationalist and barrister.
  • 1968 – Anthony Asquith, English film director.
  • 1971 – Hemanta Kumar Bose, Indian Forward Bloc leader.
  • 1972 – Maria Goeppert-Mayer, Nobel Prize-winning German-American physicist.
  • 1976 – René Cassin, Nobel Prize-winning French jurist.
  • 1986 – Nihar Ranjan Gupta, Indian Bengali writer and creator of the fictional detective character Kiriti Roy.
  • 1992 – Dick York, American actor.
  • 2003 – Golam Mustafa, Bangladeshi actor.
  • 2005 – Thomas Willmore, English mathematician.
  • 2012 – Faiz Ahmed, prominent Bangladeshi journalist, writer, and politician.
  • 2021 – ATM Shamsuzzaman, veteran Bangladeshi actor and recipient of the Ekushey Padak.
  • 2024 – Ameen Sayani, renowned Indian radio announcer and host.

These are the significant events, births, and deaths that occurred on this day in history.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment