Today In History 8 February
Today In History 8 February
ইতিহাসে আজকের দিন: ৮ ফেব্রুয়ারি
গুরুত্বপূর্ণ ঘটনাবলি
- ১৬৭২ – স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোকবিদ্যার ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন।
- ১৯০৫ – রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।
- ১৯৪১ – দীর্ঘ ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে ফিরে আসেন।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া ও সামোয়া।
- ২০০৫ – গুগল ম্যাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জন্ম
- ১৮২৮ – জুল ভার্ন, খ্যাতনামা ফরাসি লেখক, বিজ্ঞান কল্পকাহিনির পথিকৃৎ। (মৃ. ১৯০৫)
- ১৮৮৩ – জোসেফ শুম্পিটার, অস্ট্রীয় অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী।
- ১৮৮৬ – উস্তাদ ফৈয়াজ খান, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। (মৃ. ৫/১১/১৯৫০)
- ১৮৯৭ – জাকির হুসেইন, অর্থনীতিবিদ ও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। (মৃ. ০৩/০৫/১৯৬৯)
- ১৯২৫ – জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। (মৃ. ২০০১)
- ১৯৩১ – জেমস ডিন, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৫৫)
- ১৯৩৪ – আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।
- ১৯৪১ – জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গজল শিল্পী। (মৃ. ২০১১)
- ১৯৬৩ – মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার ও রাজনীতিবিদ।
- ১৯৭৬ – খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।
- ১৯৮৭ – জাভি গার্সিয়া, স্প্যানীয় ফুটবলার।
- ১৯৯৫ – জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার।
মৃত্যু
- ১৮৭২ – ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত হন।
- ১৯০৯ – রামদাস কাঠিয়াবাবা, নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। (জ. ১৮০০)
- ১৯১২ – গিরিশচন্দ্র ঘোষ, ভারতের প্রখ্যাত বাঙালি নাট্যকার ও নাট্য পরিচালক। (জ. ২৮/০২/১৮৪৪)
- ১৯৫৭ – জন ভন নিউম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন গণিতবিদ। (জ. ১৯০৩)
- ১৯৬০ – জন ল্যাংশ অস্টিন, ইংরেজ ভাষা দার্শনিক।
- ১৯৭৫ – রবার্ট রবিনসন, নোবেলজয়ী ব্রিটিশ জৈব রসায়নবিদ।
- ১৯৮৮ – সন্তোষ দত্ত, প্রখ্যাত বাঙালি অভিনেতা। (জ. ০২/১২/১৯২৫)
- ১৯৯৫ – কল্পনা দত্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী। (জ. ২৭/০৭/১৯১৯)
Today In History 8 February
Today in History: February 8
Significant Events
- 1672 – Sir Isaac Newton presented his research on optics to the Royal Society in London.
- 1905 – The Russo-Japanese War began.
- 1941 – After 30 years in exile, Ho Chi Minh secretly returned to Vietnam.
- 1972 – Austria and Samoa recognized Bangladesh as an independent nation.
- 2005 – Google Maps was officially launched.
Births
- 1828 – Jules Verne, French writer and pioneer of science fiction. (d. 1905)
- 1883 – Joseph Schumpeter, Austrian economist and political scientist.
- 1886 – Ustad Faiyaz Khan, Indian classical musician. (d. 1950)
- 1897 – Zakir Husain, economist and the third President of India. (d. 1969)
- 1925 – Jack Lemmon, American actor and musician. (d. 2001)
- 1931 – James Dean, American actor. (d. 1955)
- 1934 – Abu Zafar Obaidullah, renowned Bangladeshi poet.
- 1941 – Jagjit Singh, legendary ghazal singer of the Indian subcontinent. (d. 2011)
- 1963 – Mohammad Azharuddin, Indian cricketer and politician.
- 1976 – Khaled Mashud, former Bangladeshi cricket team captain and wicketkeeper.
- 1987 – Javi García, Spanish footballer.
- 1995 – Joshua Kimmich, German footballer.
Deaths
- 1872 – Earl of Mayo, Viceroy of India, assassinated.
- 1909 – Ramdas Kathiababa, Indian yogi, philosopher, and spiritual leader of the Nimbarka sect. (b. 1800)
- 1912 – Girish Chandra Ghosh, prominent Bengali playwright and theatre director. (b. 1844)
- 1957 – John von Neumann, Hungarian-American mathematician. (b. 1903)
- 1960 – John Langshaw Austin, English philosopher of language.
- 1975 – Robert Robinson, British organic chemist and Nobel laureate.
- 1988 – Santosh Dutta, renowned Bengali actor. (b. 1925)
- 1995 – Kalpana Dutta, Indian revolutionary and close associate of Masterda Surya Sen. (b. 1919)