Today In History 22 April

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 22 April

Today In History 22 April


ঘটনাবলী

  • ১৩৫৮ – ইমাম খোমেনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারি করেন; ইরানে গণতন্ত্রের সূচনা ঘটে।
  • ১৫০০ – পেড্রো আলভারেজ কাব্রাল ব্রাজিল আবিষ্কার করেন।
  • ১৬৬২ – লন্ডনে রয়েল সোসাইটি গঠিত হয়।
  • ১৮৩৪ – সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
  • ১৮৫৭ – দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে।
  • ১৮৯০ – কিউবার জনগণ স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ করে।
  • ১৯১২ – রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশ পায়।
  • ১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা প্রথম বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে।
  • ১৯২১ – সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন।
  • ১৯৩০ – মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ।
  • ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি নিউ গিনিতে প্রবেশ করে।
  • ১৯৪৮ – ইসরায়েল হাইফা শহরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।
  • ১৯৭০ – মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন “ধরিত্রী দিবস” প্রবর্তন করেন।
  • ১৯৮৮ – পিএলও ও সিরিয়ার মধ্যে পাঁচ বছর পর সম্পর্ক স্বাভাবিক হয়।
  • ১৯৯৮ – যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ডিজনি এনিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন হয়।

জন্ম

  • ১৪৫১ – কাস্টাইলের রানী প্রথম ইসাবেলা।
  • ১৫৯২ – ভিলহেল্ম শিকার্ড, জার্মান পণ্ডিত।
  • ১৭০৭ – হেনরি ফিন্ডিং, ইংরেজ ঔপন্যাসিক।
  • ১৭২৪ – ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক।
  • ১৭৬৬ – জের্মেন দ্য স্তাল, ফরাসি দার্শনিক ও লেখিকা।
  • ১৮৫৪ – অঁরি লা ফোঁতেন, বেলজিয়ান নোবেলজয়ী আইনজীবী।
  • ১৮৭০ – ভ্লাদিমির লেনিন, সোভিয়েত বিপ্লবী নেতা।
  • ১৮৭৬ – রবার্ট বারানি, নোবেলজয়ী অস্ট্রিয়ান বিজ্ঞানী।
  • ১৮৯৩ – সুরেন্দ্রমোহন ঘোষ, স্বাধীনতা সংগ্রামী।
  • ১৮৯৯ – ভ্লাদিমির নাবোকভ, রুশ-মার্কিন লেখক।
  • ১৯০৪ – রবার্ট ওপেনহেইমার, মার্কিন পদার্থবিদ।
  • ১৯০৯ – রিতা লেভি-মোন্টালচিনি, ইতালিয়ান স্নায়ুবিজ্ঞানী।
  • ১৯১৩ – বের্টিল মাল্মবের্গ, সুয়েডীয় ভাষাবিজ্ঞানী।
  • ১৯১৬ – কানন দেবী, অভিনেত্রী ও গায়িকা।
  • ১৯১৯ – ডোনাল্ড জেমস ক্র্যাম, নোবেলজয়ী রসায়নবিদ।
  • ১৯২৯ – মাইকেল আটিয়া, ইংরেজ গণিতবিদ।
  • ১৯৩৭ – জ্যাক নিকোলসন, মার্কিন অভিনেতা।
  • ১৯৪১ – আমির নিউলি, ইসরায়েলি বিজ্ঞানী।
  • ১৯৪৩ – জ্যানেট ইভানোভিচ, মার্কিন লেখিকা।
  • ১৯৪৫ – গোপালকৃষ্ণ গান্ধী, রাজনীতিবিদ।
  • ১৯৫৭ – ডোনাল্ড টাস্ক, পোলীয় রাজনীতিবিদ।
  • ১৯৫৯ – রঞ্জন মাদুগালে, শ্রীলংকান ক্রিকেটার।
  • ১৯৬০ – মার্ট লার, এস্তোনিয়ার প্রধানমন্ত্রী।
  • ১৯৭৪ – চেতন ভগত, ভারতীয় লেখক।
  • ১৯৭৭ – মার্ক ভ্যান বমমেল, ডাচ ফুটবলার।
  • ১৯৮১ – জোনাথন ট্রট, ইংরেজ ক্রিকেটার।
  • ১৯৮২ – কাকা, ব্রাজিলীয় ফুটবলার।
  • ১৯৮৭ – ডেভিড লুইজ ও জন অবি মিকেল, ব্রাজিলিয়ান ও নাইজেরীয় ফুটবলার।
  • ১৯৮৯ – জ্যাসপার কিলেসেন, ডাচ ফুটবলার।
  • ১৯৯২ – রোলেন স্ট্রস, দক্ষিণ আফ্রিকান মিস ওয়ার্ল্ড।

মৃত্যু

  • ৫৪৫ – গৌতম বুদ্ধ (আনুমানিক)।
  • ১৬১৬ – মিগেল দে থের্ভান্তেস, স্প্যানিশ লেখক।
  • ১৭৮২ – অ্যান বনি, আইরিশ নারী জলদস্যু।
  • ১৮৩৩ – রিচার্ড ট্রেভিথিক, ইংরেজ প্রকৌশলী।
  • ১৮৯২ – এডউয়ারড লালো, ফরাসি সুরকার।
  • ১৮৯৯ – নেড গ্রিগরি, অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৯০৮ – হেনরি ক্যাম্পবেল-ব্যানারম্যান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
  • ১৯৩০ – হরিগোপাল বল, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, নির্মল লালা, ত্রিপুরা সেনগুপ্ত – ব্রিটিশবিরোধী শহীদ বিপ্লবী।
  • ১৯৩৩ – হেনরি রয়েস, মোটরগাড়ি ডিজাইনার।
  • ১৯৪৫ – কাথে কল্বিটয, জার্মান শিল্পী।
  • ১৯৭৫ – নলিনীকান্ত ঘোষ, স্বাধীনতা সংগ্রামী।
  • ১৯৮৩ – লামবের্তো মাজ্জোরানি, ইতালীয় অভিনেতা।
  • ১৯৮৬ – মিরকেয়া এলিয়াদ, রোমানিয়ান ইতিহাসবিদ।
  • ১৯৮৯ – এমিলিও সেগরে, নোবেলজয়ী পদার্থবিদ।
  • ১৯৯৪ – রিচার্ড নিক্সন, যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি।
  • ১৯৯৮ – আয়াতুল্লাহ মুর্তজা বুরুজার্দী, প্রখ্যাত আলেম।
  • ২০০৩ – তারাপদ সাঁতরা, বাঙালি পুরাতত্ত্ববিদ।
  • ২০০৬ – আলিডা ভালি, ইতালিয়ান অভিনেত্রী।
  • ২০০৮ – শিপ্রা বসু, বাঙালি সংগীতশিল্পী।

Today In History 22 April

বিজ্ঞাপন Click Here

Events

  • 1358 – Imam Khomeini issued the order to form the Islamic Revolutionary Guard Corps, establishing democracy in the Islamic Republic of Iran.
  • 1500 – Pedro Álvares Cabral discovered Brazil.
  • 1662 – The Royal Society was founded in London.
  • 1834 – Saint Helena became a part of the British Empire.
  • 1857 – The first parliament of South Australia convened.
  • 1890 – Cuban citizens revolted against Spanish colonial rule.
  • 1912 – The Pravda newspaper was first published from Saint Petersburg, Russia.
  • 1915 – Germany began using poisonous gas during World War I.
  • 1921 – Subhas Chandra Bose resigned from the Indian Civil Service.
  • 1930 – Under the leadership of revolutionary Masterda Surya Sen, Bengali fighters clashed with British soldiers at Jalalabad Hill in Chittagong.
  • 1944 – Allied forces entered New Guinea during World War II.
  • 1948 – The illegal Zionist state of Israel attacked the port city of Haifa in northwestern Palestine.
  • 1970 – U.S. Senator Gaylord Nelson established Earth Day.
  • 1988 – After five years of hostility, relations normalized between the PLO and Syria.
  • 1998 – Disney’s Animal Kingdom was inaugurated in Orlando, Florida.

