Today In History 22 May

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 22 May

Today In History 22 May


ঘটনাবলী

  • ১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ নিহত হন।
  • ১৭১২ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৭৪৬রাশিয়া ও অষ্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।
  • ১৭৬২সুইডেন ও প্রুশিয়া শান্তিচুক্তি স্বাক্ষর করে।
  • ১৮০৩কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়।
  • ১৮৯৭টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
  • ১৯২৭চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে প্রায় দুই লক্ষ লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯৩৯বার্লিনে ইতালি ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৭২সিলোনের নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
  • ১৯৯০উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রীকরণের ঘোষণা দেয় এক যৌথ ঘোষণাপত্রে।
  • ১৯৯৪রোমান হারজগ সম্মিলিত জার্মানির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ২০০৪ড. মনমোহন সিং ভারতের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

জন্ম

  • ১৭৭০ – রাজকুমারী এলিজাবেথ
  • ১৭৭২রাজা রামমোহন রায়, ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ও বাঙালি দার্শনিক। (মৃ. ১৮৩৩)
  • ১৮২২কিশোরীচাঁদ মিত্র, বাঙালি লেখক ও সমাজকর্মী। (মৃ. ১৮৭৩)
  • ১৮৫৯আর্থার কোনান ডয়েল, শার্লক হোমসের গল্পসমূহের জন্য বিখ্যাত স্কটিশ সাহিত্যিক। (মৃ. ১৯৩০)
  • ১৯০৭অ্যার্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
  • ১৯০৭লরেন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক। (মৃ. ১৯৮৯)
  • ১৯১৭সুনীতি চৌধুরী ঘোষ, নারী বিপ্লবী। (মৃ. ১৯৮৮)
  • ১৯৪৬জর্জ বেস্ট, আইরিশ ফুটবলার।
  • ১৯৫০স্বাতীলেখা সেনগুপ্ত, কিংবদন্তি বাঙালি মঞ্চাভিনেত্রী। (মৃ. ২০২১)

মৃত্যু

  • ১১৫৭ – জাপানের সম্রাট গো-রেইজেই
  • ১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ
  • ১৮৮৫ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী। (জ. ১৮০২)
  • ১৮৯৮এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী।
  • ১৯৬৬টম গডার্ড, ইংরেজ ক্রিকেটার।
  • ১৯৬৭ – মার্কিন কবি ল্যাংস্টন হিউজ
  • ১৯৯১শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। (জ. ১০/১০/১৮৯৯)
  • ২০১১চিদানন্দ দাসগুপ্ত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও সমালোচক। (জ. ১৯২১)
  • ২০১৮তাজিন আহমেদ, বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক।

Today In History 22 May

বিজ্ঞাপন Click Here

Events

  • 1545 – Afghan Emperor Sher Shah was killed.
  • 1712Charles VI was crowned King of Hungary.
  • 1746Russia and Austria signed a cooperation treaty.
  • 1762Sweden and Prussia signed a peace treaty.
  • 1803 – The first public library was opened in Connecticut, USA.
  • 1897 – The Blackwall Tunnel under the River Thames was officially opened.
  • 1927 – A massive earthquake in Nanshan, China, killed around 200,000 people.
  • 1939Italy and Germany signed a peace pact in Berlin.
  • 1972 – The name Ceylon was changed to Sri Lanka, and the country was declared a republic.
  • 1990 – The foreign ministers of North and South Yemen jointly announced the unification of the two countries.
  • 1994Roman Herzog was elected the first President of unified Germany.
  • 2004Dr. Manmohan Singh took oath as the 17th Prime Minister of India, nominated by the Congress alliance.

Births

  • 1770Princess Elizabeth.
  • 1772Raja Ram Mohan Roy, founder of the Brahmo Samaj and pioneer of Indian religious and social reform. (d. 1833)
  • 1822Kishorichand Mitra, Bengali writer and social worker. (d. 1873)
  • 1859Arthur Conan Doyle, Scottish author, best known for the Sherlock Holmes stories. (d. 1930)
  • 1907Hergé, Belgian comic writer and illustrator.
  • 1907Laurence Olivier, English actor and director. (d. 1989)
  • 1917Suniti Choudhury Ghosh, Indian female revolutionary in the British anti-colonial movement. (d. 1988)
  • 1946George Best, Irish footballer.
  • 1950Swatilekha Sengupta, legendary Bengali stage actress. (d. 2021)

Deaths

  • 1157 – Japanese Emperor Go-Reizei.
  • 1545 – Afghan Emperor Sher Shah.
  • 1885Victor Hugo, French writer, politician, and human rights activist. (b. 1802)
  • 1898Edward Bellamy, American author and socialist.
  • 1966Tom Goddard, renowned English cricketer.
  • 1967 – American poet Langston Hughes.
  • 1991Shripad Amrit Dange, founding member of the Communist Party of India and trade union leader. (b. 1899)
  • 2011Chidananda Dasgupta, Indian filmmaker, film critic, and historian. (b. 1921)
  • 2018Tazin Ahmed, Bangladeshi actress, journalist, and presenter.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment