Daily Exam 125: বিগত সালের প্রশ্ন থেকে
Daily Exam 125 দিন বিগত সালের প্রশ্ন থেকে এবং চাকরির জন্য নিজেকে প্রস্তুত করুন।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
1. কোন শব্দটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?
2. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’— নিশীথ কোন শব্দ?
4. ‘কেতাদুরস্ত’ বাগধারাটির অর্থ কী?
5. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’— এক কথায় কী বলে?
6. ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
7. বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
8. ‘আমার দেখা নয়াচীন’ কার রচিত গ্রন্থ?
9. ‘সবকটি জানালা খুলে দাও না’— গানটির গীতিকার কে?
10. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
11. একটি খুঁটির ০.৮০ অংশ পানিতে, বাকি অংশ উপরে। উপরের দৈর্ঘ্য ৪ মি হলে খুঁটির মোট দৈর্ঘ্য কত?
12. এক বিলিয়নের ১/৫ ভাগ কত মিলিয়ন?
13. x³ – x² কে x – 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে-
14. একটি তরমুজ ৩৮০ টাকায় বিক্রি করে ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির হার কত?
15. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
16. ঘড়ির ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যখন ১২০° কোণ উৎপন্ন হয় তখন কটা বাজে?