NSI নিয়োগ সহায়িকা PDF

NSI নিয়োগ সহায়িকা PDF

NSI নিয়োগ সহায়িকা PDF

NSI নিয়োগ সহায়িকা PDF ফাইল ডাউনলোড করে নিন।

নিচের লিংক থেকে ফ্রিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI নিয়োগ সহায়িকা PDF ফাইলটি ডাউনলোড করে নিন।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর নিয়োগ পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত এই পরীক্ষা MCQ, লিখিত এবং ভাইভা—এই তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। MCQ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা (IQ) সম্পর্কিত প্রশ্ন থাকে। বাংলা অংশে ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন আসে, যেমন সমাস, বাক্য গঠন, বাগধারা ও সাহিত্যিকদের রচনা। ইংরেজি অংশে গ্রামার, শব্দার্থ ও Sentence Correction গুরুত্বপূর্ণ। গণিতে সংখ্যা পদ্ধতি, শতকরা, অনুপাত-সমানুপাত, বীজগণিত, জ্যামিতি ও পরিমাপ সম্পর্কিত প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞানে বাংলাদেশের ইতিহাস, সংবিধান, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়াবলী ও সাম্প্রতিক ঘটনাবলী অন্তর্ভুক্ত থাকে। IQ অংশে ডায়াগ্রাম, সংখ্যা ও বর্ণের ধারা, সম্পর্কিত প্রশ্ন এবং সংকেত বিশ্লেষণের ওপর জোর দেওয়া হয়।

Download PDF
🚫 বিজ্ঞাপন মুক্ত PDF ডাউনলোড করতে ExamBD Pro সাবস্ক্রিপশন নিন

Sign Up করুন অথবা Login করুন
প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের Telegram চ্যানেলে জয়েন করুন
🚫
Remove Ads
🔐
Login
📝
Sign Up