মাসিক MCQ প্রশ্নোত্তর এপ্রিল ২০২৫
মাসিক MCQ প্রশ্নোত্তর এপ্রিল ২০২৫
১. নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে?
ক) ৫১ তম
খ) ৫৩ তম
গ) ৫৪ তম (সঠিক উত্তর)
ঘ) ৫৫ তম
২. ঢাকায় অবস্থিত সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কী?
ক) ঢাকা ইউনিভার্সিটি সেন্টার
খ) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) (সঠিক উত্তর)
গ) ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
ঘ) ঢাকা কলেজ ইউনিভার্সিটি
৩. চীনের কোন বিশ্ববিদ্যালয় ড. মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে?
ক) ফুদান বিশ্ববিদ্যালয়
খ) জেজিয়াং বিশ্ববিদ্যালয়
গ) পিকিং বিশ্ববিদ্যালয় (সঠিক উত্তর)
ঘ) সানইয়াতসেন বিশ্ববিদ্যালয়
৪. প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের অন্নপূর্ণা-১ পর্বত জয় করেন কে?
ক) নাজরুল ইসলাম
খ) বাবর আলী (সঠিক উত্তর)
গ) সাব্বির আহমেদ
ঘ) রাশেদ হোসেন
৫. বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক বসিয়েছে?
ক) ২৫%
খ) ৩০%
গ) ৩৭% (সঠিক উত্তর)
ঘ) ৪০%
৬. ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইটির লেখকের নাম কী?
ক) হাসান আজিজুল হক
খ) সাদাত হোসেন
গ) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (সঠিক উত্তর)
ঘ) মাহবুব তালুকদার
৭. বাংলাদেশ সরকার কর্তৃক সর্বশেষ অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কী?
ক) আলোকিত বিশ্ববিদ্যালয়
খ) গ্রামীণ বিশ্ববিদ্যালয় (সঠিক উত্তর)
গ) প্রগতি বিশ্ববিদ্যালয়
ঘ) নতুন দিগন্ত বিশ্ববিদ্যালয়
৮. বঙ্গবন্ধু রেলসেতুর বর্তমান নাম কী?
ক) বঙ্গবন্ধু রেলসেতু
খ) জামালপুর রেলসেতু
গ) যমুনা রেলসেতু (সঠিক উত্তর)
ঘ) সিরাজগঞ্জ রেলসেতু
৯. বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের বর্তমান নাম কী?
ক) মেরিন টানেল
খ) কর্ণফুলী টানেল (সঠিক উত্তর)
গ) বন্দর টানেল
ঘ) চট্টগ্রাম টানেল
১০. কতজন বিশিষ্ট ব্যক্তিত্ব স্বাধীনতা পদক ২০২৫ লাভ করেন?
ক) ৫ জন
খ) ৭ জন (সঠিক উত্তর)
গ) ৯ জন
ঘ) ১১ জন
১১. সর্বকনিষ্ঠ হিসেবে প্রতিবাদী তারণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পদক ২০২৫ লাভ করেন?
ক) রাশেদ খান
খ) আবরার ফাহাদ (মরণোত্তর) (সঠিক উত্তর)
গ) নাজমুল হাসান
ঘ) ফাহিম হাসান
১২. গণপরিবহনে নারী নিরাপত্তায় চালু করা অ্যাপের নাম কী?
ক) সেফটি
খ) হেল্প (সঠিক উত্তর)
গ) নারী নিরাপত্তা
ঘ) প্রটেক্ট
১৩. সম্প্রতি উদ্ভাবিত প্রথম বাংলা ক্যালকুলেটরের নাম কী?
ক) গণক
খ) বাংলাক্যাল
গ) ধারাপাত (সঠিক উত্তর)
ঘ) সুমতি
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
১৪. জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে আসে?
ক) ৩ দিন
খ) ৪ দিন (১৩-১৬ মার্চ) (সঠিক উত্তর)
গ) ৫ দিন
ঘ) ৬ দিন
১৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বর্তমান নাম কী?
ক) বঙ্গবন্ধু স্যাটেলাইট
খ) বাংলাদেশ টেলিকম স্যাটেলাইট
গ) বাংলাদেশ স্যাটেলাইট-১ (সঠিক উত্তর)
ঘ) সোনার বাংলা স্যাটেলাইট
১৬. চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম কী?
