Daily GK 17 June 2025

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Daily GK 17 June 2025

Daily GK 17 June 2025

প্রশ্ন: দেশে প্রথম এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করেছে কোন ব্যাংক?
উত্তর: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কত?
উত্তর: ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা।

প্রশ্ন: তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন (বিজিএমইএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: মাহমুদ হাসান খান।

বিজ্ঞাপন Click Here

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২৪৮টি।

প্রশ্ন: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কী?
উত্তর: আয়রন ডোম।

প্রশ্ন: চলতি অর্থবছরের ১১ মাসে বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে?
উত্তর: ২ হাজার ৮১০ কোটি ডলার।

প্রশ্ন: সম্প্রতি চালু হওয়া কারাগার বিষয়ক তথ্য ও যোগাযোগ নম্বর কী?
উত্তর: ১৬১৯১

প্রশ্ন: সোনামসজিদ স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
উত্তর: শিবগঞ্জ উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)।

প্রশ্ন: বাংলাদেশ শততম টেস্ট ক্রিকেট ম্যাচটি কোন দেশের সাথে খেলেছে এবং জয় পেয়েছে?
উত্তর: শ্রীলঙ্কা।

প্রশ্ন: G-7 কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৫ সাল।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

প্রশ্ন: G-7 এর বর্তমান সদস্য দেশসমূহ কী কী?
উত্তর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালি।

প্রশ্ন: বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে (বুরকিনা ফাসো, বয়স: ৩৭ বছর)।

প্রশ্ন: “No Peace Without Justice” কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা?
উত্তর: ইতালি।

প্রশ্ন: বীরত্বপূর্ণ পুরস্কার ‘অর্ডার অব দ্য গার্টার’ কত সাল থেকে দেওয়া হয়?
উত্তর: ১৩৪৮ সাল।

প্রশ্ন: বাংলাদেশে কতটি দেশের দূতাবাস চালু রয়েছে?
উত্তর: ৫১টি।

প্রশ্ন: রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়।

প্রশ্ন: বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ বাজার কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: MI-6 কোন দেশের বৈদেশিক গোয়েন্দা সংস্থা?
উত্তর: যুক্তরাজ্য।

প্রশ্ন: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

প্রশ্ন: OPEC (ওপেক)-এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: হাইথাম আল ঘাইস।

প্রশ্ন: বাংলাদেশ সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (CRP)-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ভ্যালেরি টেইলর।

প্রশ্ন: গাজা যুদ্ধ বন্ধে সম্প্রতি নেদারল্যান্ডে হওয়া আন্দোলনের নাম কী?
উত্তর: রেড লাইন (Red Line)।

Daily GK 17 June 2025

Question: Which bank has launched the first API banking platform in Bangladesh?
Answer: United Commercial Bank PLC (UCB).

Question: According to Bangladesh Bank, what is the current amount of default loans in the banking sector?
Answer: BDT 4,20,334 crore.

Question: Who has been elected as the president of BGMEA (Bangladesh Garment Manufacturers and Exporters Association)?
Answer: Mahmud Hasan Khan.

Question: How many eco-friendly factories currently exist in Bangladesh?
Answer: 248.

Question: What is the name of Israel’s air defense system?
Answer: Iron Dome.

Question: Who has been appointed as the new Chief of Staff of the Iranian Armed Forces?
Answer: Abdolrahim Mousavi.

Question: What is “No Kings Day”?
Answer: An anti-Trump protest movement.

Question: How much ready-made garment (RMG) has Bangladesh exported in the first 11 months of the current fiscal year?
Answer: USD 28.10 billion.

Question: What is the newly launched prison information and communication hotline in Bangladesh?
Answer: 16191

Question: In which upazila is the Sonamasjid land port located?
Answer: Shibganj Upazila (Chapainawabganj).

Question: Which country did Bangladesh play and win against in its 100th Test match?
Answer: Sri Lanka.

Question: In which year was the G7 formed?
Answer: 1975.

Question: What are the current member countries of the G7?
Answer: United States, United Kingdom, Canada, France, Germany, Japan, and Italy.

Question: Who is currently the youngest president in the world?
Answer: Captain Ibrahim Traoré (Burkina Faso, age 37).

Question: “No Peace Without Justice” is a human rights organization based in which country?
Answer: Italy.

Question: Since when has the gallantry award “Order of the Garter” been awarded?
Answer: Since 1348.

Question: How many foreign embassies are currently operating in Bangladesh?
Answer: 51.

Question: Under which ministry does the Export Promotion Bureau (EPB) operate?
Answer: Ministry of Commerce.

Question: Which country is the top market for Bangladesh’s garment exports?
Answer: United States.

Question: MI-6 is the foreign intelligence agency of which country?
Answer: United Kingdom.

Question: Where is the headquarters of the International Atomic Energy Agency (IAEA)?
Answer: Vienna, Austria.

Question: Who is the current Secretary-General of OPEC?
Answer: Haitham Al Ghais.

Question: Who is the founder of the Centre for the Rehabilitation of the Paralysed (CRP) in Bangladesh?
Answer: Valerie Taylor.

Question: What is the name of the recent protest in the Netherlands to stop the Gaza war?
Answer: Red Line.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...