Today In History 1 April

বিজ্ঞাপন Click Here
Click here
Share:

Today In History 1 April

নিচে দেওয়া ঘটনাবলি, জন্ম ও মৃত্যুকে কালানুক্রমিকভাবে সাজানো হলো:

ঘটনাবলি

  1. ১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়-এর প্রথম ভাগ প্রকাশিত হয়।
  2. ১৮৬৭ – সিঙ্গাপুর ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
  3. ১৮৬৯ – এই সময়কালে ভারতে আয়কর চালু হয়।
  4. ১৮৬৯ – নদিয়া টাউন কমিটি নামে নবদ্বীপ পৌরসভা স্থাপিত হয়।
  5. ১৮৭৮ – কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
  6. ১৯১২ – ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেয়া হয়।
  7. ১৯২৬ – কলকাতা ও দিল্লিতে টেলিফোন লাইন স্থাপিত হয়।
  8. ১৯৩৫ – ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়।
  9. ১৯৩৬ – ভারতে ওড়িশা রাজ্য প্রতিষ্ঠিত হয়।
  10. ১৯৩৭ – ভারত আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়।
  11. ১৯৩৯ – স্পেনের গৃহযুদ্ধের অবসান হয়।
  12. ১৯৪২ – ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ প্রকাশিত হয়।
  13. ১৯৪৫ – যুক্তরাষ্ট্র জাপানের ওকিনাওয়া দ্বীপে আগ্রাসন শুরু করে।
  14. ১৯৫৭
    • অল ইন্ডিয়া এয়ার (AIR)-এর অন্যতম নাম রাখা হয় আকাশবাণী
    • ভারতে পুরাতন মুদ্রা (৬৪ পয়সায় এক টাকা) বহাল রেখে দশমিক মুদ্রা (১০০ পয়সায় এক টাকা) চালু হয়।
  15. ১৯৬০ – যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করে।
  16. ১৯৭১ – বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই দিনে পাকিস্তানি সেনারা কেরানীগঞ্জ উপজেলায় প্রায় এক হাজার বাঙালিকে হত্যা করে।
  17. ১৯৭৯ – ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়।
  18. ১৯৯২ – বসনিয়ার যুদ্ধ শুরু হয়।
  19. ১৯৯৭ – প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে পাকিস্তানের জাতীয় পরিষদ বিল পাস করা হয়।
  20. ১৯৯৮ – জাতিসংঘ সাধারণ পরিষদ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করে।
  21. ২০০১ – নেদারল্যান্ডসে সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করা হয়। এটি প্রথম দেশ, যেখানে এই আইন প্রণয়ন করা হয়।

জন্ম

  1. ১৫৭৮ – উইলিয়াম হার্ভে, রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক। (মৃ. ১৬৫৭)
  2. ১৮০৯ – নিকোলাই গোগোল, রুশ ঔপন্যাসিক ও ছোটগল্পকার। (মৃ. ১৮৫২) [দ্রষ্টব্য: তালিকায় মৃত্যুর তারিখ ভুল আছে, সঠিক ১৮৫২]
  3. ১৮১৫ – অটো ফন বিসমার্ক, জার্মানি পুনর্গঠনের অন্যতম পুরোধা।
  4. ১৮৬৫ – রিচার্ড আডলফ জিগমন্ডি, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় রসায়নবিদ।
  5. ১৮৭০ – অতুলচন্দ্র সেন, বাঙালি লেখক। (মৃ. ১০/০৬/১৯৪৮)
  6. ১৯০৭ – ওয়াল্টার কফম্যান, চেক সঙ্গীত রচয়িতা ও আকাশবাণীর সিগনেচার টিউন স্রষ্টা। (মৃ. ১৯৮৪)
  7. ১৯০৮ – আব্রাহাম মাসলো, মার্কিন মনোবিজ্ঞানী।
  8. ১৯১৯ – জোসেফ এডওয়ার্ড মুরে, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন শল্যবিদ।
  9. ১৯২৯ – আবেদ হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।
  10. ১৯৩১ – ডা. মোহাম্মদ মোর্তজা, চিকিৎসক, প্রাবন্ধিক ও কথাশিল্পী।
  11. ১৯৩২ – রশিদ চৌধুরী, বাংলাদেশি চিত্রশিল্পী।
  12. ১৯৩৩ – ক্লোদ কহেন-টানউডজি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
  13. ১৯৩৬ – আবদুল কাদের খান, পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। (মৃ. ১০/১০/২০২১)
  14. ১৯৪১ – অজিত ওয়াড়েকর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার। (মৃ. ২০১৮)
  15. ১৯৪৭ – ফ্রান্সিন প্রোস, মার্কিন লেখক।
  16. ১৯৫৩ – আলবের্তো জ্যাকহেরনি, সাবেক ইতালীয় ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  17. ১৯৭৬ – ইয়ুকা ইয়োশিদা, জাপানি টেনিস খেলোয়াড়।
  18. ১৯৮৩ – ফ্রাংক রিবেরি, ফরাসি ফুটবল খেলোয়াড়।
  19. ১৯৮৫ – জশ জাকারম্যান, মার্কিন অভিনেতা।
  20. ১৯৯৩ – জাহানারা আলম, বাংলাদেশি নারী ক্রিকেটার।

