Daily GK 19 March 2025
Daily GK 19 March 2025
প্রশ্ন: যমুনা রেলসেতু প্রকল্পে অর্থায়ন করেছে কোন দেশ?
উত্তর: জাপান।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কয়টি নতুন বিভাগ চালু করেছে?
উত্তর: ৪টি।
প্রশ্ন: ‘নারীর প্রতি সহিংসতা জরিপ-২০২৪’ অনুযায়ী, দেশে নারী নির্যাতনের হার কত?
উত্তর: ৭৫.৯%।
প্রশ্ন: বাংলাদেশের নতুন সিআইডি প্রধান কে?
উত্তর: গাজী জসিম উদ্দিন।
প্রশ্ন: ‘স্ট্যাচু অব লিবার্টি’ এর স্থপতি কে ছিলেন?
উত্তর: ফ্রেডেরিক বার্থোলডি।
প্রশ্ন: তুলসী গ্যাবার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ পদে আছেন?
উত্তর: জাতীয় গোয়েন্দা পরিচালক।
প্রশ্ন: ‘শিমানামি কাইদু সড়ক’ কোথায় অবস্থিত?
উত্তর: জাপান।
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: ‘লংগি’।
প্রশ্ন: যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৪.৮ কিলোমিটার।
প্রশ্ন: সম্প্রতি চীনের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে?
উত্তর: ‘লংগি’।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
প্রশ্ন: সাহিত্যিক আবুল মনসুর আহমেদ কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৮ মার্চ, ১৯৭৯।
প্রশ্ন: সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসার দুই নভোচারীকে ফিরিয়ে আনার জন্য পরিচালিত মিশনের নাম কী?
উত্তর: ‘ক্রু-১০’।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম ATM কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক?
উত্তর: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
প্রশ্ন: UNDP’র মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে মানব উন্নয়নে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: সুইজারল্যান্ড। (বাংলাদেশের অবস্থান- ১২৯তম)
প্রশ্ন: মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: কাতার।
প্রশ্ন: জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে?
উত্তর: ২০২২ সালে।
Daily GK 19 March 2025
Question: Which country funded the Jamuna Rail Bridge project?
Answer: Japan.
Question: How many new departments has Bangladesh Bank recently introduced?
Answer: 4.
Question: According to the “Violence Against Women Survey 2024,” what is the percentage of women experiencing violence in Bangladesh?
Answer: 75.9%.
Question: Who is the new head of CID in Bangladesh?
Answer: Gazi Jasim Uddin.
Question: Who was the architect of the Statue of Liberty?
Answer: Frédéric Bartholdi.
Question: What important position does Tulsi Gabbard currently hold in the United States?
Answer: Director of National Intelligence.
Question: Where is the “Shimanami Kaido Road” located?
Answer: Japan.
Question: What is the name of the world’s largest solar panel manufacturer?
Answer: “Longi.”
Question: What is the length of the railway bridge built over the Jamuna River?
Answer: 4.8 kilometers.
Question: Which Chinese company has recently decided to produce solar panels in Bangladesh?
Answer: “Longi.”
Question: When did writer Abul Mansur Ahmed pass away?
Answer: March 18, 1979.
Question: What is the name of the NASA mission that recently brought back two astronauts from the International Space Station?
Answer: “Crew-10.”
Question: Which bank first introduced ATM cards in Bangladesh?
Answer: Standard Chartered Bank.
Question: According to UNDP’s Human Development Report, which country ranks highest in human development?
Answer: Switzerland. (Bangladesh ranks 129th.)
Question: Which country has the highest per capita CO₂ emissions?
Answer: Qatar.
Question: When was the ceasefire in Yemen mediated by the United Nations?
Answer: In 2022.