Today In History 9 April

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 9 April

Today In History 9 April

৯ এপ্রিলের উল্লেখযোগ্য ঘটনাবলী, জন্ম, মৃত্যু সাজানো ও সুন্দরভাবে উপস্থাপন করা হল


ঘটনাবলী

  • ১২৪১ – লিইয়েগনিটয যুদ্ধে মঙ্গোল বাহিনী পোলিশ ও জার্মান সৈন্যদের পরাজিত করে।
  • ১৪১৩ – পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৪৪০ – ক্রিস্টোফার ডেনমার্কের রাজা হন।
  • ১৪৮৩ – প্রথম এডওয়ার্ড, চতুর্থ এডওয়ার্ডকে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে মনোনীত করেন।
  • ১৬০৯ – আশি বছরের যুদ্ধের সময় স্পেন ও ডাচ প্রজাতন্ত্র ‘এন্টওয়ার্প চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করে।
  • ১৭৫৬ – নবাব সিরাজ-উদ-দৌলা রাজ্যভার গ্রহণ করেন।
  • ১৭৮৩ – টিপু সুলতান ব্রিটিশদের কাছ থেকে বেন্দোর দখল নেন।
  • ১৮৭২ – স্যামুয়েল আর পার্সি গুঁড়ো দুধ প্যাটেন্ট করেন।
  • ১৯১৮ – লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯২৮ – তুরস্কে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করে।
  • ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘অপারেশন ওয়েসেরুবুং’ চলাকালে জার্মানি ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে।
  • ১৯৪৫ – মার্কিন যুক্তরাষ্ট্রে আণবিক শক্তি কমিশন গঠন করা হয়।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
  • ১৯৪৮ – দির ইয়াসিন গণহত্যা: বায়তুল মোকাদ্দাসের পশ্চিমাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলীরা গণহত্যা চালায়।
  • ১৯৫৭ – সুয়েজ খাল সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়।
  • ১৯৬৫ – ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হয়।
  • ১৯৭৪ – দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দী প্রত্যর্পণের চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯১ – জর্জিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
  • ১৯৯৭ – বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে স্কটল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
  • ১৯৯৮ – সৌদি আরবে হজের শেষ দিনে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৫০ জন মুসল্লি নিহত হন।

জন্ম

  • ১২৮৭ – ইংল্যান্ডের রাজা চতুর্থ এডওয়ার্ড।
  • ১৮০৬ – ইসাম্বার্ড কিংডম ব্রুনেল, ইংরেজ প্রকৌশলী।
  • ১৮২১ – শার্ল বোদলেয়ার, ফরাসি কবি।
  • ১৮৩০ – এডওয়ার্ড মুয়ব্রিজ, ইংরেজ ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার।
  • ১৮৩৫ – দ্বিতীয় লিওপল্ড, বেলজিয়ামের রাজা।
  • ১৮৬৫ – এরিক লুডেন্ডোরফ, জার্মান জেনারেল ও রাজনীতিবিদ।
  • ১৮৬৭ – ক্রিস ওয়াটসন, অস্ট্রেলীয় রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।
  • ১৮৭২ – লিও বলুম, ফরাসি রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
  • ১৮৮২ – মহিমচন্দ্র দাশগুপ্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক।
  • ১৮৯৩ – রাহুল সাংকৃত্যায়ন, ভারতীয় পণ্ডিত ও পর্যটক।
  • ১৯০১ – পল উইলিয়ামস, আমেরিকান অভিনেতা ও পরিচালক।
  • ১৯২৫ – রোকনুজ্জামান খান, সাহিত্যিক ও সাংবাদিক।
  • ১৯২৬ – হিউ হেফ্‌নার, মার্কিন প্রকাশক ও প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা।
  • ১৯৩৮ – ভিক্টর চেরনোম্যরডিন, রাশিয়ান রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
  • ১৯৪৮ – জয়া বচ্চন, ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ।
  • ১৯৫৩ – ভবানীপ্রসাদ মজুমদার, কবি ও ছড়াকার।
  • ১৯৫৭ – সেভে বালেস্টেরস, স্প্যানিশ গল্ফ খেলোয়াড় ও স্থপতি।
  • ১৯৬৬ – সিনথিয়া নিক্সন, আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৭৫ – রবি ফাওলার, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  • ১৯৮৫ – আন্তোনিও নকেরিনো, ইতালিয়ান ফুটবলার।

মৃত্যু

  • ০৫৮৫ – সম্রাট জিমু, জাপানি সম্রাট।
  • ০৪৯১ – যেনো, বাইজেন্টাইন সম্রাট।
  • ১৫৫৩ – ফ্রাঁসোয়া রাবলে, ফরাসি পণ্ডিত।
  • ১৫৫৭ – মিকায়েল আগ্রিকোলা, ফিনিশ পণ্ডিত।
  • ১৬২৬ – ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।
  • ১৭৫৪ – ক্রিস্টিয়ান উলফ, জার্মান দার্শনিক।
  • ১৭৫৬ – নবাব আলীবর্দী খাঁ, বাংলা-বিহার-ওড়িশার নবাব।
  • ১৮৮২ – ডান্টে গ্যাব্রিয়েল রসেটি, চিত্রশিল্পী ও কবি।
  • ১৮৮৯ – মাইকেল ইউজিনে শেভরেউল, রসায়নবিদ।
  • ১৯৩৬ – ফেরডিনান্ড টনিয়েস, সমাজবিজ্ঞানী ও দার্শনিক।
  • ১৯৪৫ – ডিয়েট্রিখ বোনহোফের ও উইলহেম কানারিস, জার্মান ধর্মতত্ত্ববিদ ও নৌসেনাপতি।
  • ১৯৫৯ – ফ্র্যাংক লয়েড রাইট, আমেরিকান স্থপতি ও লেখক।
  • ১৯৭০ – জ্ঞানেন্দ্রনাথ রায়, ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী।
  • ১৯৮০ – মোহাম্মদ বাকির আল-সাদর, ইরাকি দার্শনিক।
  • ১৯৯৩ – সাইয়্যেদ মোর্তজা আয়ুবী, ইরানি লেখক ও শিল্পী।
  • ২০০১ – শাকুর রানা, পাকিস্তানি আম্পায়ার।
  • ২০০৯ – শক্তি সামন্ত, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
  • ২০১১ – সিডনি লুমেট, মার্কিন পরিচালক।
  • ২০২১ – পবিত্র মুখোপাধ্যায়, বাঙালি কবি।

Today In History 9 April

বিজ্ঞাপন Click Here

Events

  • 1241 – Mongol forces defeat Polish and German troops at the Battle of Legnica.
  • 1413 – Henry V is crowned King of England.
  • 1440 – Christopher becomes King of Denmark.
  • 1483 – Edward IV names his son Edward V as the next King of England.
  • 1609 – The Eighty Years’ War: Spain and the Dutch Republic begin a truce through the Treaty of Antwerp.
  • 1756 – Nawab Siraj-ud-Daulah assumes rulership.
  • 1783 – Tipu Sultan captures Bednore from the British.
  • 1872 – Samuel R. Percy patents powdered milk.
  • 1918 – Latvia declares independence.
  • 1928 – Islam is officially recognized as the state religion in Turkey.
  • 1940 – World War II: Germany launches “Operation Weserübung” and invades Denmark and Norway.
  • 1945 – The United States establishes the Atomic Energy Commission.
  • 1948 – Deir Yassin Massacre: Zionist forces commit mass killings in the village near West Jerusalem.
  • 1957 – The Suez Canal reopens for all types of ships.
  • 1965 – Border conflict begins between India and Pakistan.
  • 1974 – Bangladesh, India, and Pakistan sign an agreement in Delhi for the repatriation of 195 Pakistani prisoners of war.
  • 1991 – Georgia votes to secede from the Soviet Union.
  • 1997 – Bangladesh qualifies for the Cricket World Cup by defeating Scotland in the ICC Trophy.
  • 1998 – On the last day of Hajj in Saudi Arabia, 150 pilgrims die in a stampede.

Births

  • 1287 – Edward IV, King of England.
  • 1806 – Isambard Kingdom Brunel, English engineer and designer of the Clifton Suspension Bridge.
  • 1821 – Charles Baudelaire, French poet.
  • 1830 – Eadweard Muybridge, English photographer and cinematographer.
  • 1835 – Leopold II, King of Belgium.
  • 1865 – Erich Ludendorff, German general and politician.
  • 1867 – Chris Watson, Australian journalist, politician, and 3rd Prime Minister.
  • 1872 – Léon Blum, French lawyer, politician, and Prime Minister.
  • 1882 – Mohim Chandra Dasgupta, Indian freedom fighter and social worker.
  • 1893 – Rahul Sankrityayan, renowned Indian scholar and traveler.
  • 1901 – Paul Williams, American actor and director.
  • 1925 – Rokonuzzaman Khan, notable Bangladeshi writer and journalist.
  • 1926 – Hugh Hefner, American publisher and founder of Playboy magazine.
  • 1938 – Viktor Chernomyrdin, Russian politician and Prime Minister.
  • 1948 – Jaya Bachchan, Indian actress and politician.
  • 1953 – Bhabani Prasad Majumder, Indian Bengali poet and rhymester.
  • 1957 – Seve Ballesteros, Spanish golfer and course architect.
  • 1966 – Cynthia Nixon, American actress.
  • 1975 – Robbie Fowler, English footballer and manager.
  • 1985 – Antonio Nocerino, Italian footballer.

Deaths

  • 0585 – Emperor Jimmu, Japanese Emperor.
  • 0491 – Zeno, Byzantine Emperor.
  • 1553 – François Rabelais, French monk and scholar.
  • 1557 – Mikael Agricola, Finnish priest and scholar.
  • 1626 – Francis Bacon, English philosopher.
  • 1754 – Christian Wolff, German philosopher and educator.
  • 1756 – Nawab Alivardi Khan, ruler of Bengal, Bihar, and Orissa.
  • 1882 – Dante Gabriel Rossetti, English artist and poet.
  • 1889 – Michel Eugène Chevreul, French chemist and educator.
  • 1936 – Ferdinand Tönnies, German sociologist and philosopher.
  • 1945 – Dietrich Bonhoeffer, German theologian; Wilhelm Canaris, German admiral.
  • 1959 – Frank Lloyd Wright, American architect, designer, and author.
  • 1970 – Gyanendranath Roy, Indian Bengali chemist.
  • 1980 – Mohammad Baqir al-Sadr, Iraqi philosopher.
  • 1993 – Sayyed Mortaza Ayubi, Iranian writer and artist.
  • 2001 – Shakoor Rana, Pakistani cricket umpire.
  • 2009 – Shakti Samanta, Indian Bengali film director and producer.
  • 2011 – Sidney Lumet, American director, producer, and screenwriter.
  • 2021 – Pabitra Mukhopadhyay, Bengali poet.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...