ক) বঙ্গবন্ধু উদ্যান
খ) জিয়া উদ্যান (সঠিক উত্তর)
গ) শহীদ মিনার উদ্যান
ঘ) স্বাধীনতা উদ্যান
১৭. বাংলাদেশে অনুমতিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কী?
ক) ব্লু লিঙ্ক
খ) স্পেসটেল
গ) স্টারলিংক (মালিক: ইলন মাস্ক) (সঠিক উত্তর)
ঘ) নেক্সটস্পেস
১৮. স্টারলিংক কত তারিখে পরীক্ষামূলক চালু হয় বাংলাদেশে?
ক) ৭ এপ্রিল ২০২৫
খ) ৮ এপ্রিল ২০২৫
গ) ৯ এপ্রিল ২০২৫ (সঠিক উত্তর)
ঘ) ১০ এপ্রিল ২০২৫
১৯. টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’-এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কী?
ক) বায়তুল মোকাররম
খ) জেবুন নেসা মসজিদ, সাভার (সঠিক উত্তর)
গ) সাত গম্বুজ মসজিদ
ঘ) চাঁপাইনবাবগঞ্জ জামে মসজিদ
২০. সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কোন রুটে?
ক) চট্টগ্রাম-সন্দ্বীপ (সঠিক উত্তর)
খ) বরিশাল-পটুয়াখালী
গ) কক্সবাজার-টেকনাফ
ঘ) মোংলা-হাতিয়া
২১. অর্ন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব পেয়েছেন?
ক) ড. আবুল কালাম আজাদ
খ) চৌধুরী রুফিকুল আবরার (সঠিক উত্তর)
গ) মিজানুর রহমান
ঘ) রওনক হোসেন
২২. বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য কোন নাগরিককে সম্মানজনক নাগরিকত্ব প্রদান করা হয়েছে?
ক) হিদেয়ো শিনজো
খ) কিহাক সাং (দক্ষিণ কোরিয়া) (সঠিক উত্তর)
গ) তোশিহিকো নাকামোতো
ঘ) স্যামুয়েল রবার্ট
২৩. বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যানের নাম কী?
ক) হুমায়ুন কবীর
খ) আশিক চৌধুরী (সঠিক উত্তর)
গ) মাহফুজ রহমান
ঘ) আসিফুজ্জামান
২৪. যমুনা রেলসেতু দিয়ে কত তারিখে রেল চলাচল শুরু হয়?
ক) ১৫ মার্চ, ২০২৫
খ) ১৬ মার্চ, ২০২৫
গ) ১৮ মার্চ, ২০২৫ (সঠিক উত্তর)
ঘ) ১৯ মার্চ, ২০২৫
২৫. চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মাঝে মোট কতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়?
ক) ৬টি
খ) ৭টি
গ) ৮টি (সঠিক উত্তর)
ঘ) ১০টি
Reports (রিপোর্ট-সমীক্ষা)
১. জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক সুখ প্রতিবেদন সূচক-২০২৫ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ কোনটি?
ক) সুইজারল্যান্ড
খ) ডেনমার্ক
গ) ফিনল্যান্ড (সঠিক উত্তর)
ঘ) আইসল্যান্ড
বাংলাদেশ: ১৩৪তম, এশিয়ার সবচেয়ে সুখী দেশ: তাইওয়ান, সবচেয়ে অসুখী দেশ: আফগানিস্তান
২. নোমাড ক্যাপিটালিস্ট কর্তৃক প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট জরিপ-২০২৫ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
ক) ১৭৫তম
খ) ১৭৯তম
গ) ১৮১তম (সঠিক উত্তর)
ঘ) ১৮৫তম
শীর্ষে: আয়ারল্যান্ড
৩. সিআইপিআরআই রিপোর্ট ২০২৫ অনুযায়ী অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র (সঠিক উত্তর)
খ) রাশিয়া
গ) ফ্রান্স
ঘ) চীন
অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ: ইউক্রেন
৪. ইআইইউ-এর বৈশ্বিক গণতন্ত্র সূচক-২০২৪ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
ক) নরওয়ে (সঠিক উত্তর)
খ) সুইডেন
গ) নিউজিল্যান্ড
ঘ) কানাডা
বাংলাদেশের অবস্থান: ১০০তম
৫. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫-এ শীর্ষ দেশ কোনটি?
ক) সোমালিয়া
খ) নাইজেরিয়া
গ) বুরকিনা ফাসো (সঠিক উত্তর)
ঘ) পাকিস্তান
Games and Sports (খেলাধুলা)
১. আইসিসি চ্যাম্পিয়ান ট্রফি-২০২৫-এর বিজয়ী দেশের নাম কী?
ক) ভারত (সঠিক উত্তর)
খ) অস্ট্রেলিয়া
গ) নিউজিল্যান্ড
ঘ) দক্ষিণ আফ্রিকা
রানার্স আপ: নিউজিল্যান্ড
২. চ্যাম্পিয়ান ট্রফি-২০২৫-এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের নাম কী?
ক) বিরাট কোহলি
খ) রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) (সঠিক উত্তর)
গ) শুভমান গিল
ঘ) বাবর আজম
৩. চ্যাম্পিয়ান ট্রফি-২০২৫-এর ফাইনাল ম্যাচ সেরা খেলোয়াড়ের নাম কী?
ক) জসপ্রিত বুমরাহ
খ) রহিত শর্মা (সঠিক উত্তর)
গ) কেএল রাহুল
ঘ) ট্রেন্ট বোল্ট
৪. বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টারের নাম কী?
ক) শারমীন সুলতানা
খ) ওয়াদিফা আহমেদ (সঠিক উত্তর)
গ) তনিমা পারভিন
ঘ) ফারহানা হক
আন্তর্জাতিক (International):
১. সম্প্রতি ভারতে কোন আইন পাস হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ চলমান রয়েছে?
ক) নাগরিকত্ব সংশোধনী আইন
খ) ওয়াকফ আইন (সঠিক উত্তর)
গ) ধর্মীয় স্বাধীনতা আইন
ঘ) ডিজিটাল নিরাপত্তা আইন
২. কোথায় ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়?
ক) নেপাল
খ) থাইল্যান্ড (সঠিক উত্তর)
গ) ভারত
ঘ) ভুটান
৩. সম্প্রতি মিয়ানমারে আঘাত হানা ধ্বংসাত্মক ভূমিকম্পের মাত্রা কত ছিল?
ক) ৬.৯
খ) ৭.১
গ) ৭.৭ (সঠিক উত্তর)
ঘ) ৮.০
৪. বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫-এর প্রতিপাদ্য কী?
ক) স্বাস্থ্যই সম্পদ
খ) সবাইয়ের জন্য স্বাস্থ্য
গ) জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত (সঠিক উত্তর)
ঘ) সুস্থ জীবন, সুন্দর ভবিষ্যৎ
৫. এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত?
ক) ২০২৬ সাল
খ) ২০২৭ সাল
গ) ২০২৮ সাল (সঠিক উত্তর)
ঘ) ২০২৯ সাল
৬. বিশ্বের কোন শহর ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ২০২৫ নির্বাচিত হয়েছে?
ক) প্যারিস
খ) টোকিও
গ) রিও ডি জেনেরিও, ব্রাজিল (সঠিক উত্তর)
ঘ) লন্ডন
৭. কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
ক) জাস্টিন ট্রুডো
খ) পিয়েরে পলিয়েভ্রে
গ) মার্ক কার্নি (সঠিক উত্তর)
ঘ) থমাস মুলকেয়ার
৮. সম্প্রতি কোথায় কোরআন জাদুঘর উদ্বোধন করা হয়েছে?
ক) রিয়াদ
খ) মক্কা, সৌদি আরব (সঠিক উত্তর)
গ) কায়রো
ঘ) তেহরান
৯. ৯৭তম অস্কারবিজয়ী সেরা চলচ্চিত্রের নাম কী?
ক) ওপেনহাইমার
খ) আনোরা (পরিচালক: শন বেকার) (সঠিক উত্তর)
গ) কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন
ঘ) বার্বি
১০. ৯৭তম অস্কারবিজয়ী সেরা অভিনেতার নাম কী?
ক) অ্যাড্রিয়েন ব্রডি (সঠিক উত্তর)
খ) সিলিয়ান মারফি
গ) রবার্ট ডাউনি জুনিয়র
ঘ) ব্র্যাডলি কুপার
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন
১১. বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
ক) ভারত
খ) থাইল্যান্ডের ব্যাংককে (সঠিক উত্তর)
গ) মিয়ানমার
ঘ) শ্রীলঙ্কা
১২. আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের আগামী দুই বছরের জন্য চেয়ারের দায়িত্ব পেয়েছে কোন দেশ?
ক) ভারত
খ) বাংলাদেশ (সঠিক উত্তর)
গ) নেপাল
ঘ) ভুটান