Today In History 13 June
Today In History 13 June
🗓️ ঘটনাবলি
- ১৫২৫ – রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার ক্যাথরিনা ভন ভোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
- ১৭৫৭ – রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।
- ১৮৪০ – কলকাতায় তত্ত্ববোধিনী সভার উদ্যোগে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়।
- ১৮৫৭ – লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।
- ১৮৭৮ – ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।
- ১৯০০ – চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।
- ১৯০৬ – আয়ারল্যান্ডে শিনফেন নামক রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করে।
- ১৯২১ – ইহুদিবাদ বিরোধী প্রথম বৃহৎ আন্দোলনের সূচনা হয়।
- ১৯৩৪ – আডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়।
- ১৯৪৩ – ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।
- ১৯৪৪ – জার্মানি প্রথমবারের মতো বৃটেনের দিকে V-1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
- ১৯৫৩ – কলম্বিয়ায় সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজ অপসারিত হন।
- ১৯৫৬ – সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ অঞ্চল ত্যাগ করে।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
- ১৯৭১ – অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক একসঙ্গে নয় সন্তানের জন্ম দেন (২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়)।
- ১৯৭৪ – ইয়েমেনে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
- ১৯৭৫ – আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৭৮ – ইসরাইল লেবানন থেকে সেনা প্রত্যাহার করে।
- ১৯৮২ – সৌদি বাদশাহ খালেদ মৃত্যুবরণ করেন; যুবরাজ ফাহাদ সিংহাসনে আরোহণ করেন।
- ১৯৮৩ – ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘরে রূপান্তর করা হয়।
- ১৯৯৩ – কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০০২ – যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল (ABM) চুক্তি থেকে সরে দাঁড়ায়।
🎉 জন্ম
- ১৩৬৭ – রাজা তেজং, জোসন রাজবংশের শাসক।
- ১৫৫৫ – জোভান্নি আন্তোনিও মাজিনি, ইতালীয় জ্যোতির্বিদ ও মানচিত্রবিদ।
- ১৭৬৩ – হোজে বনিফাসিও দে আন্দ্রাদা, ব্রাজিলের কূটনীতিক ও কবি।
- ১৮৩১ – জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটিশ পদার্থবিজ্ঞানী।
- ১৮৫৪ – চার্লস এ পারসনস, আইরিশ প্রকৌশলী ও আবিষ্কারক।
- ১৮৬৫ – উইলিয়াম বাটলার ইয়েটস, আইরিশ কবি ও নাট্যকার।
- ১৮৯৭ – পাভো নুরমি, ফিনিশ দৌড়বিদ।
- ১৯১১ – লুইস ওয়াল্টার আলভারেজ, মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৯১৮ – বেন জনসন, মার্কিন অভিনেতা ও রোডিও কাউবয়।
- ১৯২৭ – শহীদ আবুল বরকত, ভাষা আন্দোলনের শহীদ।
- ১৯২৮ – জন ফর্ব্স ন্যাশ, বিখ্যাত গণিতবিদ।
- ১৯৪০ – সারাহ কোনর, জার্মান গায়িকা।
- ১৯৪৪ – বান কি মুন, জাতিসংঘের অষ্টম মহাসচিব।
- ১৯৫৩ – টিম অ্যালেন, মার্কিন কৌতুকাভিনেতা।
- ১৯৬৫ – মনিন্দর সিং, ভারতের প্রাক্তন ক্রিকেটার।
- ১৯৭০ – ক্রিস কেয়ার্নস, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
- ১৯৮১ – ক্রিস ইভানস, মার্কিন অভিনেতা।
- ১৯৮৬ – হন্ডা কেস্কে, জাপানি ফুটবলার।
- ১৯৮৬ – ডিজে স্নেক, ফরাসি সংগীত প্রযোজক।
- ১৯৯০ – অ্যারন টেলর-জনসন, ব্রিটিশ অভিনেতা।
- ১৯৯৪ – দীপিকা কুমারী, ভারতীয় মহিলা তীরন্দাজ।
🕯️ মৃত্যু
- ১৬৪৫ – মিয়ামোতো মুসাশি, জাপানি সমুরাই ও লেখক।
- ১৬৯৫ – জন লাফুনতান, ফরাসি কবি।
- ১৯৩১ – কিতাসাতো শিবাসাবুরো, জাপানি ব্যাকটেরিয়া বিজ্ঞানী।
- ১৯৩২ – অপূর্ব সেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের সংগ্রামী।
- ১৯৩৯ – আর্থার কনিংহ্যাম, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৮৩ – ফণীন্দ্রচন্দ্র দত্ত, বাঙালি রসায়নবিদ।
- ১৯৮৭ – জেরাল্ডিন পেজ, মার্কিন অভিনেত্রী।
- ২০০৫ – আলভারো কুনহাল, পর্তুগিজ বিপ্লবী।
- ২০১২ – মেহদী হাসান, পাকিস্তানি গজল গায়ক।
- ২০১৫ – মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।
- ২০২০
- মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী।
- শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ধর্ম প্রতিমন্ত্রী।
- সুলতান উদ্দিন ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য।
Today In History 13 June
🗓️ Historical Events
- 1525 – Martin Luther, defying the rules of the Roman Catholic Church, marries Katharina von Bora.
- 1757 – Robert Clive begins a military campaign towards Murshidabad against Siraj-ud-Daulah.
- 1840 – The Tattwabodhini School is established in Kolkata under the initiative of the Tattwabodhini Sabha.
- 1857 – Lord Canning introduces the Press Act.
- 1878 – The Berlin Congress begins with the participation of major European powers.
- 1900 – The Boxer Rebellion begins in China.
- 1906 – Sinn Féin, the political wing of the Irish Republican Army (IRA), is formed in Western Ireland.
- 1921 – The first major movement against Zionists begins.
- 1934 – Adolf Hitler and Benito Mussolini meet in Venice, Italy.
- 1943 – The French National Liberation Committee is formed.
- 1944 – Germany launches the V-1 flying bomb, its first land-to-land missile, targeting Britain.
- 1953 – A military coup led by General Gustavo Rojas Pinilla overthrows President Laureano Gómez in Colombia.
- 1956 – The last British troops withdraw from the Suez Canal.
- 1971 – G. Bodrick of Sydney, Australia gives birth to nine children; 2 boys and 4 girls survive.
- 1974 – Military takes over power in Yemen.
- 1975 – The Algiers Agreement is signed.
- 1978 – Israel withdraws its troops from Lebanon.
- 1982 – King Khalid of Saudi Arabia dies; Crown Prince Fahd ascends to the throne.
- 1983 – The Dhaka Museum is upgraded to the National Museum.
- 1993 – Kim Campbell becomes the first female Prime Minister of Canada.
- 2002 – The United States withdraws from the Anti-Ballistic Missile (ABM) Treaty.
🎉 Births
- 1367 – King Taejong of Joseon, Korean monarch. (d. 1422)
- 1555 – Giovanni Antonio Magini, Italian astronomer, astrologer, cartographer, and mathematician. (d. 1617)
- 1763 – José Bonifácio de Andrada, Brazilian diplomat, naturalist, professor, and poet. (d. 1838)
- 1831 – James Clerk Maxwell, Scottish physicist known for the theory of electromagnetic radiation. (d. 1879)
- 1854 – Charles Algernon Parsons, Irish engineer and inventor. (d. 1931)
- 1865 – W. B. Yeats, Irish poet and playwright. (d. 1939)
- 1897 – Paavo Nurmi, Finnish middle- and long-distance runner. (d. 1973)
- 1911 – Luis Walter Alvarez, Spanish-American physicist. (d. 1988)
- 1918 – Ben Johnson, American actor, stuntman, and rodeo cowboy. (d. 1996)
- 1927 – Abul Barkat, language martyr of the Bengali Language Movement. (d. 1952)
- 1928 – John Forbes Nash, American mathematician. (d. 2015)
- 1940 – Sarah Connor, German singer.
- 1944 – Ban Ki-moon, South Korean diplomat and 8th Secretary-General of the United Nations.
- 1953 – Tim Allen, American actor and comedian.
- 1965 – Maninder Singh, former Indian international cricketer.
- 1970 – Chris Cairns, renowned former New Zealand cricketer.
- 1981 – Chris Evans, American actor.
- 1986 – Keisuke Honda, Japanese footballer.
- 1986 – DJ Snake, French music producer and DJ.
- 1990 – Aaron Taylor-Johnson, English actor.
- 1994 – Deepika Kumari, Indian female archer.
⚰️ Deaths
- 1645 – Miyamoto Musashi, Japanese samurai and rōnin. (b. 1584)
- 1695 – Jean de La Fontaine, famous French writer and poet.
- 1931 – Shibasaburo Kitasato, Japanese physician and bacteriologist. (b. 1851)
- 1932 – Apurba Sen, prominent figure of India’s anti-British movement. (b. 1915)
- 1939 – Arthur Cunningham, Australian cricketer. (b. 1863)
- 1983 – Faniindra Chandra Dutta, Bengali chemist. (b. 1912)
- 1987 – Geraldine Page, American actress. (b. 1924)
- 2005 – Álvaro Cunhal, Portuguese communist revolutionary and politician. (b. 1913)
- 2012 – Mehdi Hassan, Pakistani ghazal singer and playback vocalist. (b. 1927)
- 2015 – Mike Shrimpton, New Zealand cricketer and coach.
- 2020 –
- Mohammad Nasim, former Home and Health Minister of Bangladesh. (b. 1948)
- Sheikh Mohammad Abdullah, Bangladeshi politician and former State Minister of Religious Affairs. (b. 1945)
- Sultan Uddin Bhuiyan, Bangladeshi politician and former MP. (b. 1953)