Daily GK 28 March 2025
Daily GK 28 March 2025
প্রশ্ন: বাংলাদেশের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর মোট বাণিজ্যের পরিমাণ কত?
উত্তর: ১ হাজার ২১১ কোটি ডলার।
প্রশ্ন: সম্প্রতি, অক্সফোর্ডের অনারারি ফেলো অর্জন করেছেন-
উত্তর: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
প্রশ্ন: দেশে বর্তমানে ব্যাংক হিসাব রয়েছে কয়টি? [মার্চ, ২০২৫]
উত্তর: ১৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ২২৭টি।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ কে?
উত্তর: ফিল সিমন্স।
প্রশ্ন: সম্প্রতি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে পৃষ্ঠপোষক দেশ-
উত্তর: মালয়েশিয়া ও ফিনল্যান্ড।
প্রশ্ন: দক্ষিণ কোরিয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে?
উত্তর: হান ডাক-সু।
প্রশ্ন: বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: চীন।
প্রশ্ন: বিশ্ব নাট্য দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৭ মার্চ।
প্রশ্ন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালিত হয়-
উত্তর: ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট-১৯৭৩।
প্রশ্ন: বর্তমানে নদ-নদীর সংখ্যা কত?
উত্তর: ১,২৯৪ টি।
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান কার্যালয় কোথায়?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
প্রশ্ন: ইংরেজরা স্বাধীন ফিলিস্তিনে জোরপূর্বক অনুপ্রবেশ করে কবে?
উত্তর: ১৯১৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশে প্রথমবার বার্ড-ফ্লু সংক্রমণ ঘটে কবে?
উত্তর: ২০০৭ সালে।
প্রশ্ন: জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতাটি কোথায় প্রকাশিত হয়েছিল?
উত্তর: কবি বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায়।
প্রশ্ন: এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক (AHN) এর মাধ্যমে কতটি দেশ সংযুক্ত হয়েছে?
উত্তর: ৩২টি দেশ।
প্রশ্ন: ‘AI’ কোন প্রযুক্তির উন্নত ভার্সন?
উত্তর: গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI)।
প্রশ্ন: ‘MFS’ এর পূর্ণরূপ কী?
উত্তর: Mobile Financial Service।
প্রশ্ন: ২০২৬ সালে LDC থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলেও ২০২৮ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য করতে পারবে কোন দেশে?
উত্তর: চীন।
Daily GK 28 March 2025
Question: What is the total trade volume between Bangladesh and ASEAN countries?
Answer: 12.11 billion USD.
Question: Who recently achieved the Honorary Fellowship from Oxford?
Answer: Chief Justice Syed Refaat Ahmed.
Question: How many bank accounts are currently in Bangladesh? [March 2025]
Answer: 157.12 million.
Question: Who is the current head coach of the Bangladesh national cricket team?
Answer: Phil Simmons.
Question: Which countries sponsored the recent UN General Assembly resolution on the Rohingya crisis?
Answer: Malaysia and Finland.
Question: Who is the acting president of South Korea?
Answer: Han Duck-soo.
Question: Where is the Boao Forum for Asia Annual Conference 2025 being held?
Answer: China.
Question: When is World Theatre Day observed?
Answer: March 27.
Question: Under which law is the International Crimes Tribunal operated?
Answer: International Crimes (Tribunals) Act-1973.
Question: How many rivers are there in Bangladesh?
Answer: 1,294.
Question: Where is the headquarters of the World Health Organization (WHO)?
Answer: Geneva, Switzerland.
Question: When did the British forcibly enter independent Palestine?
Answer: In 1917.
Question: When was the first bird flu outbreak recorded in Bangladesh?
Answer: In 2007.
Question: Where was Jibanananda Das’s poem Banalata Sen first published?
Answer: In the magazine Kobita, edited by poet Buddhadeb Bosu.
Question: How many countries are connected through the Asian Highway Network (AHN)?
Answer: 32 countries.
Question: What technology is an advanced version of AI?
Answer: Graphical User Interface (GUI).
Question: What is the full form of MFS?
Answer: Mobile Financial Service.
Question: Although Bangladesh will graduate from LDC status in 2026, in which country will it still enjoy duty-free trade until 2028?
Answer: China.