কামি রিতা শেরপা ও এভারেস্ট জয়ের রেকর্ড

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

কামি রিতা শেরপা ও এভারেস্ট জয়ের রেকর্ড


🏔️ কামি রিতা শেরপা ও এভারেস্ট জয়ের রেকর্ড

  1. রেকর্ডধারী পর্বতারোহী: নেপালের কামি রিতা শেরপা।
  2. সর্বশেষ জয়: ২০২৫ সালের মে মাসে ৩১তম বার এভারেস্ট জয় করেন।
  3. নিজের রেকর্ড ভাঙা: গত বছর (২০২৪) ৩০ বার চূড়ায় উঠে রেকর্ড গড়েছিলেন, এবার সেটি ভেঙে ৩১ বার।
  4. প্রথম এভারেস্ট জয়: ১৯৯৪ সালে।
  5. বছর ছাড়া জয় করেননি: শুধু তিনটি বছর বাদে প্রতি বছর জয় করেছেন; ওই বছরগুলোতে আরোহণ বন্ধ ছিল।
  6. বর্তমান বয়স: ৫৫ বছর।
  7. চূড়ায় যাওয়ার রুট: দক্ষিণ-পূর্ব চূড়াপথ।
  8. সঙ্গে থাকা দল: ভারতীয় সেনাবাহিনীর ২২ জন এবং ২৭ জন শেরপা।
  9. কাজ করেন: সেভেন সামিট ট্রেক কোম্পানির হয়ে।

🌍 অন্য উল্লেখযোগ্য রেকর্ড

  • ২য় সর্বোচ্চ জয়: পাসাং দাওয়া (শেরপা), ২৯ বার।
  • শেরপা নন এমনদের মধ্যে শীর্ষে: কেন্টন কুল (ব্রিটিশ গাইড), ১৯ বার।
  • মার্কিনদের মধ্যে শীর্ষ: ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন, ১৫ বার করে।

🇳🇵 নেপাল ও এভারেস্ট

  • বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ৮টি: নেপালে অবস্থিত।
  • নেপালের অর্থনীতি: পর্বতারোহণ ও ট্রেকিং পর্যটনের ওপর নির্ভরশীল।
  • শেরপাদের আয়ের উৎস: বিদেশি পর্যটকদের গাইড হিসেবে কাজ করা।
  • ২০২৫ সালের মার্চ–মে মৌসুমে: ৪৬৮টি ক্লাইম্বিং পারমিট ইস্যু করা হয়।
  • তিন শতাধিক মানুষ: এ মৌসুমে শৃঙ্গ জয় করেছে।

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...