মৃত্যু

  1. ১৬২১ – ক্রিস্টফানো আলোরি, ইতালিয়ান চিত্রশিল্পী।
  2. ১৯৭৯ – বারবারা লুডডয়, মার্কিন অভিনেত্রী।
  3. ১৯৮৩ – হাসান হাফিজুর রহমান, কবি ও সাংবাদিক।
  4. ১৯৮৪ – এলিজাবেথ গউডগে, ইংরেজ লেখক।
  5. ১৯৯৪ – রবার্ট ডইস্নেয়াউ, ফরাসি ফটোগ্রাফার।
  6. ২০০০ – একেএম আবদুর রউফ, বাংলাদেশি চিত্রশিল্পী ও বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক। (জ. ১৯৩৫)
  7. ২০১২ – একরাম বোরা, তুর্কি অভিনেতা।
  8. ২০১৩ – আসাল বাদিঈ, ইরানি অভিনেত্রী।

এভাবে ঘটনা, জন্ম ও মৃত্যুকে বছর অনুসারে সাজানো হয়েছে।

ads Click Here

Below is the list of events, births, and deaths arranged chronologically in English:

Events

  1. 1855 – The first part of Ishwar Chandra Vidyasagar’s Barnaparichay is published.
  2. 1867 – Singapore becomes part of the British Empire.
  3. 1869 – Income tax is introduced in India during this period.
  4. 1869 – Nabadwip Municipality is established under the name Nadia Town Committee.
  5. 1878 – The Calcutta Museum is established.
  6. 1912 – The capital of India is shifted from Calcutta to Delhi.
  7. 1926 – Telephone lines are established in Calcutta and Delhi.
  8. 1935 – The Reserve Bank of India is established under the Reserve Bank of India Act of 1934.
  9. 1936 – The state of Odisha is established in India.
  10. 1937 – Provincial autonomy is established under the Government of India Act.
  11. 1939 – The Spanish Civil War ends.
  12. 1942Janyuddha, the mouthpiece of the Communist Party of India, is published.
  13. 1945 – The United States begins its invasion of Japan’s Okinawa Island.
  14. 1957
    • All India Radio (AIR) is officially named Akashvani.
    • Decimal currency (100 paise to a rupee) is introduced in India while retaining the old currency (64 paise to a rupee).
  15. 1960 – The United States launches the world’s first weather satellite.
  16. 1971 – During Bangladesh’s War of Independence, Pakistani forces kill nearly a thousand Bengalis in Keraniganj Upazila on this day.
  17. 1979 – Iran is established as an Islamic Republic.
  18. 1992 – The Bosnian War begins.
  19. 1997 – Pakistan’s National Assembly passes a bill reducing the powers of the President.
  20. 1998 – The UN General Assembly mandates a 2-day holiday for UN staff in observance of Eid al-Fitr and Eid al-Adha.
  21. 2001 – The Netherlands legalizes same-sex marriage, becoming the first country to do so.

Births

  1. 1578 – William Harvey, one of the pioneers of the circulatory system. (d. 1657)
  2. 1809 – Nikolai Gogol, Russian novelist and short story writer. (d. 1852) [Note: The list incorrectly states 1809 as his death year; the correct year is 1852]
  3. 1815 – Otto von Bismarck, a key figure in the unification of Germany.
  4. 1865 – Richard Adolf Zsigmondy, Austrian Nobel Prize-winning chemist.
  5. 1870 – Atul Chandra Sen, Bengali writer. (d. 10/06/1948)
  6. 1907 – Walter Kaufmann, Czech composer and creator of the signature tune for Akashvani. (d. 1984)
  7. 1908 – Abraham Maslow, American psychologist.
  8. 1919 – Joseph Edward Murray, American Nobel Prize-winning surgeon.
  9. 1929 – Abed Hossain Khan, Bangladeshi classical musician, sitar player, and composer.
  10. 1931 – Dr. Mohammad Mortaza, physician, essayist, and fiction writer.
  11. 1932 – Rashid Chowdhury, Bangladeshi painter.
  12. 1933 – Claude Cohen-Tannoudji, French Nobel Prize-winning physicist.
  13. 1936 – Abdul Qadeer Khan, known as the father of Pakistan’s nuclear bomb. (d. 10/10/2021)
  14. 1941 – Ajit Wadekar, former Indian cricketer. (d. 2018)
  15. 1947 – Francine Prose, American writer.
  16. 1953 – Alberto Zaccheroni, former Italian footballer and manager.
  17. 1976 – Yuka Yoshida, Japanese tennis player.
  18. 1983 – Franck Ribéry, French footballer.
  19. 1985 – Josh Zuckerman, American actor.
  20. 1993 – Jahanara Alam, Bangladeshi women’s cricketer.

Deaths

  1. 1621 – Cristofano Allori, Italian painter.
  2. 1979 – Barbara Luddy, American actress.
  3. 1983 – Hasan Hafizur Rahman, poet and journalist.
  4. 1984 – Elizabeth Goudge, English writer.
  5. 1994 – Robert Doisneau, French photographer.
  6. 2000 – AKM Abdur Rouf, Bangladeshi painter and calligrapher of Bangladesh’s first constitution. (b. 1935)
  7. 2012 – Ekrem Bora, Turkish actor.
  8. 2013 – Asal Badiee, Iranian actress.

The events, births, and deaths have been organized by year as requested.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment