Daily GK 20 July 2025
Daily GK 20 July 2025
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে LEED স্বীকৃত রেডিমেড গার্মেন্ট (RMG) কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২৫৩টি।
প্রশ্ন: বাংলাদেশে কতটি ট্যানারি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সনদ রয়েছে?
উত্তর: ৮টি।
প্রশ্ন: আন্তর্জাতিক বাজারে চামড়া রপ্তানির সনদ প্রদান করে যে প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: লেদার ওয়ার্কিং গ্রুপ (LWG)।
প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে?
উত্তর: ৪,৮২৮ কোটি মার্কিন ডলার। (সূত্র: ইপিবি)
প্রশ্ন: বাংলাদেশে প্রথম ওষুধের কাঁচামাল তৈরি করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস।
প্রশ্ন: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, লিচু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: পাবনা।
প্রশ্ন: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর তথ্যমতে, বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কী?
উত্তর: দ্বিতীয় (১ম – ভারত)।
প্রশ্ন: বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে কোন দেশ?
উত্তর: চীন। (বৈশ্বিক নিঃসরণের প্রায় ৩৫ শতাংশ)
প্রশ্ন: ‘লিড’ (LEED) সনদ কোন প্রতিষ্ঠান প্রদান করে?
উত্তর: US Green Building Council (USGBC)।
প্রশ্ন: অর্থের প্রয়োজন মেটাতে সরকার আগাম আর্থিক সুবিধা নেয় কোন প্রতিষ্ঠান থেকে?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
প্রশ্ন: ২০২৪ সালের বাংলাদেশ ব্যাংকের “সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টে” শীর্ষস্থান অধিকার করেছে কোন ব্যাংক?
উত্তর: ব্র্যাক ব্যাংক।
প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে?
উত্তর: গীতা গোপীনাথ।
প্রশ্ন: সম্প্রতি USA-র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানহানির মামলা করেছে কাদের বিরুদ্ধে?
উত্তর: মিডিয়া মোগল রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে।
প্রশ্ন: দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক?
উত্তর: ইস্টার্ন ব্যাংক।
প্রশ্ন: সম্প্রতি ইসরায়েল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছে ব্যাপক হামলা চালায় কবে?
উত্তর: ১৬ জুলাই ২০২৫।
প্রশ্ন: হামাসের বর্তমান সামরিক শাখার মুখপাত্র কে?
উত্তর: আবু উবাইদা।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
প্রশ্ন: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (OHCHR) প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
প্রশ্ন: OHCHR সম্প্রতি বাংলাদেশের সাথে কত বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
উত্তর: ৩ বছর।
প্রশ্ন: সিরিয়ার রাজধানীর নাম কী?
উত্তর: দামেস্ক।
প্রশ্ন: ‘সুয়েইদায়’ অঞ্চলটি কোথায় অবস্থিত?
উত্তর: সিরিয়া।
প্রশ্ন: বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কী ছিল?
উত্তর: রমনা রেসকোর্স ময়দান।
প্রশ্ন: বাংলাদেশ LDC ভুক্ত দেশ থেকে কখন বের হবে?
উত্তর: ২৫ নভেম্বর, ২০২৬।
প্রশ্ন: এশিয়া কাপ ক্রিকেট (পুরুষ) এর পরবর্তী আসরের আয়োজক কোন দেশ?
উত্তর: ভারত।
প্রশ্ন: সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা “চাং-ই-৬” নভোযান কোন দেশের?
উত্তর: চীন।
Daily GK 20 July 2025
Question: How many LEED-certified Ready-Made Garment (RMG) factories are there currently in Bangladesh?
Answer: 253.
Question: How many tannery institutions in Bangladesh have international certification?
Answer: 8.
Question: Which organization provides international certification for leather exports?
Answer: Leather Working Group (LWG).
Question: In FY 2024–25, how much leather and leather goods did Bangladesh export?
Answer: USD 4.828 billion. (Source: EPB)
Question: Which institution first produced Active Pharmaceutical Ingredients (API) in Bangladesh?
Answer: Gonoshasthaya Pharmaceuticals.
Question: According to the Agricultural Statistics Yearbook 2024, which district ranks first in lychee production in Bangladesh?
Answer: Pabna.
Question: According to FAO, what is Bangladesh’s global rank in jackfruit production?
Answer: Second (India ranks first).
Question: Which country currently emits the most carbon in the world?
Answer: China (about 35% of global emissions).
Question: Which organization issues the LEED certification?
Answer: US Green Building Council (USGBC).
Question: From which institution does the government take advance financial support when needed?
Answer: Bangladesh Bank.
Question: Which bank topped the Bangladesh Bank’s “Sustainable Finance Report 2024”?
Answer: BRAC Bank.
Question: Who is the First Deputy Managing Director of the International Monetary Fund (IMF)?
Answer: Gita Gopinath.
Question: Recently, former US President Donald Trump filed a defamation lawsuit against whom?
Answer: Media mogul Rupert Murdoch and The Wall Street Journal.
Question: Which bank launched the first social currency card in Bangladesh?
Answer: Eastern Bank.
Question: When did Israel carry out heavy attacks near Syria’s defense ministry and presidential palace?
Answer: 16 July 2025.
Question: Who is the current spokesperson for the military wing of Hamas?
Answer: Abu Ubaida.
Question: Where is the headquarters of the Office of the UN High Commissioner for Human Rights (OHCHR) located?
Answer: Geneva, Switzerland.
Question: For how many years did OHCHR recently sign a memorandum of understanding (MoU) with Bangladesh?
Answer: 3 years.
Question: What is the capital of Syria?
Answer: Damascus.
Question: Where is the region of Suwayda located?
Answer: Syria.
Question: What was the former name of Suhrawardy Udyan?
Answer: Ramna Racecourse Ground.
Question: When will Bangladesh graduate from LDC status?
Answer: 25 November 2026.
Question: Which country will host the next edition of the Men’s Asia Cup Cricket Tournament?
Answer: India.
Question: The “Chang’e-6” spacecraft, which recently landed successfully at the Moon’s south pole, was launched by which country?
Answer: China.