Births

  • 1451 – Isabella I of Castile, Queen of Castile.
  • 1592 – Wilhelm Schickard, German polymath. (d. 1635)
  • 1707 – Henry Fielding, English novelist and playwright.
  • 1724 – Immanuel Kant, German philosopher. (d. 1804)
  • 1766 – Germaine de Staël, French philosopher and writer. (d. 1817)
  • 1854 – Henri La Fontaine, Belgian lawyer and Nobel laureate.
  • 1870 – Vladimir Lenin, Marxist revolutionary and Soviet political leader. (d. 1924)
  • 1876 – Robert Bárány, Austrian physicist and Nobel laureate.
  • 1893 – Surendramohan Ghosh, Indian freedom fighter and key leader of the Jugantar group. (d. 1976)
  • 1899 – Vladimir Nabokov, Russian-American author. (d. 1977)
  • 1904 – Robert Oppenheimer, American physicist.
  • 1909 – Rita Levi-Montalcini, Italian neurologist and Nobel laureate.
  • 1913 – Bertil Malmberg, Swedish linguist. (d. 1994)
  • 1916 – Kanan Devi, Indian actress and singer. (d. 1992)
  • 1919 – Donald J. Cram, American chemist and Nobel laureate.
  • 1929 – Michael Francis Atiyah, British mathematician.
  • 1937 – Jack Nicholson, American actor.
  • 1941 – Amir Pnueli, Israeli computer scientist. (d. 2009)
  • 1943 – Janet Evanovich, American writer.
  • 1945 – Gopalkrishna Gandhi, Indian intellectual and Governor of West Bengal.
  • 1957 – Donald Tusk, Polish politician and historian.
  • 1959 – Ranjan Madugalle, Sri Lankan cricketer.
  • 1960 – Mart Laar, Estonian politician and former Prime Minister.
  • 1974 – Chetan Bhagat, Indian novelist, columnist, speaker, and screenwriter.
  • 1977 – Mark van Bommel, Dutch footballer.
  • 1981 – Jonathan Trott, English cricketer.
  • 1982 – Kaká, Brazilian footballer.
  • 1987 – David Luiz, Brazilian footballer.
  • 1987 – John Obi Mikel, Nigerian footballer.
  • 1989 – Jasper Cillessen, Dutch footballer.
  • 1992 – Rolene Strauss, Miss World from South Africa.

Deaths

  • 545 BCE (approx.) – Gautama Buddha.
  • 1616 – Miguel de Cervantes Saavedra, Spanish novelist, poet, and playwright.
  • 1782 – Anne Bonny, Irish female pirate. (b. 1702)
  • 1833 – Richard Trevithick, English engineer and explorer.
  • 1892 – Édouard Lalo, French violinist and composer.
  • 1899 – Ned Gregory, Australian international cricketer. (b. 1839)
  • 1908 – Henry Campbell-Bannerman, Scottish-born English merchant, politician, and former UK Prime Minister.
  • 1930
    • Harigopal Bal, Bengali revolutionary martyr.
    • Madhusudan Dutta, Bengali revolutionary martyr.
    • Pulin Chandra Ghosh, Bengali revolutionary martyr.
    • Nirmal Lala, Bengali revolutionary martyr.
    • Tripura Sengupta, Bengali revolutionary martyr.
  • 1933 – Henry Royce, car designer.
  • 1945 – Käthe Kollwitz, German artist and sculptor.
  • 1975 – Nalinikanta Ghosh, Indian freedom fighter and member of Dhaka Anushilan Samiti. (b. 1892)
  • 1983 – Lamberto Maggiorani, Italian actor. (b. 1909)
  • 1986 – Mircea Eliade, Romanian historian and writer.
  • 1989 – Emilio Gino Segrè, Italian physicist. (b. 1905)
  • 1994 – Richard Nixon, 37th President of the United States. (b. 1913)
  • 1998 – Ayatollah Mortaza Borujerdi, prominent Iraqi scholar.
  • 2003 – Tarapada Santra, Bengali archaeologist and folk culture expert. (b. 1931)
  • 2006 – Alida Valli, Italian actress.
  • 2008 – Shipra Basu, Bengali singer. (b. 1945)

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment