Today In History 27 May

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 27 May

Today In History 27 May


ঘটনাবলি

  • ১৬৭৯ – ব্রিটেনে হ্যাভিয়াস কার্পাস আইন প্রবর্তিত হয়।
  • ১৭০৩ – রাশিয়ার পিটার দি গ্রেট সেন্ট পিটার্সবুর্গ (বর্তমান লেনিনগ্রাদ) শহরের পত্তন করেন।
  • ১৭৬৭ – কলকাতায় প্রথম প্রটেস্টান্ট গির্জা নির্মাণ সম্পন্ন হয়।
  • ১৮৩৭ – ফ্রান্স সরকারের সঙ্গে আলজেরিয়ার স্বাধীনতাকামী নেতা আবদুল ক্বাদের একটি শান্তিচুক্তি করেন।
  • ১৮৮৩তৃতীয় আলেকজান্ডার রাশিয়ার সম্রাট হন।
  • ১৯১৯জালিয়ানওয়ালাবাগ হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করে ভারতের বড়লাট লর্ড চেমসফোর্ড-কে চিঠি পাঠান।
  • ১৯১৯এনসি-৪ এয়ারক্রাফট লিসবনে অবতরণ করে, এটি ছিল প্রথম সফল আটলান্টিক পাড়ি।
  • ১৯২৬ – মরোক্কোর রিফ অঞ্চলে মুসলিমদের ঐতিহাসিক প্রতিরোধ আন্দোলন ব্যর্থ হয়।
  • ১৯২৭ – বৈমানিক চার্লস লিন্ডবার্গ একাকী বিমান চালিয়ে প্রথম আটলান্টিক পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করেন।
  • ১৯৩০ – নিউইয়র্কে ১০৪৬ ফুট উচ্চ ভবন জনসাধারণের জন্য উন্মুক্ত হয়, যা সে সময় বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল।
  • ১৯৩২রমাঁ রল্যাঁঅঁরি বারব্যুস আন্তর্জাতিক যুদ্ধবিরোধী সমাবেশের আহ্বান জানান।
  • ১৯৫২ইউরোপীয় প্রতিরক্ষা গোষ্ঠী গঠিত হয়।
  • ১৯৭২যুক্তরাষ্ট্রসোভিয়েত ইউনিয়ন-এর মধ্যে সল্ট-১ চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৮৯ – বার্মার সামরিক সরকার দেশের নাম পরিবর্তন করে দ্য ইউনিয়ন অব মায়ানমার রাখে; রেঙ্গুন-এর নাম পালটে রাখা হয় ইয়াঙ্গুন
  • ২০০৬ – ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, প্রাণহানি ঘটে প্রায় ৬,৬০০ জনের।

জন্ম

  • ১৩৩২ইবনে খালদুন, আরব মুসলিম পণ্ডিত, আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনক। (মৃ. ১৪০৬)
  • ১৮৫২বিলি বার্নস, ইংরেজ পেশাদার ক্রিকেটার।
  • ১৮৬৩আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
  • ১৮৯০যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, বাঙালি কবি। (মৃ. ১৪ মার্চ ১৯৭৫)
  • ১৯০৩যোগেশচন্দ্র বাগল, প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক। (মৃ. ৭ জানুয়ারি ১৯৭২)
  • ১৯২৯নীলিমা দাস, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ. ১৯৯৬)
  • ১৯৯৫সাবিলা নূর, বাংলাদেশী মডেল ও অভিনেত্রী।

মৃত্যু

  • ১৯১০রবার্ট কখ, নোবেলজয়ী জার্মান জীববিজ্ঞানী। (জ. ১১ ডিসেম্বর ১৮৪৩)
  • ১৯৩০গাব্রিয়েল মিরো, স্পেনীয় কথাসাহিত্যিক।
  • ১৯৬৪জহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। (জ. ১৪ নভেম্বর ১৮৮৯)
  • ১৯৭৫নৃপতি চট্টোপাধ্যায়, বাঙালি অভিনেতা।
  • ১৯৮৬অজয় মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। (জ. ১৯০১)
  • ১৯৯৫শ্যামাদাস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরমাণুবিজ্ঞানী। (জ. ২৯ জুন ১৯০৯)

Today In History 27 May

বিজ্ঞাপন Click Here

Events

  • 1679Habeas Corpus Act is enacted in Britain.
  • 1703Saint Petersburg (later Leningrad) is founded by Peter the Great of Russia.
  • 1767 – The first Protestant church is built in Kolkata.
  • 1837 – A peace treaty is signed between Algerian freedom fighter Abdul Qadir and the French government.
  • 1883Alexander III becomes the Emperor of Russia.
  • 1919 – In protest of the Jallianwala Bagh massacre, Rabindranath Tagore renounces his British knighthood by writing a letter to Viceroy Lord Chelmsford.
  • 1919 – The aircraft NC-4 lands in Lisbon, completing the first successful transatlantic flight.
  • 1926 – The Rif Rebellion of Muslims in Morocco against French and Spanish colonial forces ends in failure.
  • 1927 – Aviator Charles Lindbergh begins the first solo transatlantic flight.
  • 1930 – A 1,046-foot-tall skyscraper in New York is opened to the public, then the tallest man-made structure.
  • 1932 – Renowned humanists Romain Rolland and Henri Barbusse call for an international anti-war congress.
  • 1952 – The European Defence Community is established.
  • 1972 – The SALT I treaty is signed between the United States and the Soviet Union.
  • 1989 – Burma’s military regime renames the country to The Union of Myanmar, and the capital Rangoon to Yangon.
  • 2006 – A devastating earthquake strikes Java at 5:53 AM, killing approximately 6,600 people.

Births

  • 1332Ibn Khaldun, Arab Muslim scholar and one of the pioneers of modern sociology, history, and economics. (d. 1406)
  • 1852Billy Barnes, professional English cricketer.
  • 1863Arthur Mold, English cricketer.
  • 1890Jatindraprasad Bhattacharya, Bengali poet. (d. March 14, 1975)
  • 1903Jogesh Chandra Bagal, prominent journalist and editor. (d. January 7, 1972)
  • 1929Nilima Das, Indian Bengali actress. (d. 1996)
  • 1995Sabila Nur, Bangladeshi model and actress.

Deaths

  • 1910Robert Koch, Nobel Prize-winning German biologist. (b. December 11, 1843)
  • 1930Gabriel Miró, Spanish novelist.
  • 1964Jawaharlal Nehru, the first Prime Minister of India. (b. November 14, 1889)
  • 1975Nripati Chattopadhyay, Bengali actor.
  • 1986Ajay Mukherjee, fourth and sixth Chief Minister of West Bengal. (b. 1901)
  • 1995Shyamadas Chattopadhyay, internationally renowned Bengali nuclear scientist. (b. June 29, 1909)

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment