Today In History 15 June

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 15 June

Today In History 15 June


🗓️ ঘটনাবলী:

  • ৯২৩ – ফ্রান্সের রাজা প্রথম রবার্ট যুদ্ধে নিহত হন।
  • ১২১৫ – ইংল্যান্ডের রাজা জন, ব্যারনদের চাপে ম্যাগনা কার্টা (অধিকার সনদ) স্বাক্ষর করেন।
  • ১৭০৮ – ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেতে চাওয়া স্কটিশ স্বাধীনতাকামীদের কঠোরভাবে দমন করা হয়।
  • ১৭৫২ – বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির মাধ্যমে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন।
  • ১৭৫৯ – আওরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
  • ১৮০৮ – জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৮৩৬ – আরকানসাস যুক্তরাষ্ট্রের ২৫তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
  • ১৮৪৮ – বিসমার্ক বার্লিন শহরকে জার্মানির রাজধানী ঘোষণা করেন।
  • ১৮৫৪ – কলকাতায় প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৫৫ – ব্রিটেনে সংবাদপত্রের উপর থেকে কর প্রত্যাহার করা হয়।
  • ১৮৯৬ – জাপানে ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে প্রায় ২৭ হাজার লোক নিহত হন।
  • ১৯০৪ – নিউইয়র্কে জাহাজ ডুবে ১২ হাজার পর্যটক প্রাণ হারান।
  • ১৯০৮ – কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়।
  • ১৯৪১ – নাৎসি বাহিনীর হাতে প্যারিস পতিত হয়।
  • ১৯৬০ – ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭৭ – ৪০ বছর পর স্পেনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • ১৯৭৮ – জর্ডানের বাদশা হোসেন লিসা হালাবিকে বিয়ে করেন, তিনি পরবর্তীতে “রানি নুর” নামে পরিচিত হন।
  • ১৯৭৯ – “সল্ট-২” (SALT-II) পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৮২ – বাংলাদেশে রংপুর, যশোর ও কুমিল্লায় হাইকোর্ট স্থাপিত হয়।
  • ১৯৯৩ – বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়।
  • ১৯৯৪ – ইসরায়েল ও ভ্যাটিকান সিটির মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

🎉 জন্ম:

  • ১৮৭৮ – মারগারেট অ্যাবট, যুক্তরাষ্ট্রের প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ান গল্ফ খেলোয়াড়। (মৃ. ১৯৫৫)
  • ১৮৮৪ – তারকনাথ দাস, স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা ও বুদ্ধিজীবী।
  • ১৮৯৯ – দেবীপ্রসাদ রায়চৌধুরী, চিত্রশিল্পী ও ভাস্কর। (মৃ. ১৯৭৫)
  • ১৯১৫ – টমাস ওয়েলার, নোবেলজয়ী মার্কিন চিকিৎসক (১৯৫৪)।
  • ১৯১৬ – হার্বটি আলেকজান্ডার, নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ (১৯৭৮)।
  • ১৯৩৩ – কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি ইসলামি পণ্ডিত। (মৃ. ২০১৩)
  • ১৯৩৮ – বিদিত লাল দাস, বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার।
  • ১৯৫২ – শাবানা, বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী।
  • ১৯৭০ – লিটু আনাম, বাংলাদেশি টেলিভিশন অভিনেতা।
  • ১৯৮২ – আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার।

⚰️ মৃত্যু:

  • ১৩৮৯ – প্রথম মুরাদ, উসমানীয় সুলতান। (জ. ১৩১৯)
  • ১৮৪৯ – জেমস কে. পোক, মার্কিন যুক্তরাষ্ট্রের ১১তম প্রেসিডেন্ট। (জ. ১৭৯৫)
  • ১৯৭০ – রবার্ট ম্যাকাইভার, স্কটীয়-মার্কিন সমাজবিজ্ঞানী।
  • ১৯৭১ – ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, নোবেলজয়ী রসায়নবিদ। (জ. ১৯০৪)
  • ১৯৮৬ – তারাপদ লাহিড়ী, ভারতের বিপ্লবী সমাজতন্ত্রী দলের অন্যতম প্রতিষ্ঠাতা। (জ. ১৯০২)
  • ১৯৮৮ – রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী, প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক।
  • ১৯৯১ – স্যার আর্থার লিউইস, নোবেলজয়ী অর্থনীতিবিদ। (জ. ১৯১৫)
  • ১৯৯৫ – জন ভিনসেন্ট আটানসফ, মার্কিন পদার্থবিদ।
  • ২০০৯ – অমলেন্দু চক্রবর্তী, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। (জ. ১৯৩৪)
  • ২০১৩ – কেনেথ জি উইলসন, মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯৩৬)
  • ২০১৪ – রেজাউল বারী ডিনা, বাংলাদেশি রাজনীতিবিদ।
  • ২০২০ – বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। (জ. ১৯৫১)

Today In History 15 June


🗓️ Events:

  • 923 – King Robert I of France was killed in battle.
  • 1215 – King John of England signed the Magna Carta (Great Charter of Rights) under pressure from the barons.
  • 1708 – Scottish independence activists were brutally suppressed while resisting British rule.
  • 1752 – American scientist Benjamin Franklin proved the existence of electricity using a kite.
  • 1759 – Aurangzeb formally ascended the throne of Agra.
  • 1808 – Joseph Bonaparte was crowned King of Spain.
  • 1836 – Arkansas was admitted as the 25th state of the United States.
  • 1848 – Otto von Bismarck declared Berlin as the capital of Germany.
  • 1854 – Presidency College was established in Kolkata by the East India Company.
  • 1855 – Newspaper tax was abolished in Britain.
  • 1896 – A devastating earthquake and tsunami in Japan killed around 27,000 people.
  • 1904 – A ship sank in New York killing 12,000 tourists.
  • 1908 – The Calcutta Stock Exchange was launched.
  • 1941 – Paris fell to Nazi forces during World War II.
  • 1960 – Bardhaman University was established in India.
  • 1977 – Spain held its first general election after 40 years of dictatorship.
  • 1978 – King Hussein of Jordan married American Lisa Halaby, who became known as Queen Noor.
  • 1979 – The SALT-II (Strategic Arms Limitation Talks) treaty was signed to limit nuclear arms.
  • 1982 – High Court benches were established in Rangpur, Jessore, and Comilla (Bangladesh).
  • 1993 – The Communist Party of Bangladesh was officially dissolved.
  • 1994 – Full diplomatic relations were established between Israel and the Vatican.

🎉 Births:

  • 1878 – Margaret Abbott, American golfer, and the first U.S. Olympic champion. (d. 1955)
  • 1884 – Taraknath Das, anti-British revolutionary and internationally acclaimed intellectual.
  • 1899 – Debiprasad Roy Chowdhury, Indian sculptor and painter, founding president of Lalit Kala Akademi. (d. 1975)
  • 1915 – Thomas Weller, American physician and Nobel Laureate (1954).
  • 1916 – Herbert Alexander, American economist and Nobel Laureate (1978).
  • 1933 – Kazi Mutasim Billah, Bangladeshi Deobandi Islamic scholar. (d. 2013)
  • 1938 – Bidit Lal Das, Bangladeshi Baul singer and composer.
  • 1952 – Shabana, renowned Bangladeshi actress.
  • 1970 – Litu Anam, once-popular Bangladeshi television actor.
  • 1982 – Abdur Razzak, cricketer of the Bangladesh national team.

⚰️ Deaths:

  • 1389 – Murad I, Ottoman Sultan. (b. 1319)
  • 1849 – James K. Polk, 11th President of the United States. (b. 1795)
  • 1970 – Robert Morrison MacIver, Scottish-American sociologist.
  • 1971 – Wendell Meredith Stanley, Nobel-winning American chemist and virologist. (b. 1904)
  • 1986 – Tarapada Lahiri, one of the founders of the Revolutionary Socialist Party (R.S.P.) in India. (b. 1902)
  • 1988 – Rathindrakanta Ghatak Chowdhury, essayist, Rabindra researcher, and social worker.
  • 1991 – Sir Arthur Lewis, Nobel Prize-winning economist. (b. 1915)
  • 1995 – John Vincent Atanasoff, Bulgarian-American physicist.
  • 2009 – Amolendu Chakrabarty, noted Bengali novelist, short story writer, and essayist. (b. 1934)
  • 2013 – Kenneth G. Wilson, American theoretical physicist. (b. 1936)
  • 2014 – Rezaul Bari Dina, Bangladeshi politician.
  • 2020 – Badar Uddin Ahmed Kamran, politician and first elected mayor of Sylhet City Corporation (Bangladesh). (b. 1951)

বিজ্ঞাপন Click Here
বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...