Daily GK 24 July 2025
Daily GK 24 July 2025
প্রশ্ন: “এফটি-৭ বিজিআই” কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
উত্তর: চীন।
প্রশ্ন: ঢাকায় কবে “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)” বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৪ ও ২৫ জুলাই।
প্রশ্ন: “দেইর-আল-বাসাহ” অঞ্চলটি কোথায় অবস্থিত?
উত্তর: গাজার মধ্যাঞ্চলে।
প্রশ্ন: হামাসের বর্তমান সামরিক শাখার মুখপাত্র কে?
উত্তর: আবু উবাইদা।
প্রশ্ন: বাংলাদেশ সবচেয়ে বেশি গম আমদানি করে কোন দেশ থেকে?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: বাংলাদেশে গমের চাহিদার কত শতাংশ আমদানি করতে হয়?
উত্তর: প্রায় ৮৫ শতাংশ।
প্রশ্ন: সম্প্রতি অনুষ্ঠিত “সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ”-এর শিরোপা জিতেছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ (রানার্সআপ – নেপাল)।
প্রশ্ন: “সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫”-এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় কে?
উত্তর: তহুরা খাতুন।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় নাম কী?
উত্তর: নারিকেল জিঞ্জিরা।
প্রশ্ন: ব্যাংক খাতে সংকট মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গঠিত নতুন বিভাগ কোনটি?
উত্তর: ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট।
প্রশ্ন: গোয়াইনঘাট সীমান্ত কোথায় অবস্থিত?
উত্তর: সিলেট।
প্রশ্ন: মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, পঞ্চম বছরের মতো শীর্ষ টেকসই ব্যাংক কোনটি?
উত্তর: ব্র্যাক ব্যাংক।
প্রশ্ন: ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা?
উত্তর: IMF।
প্রশ্ন: WWF এর পূর্ণরূপ কী?
উত্তর: World Wide Fund for Nature।
প্রশ্ন: ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ কী?
উত্তর: যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীসহ নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী ব্যক্তিদের উপর আরোপিত নতুন ফি।
প্রশ্ন: ‘আল-শিফা’ হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তর: গাজা।
প্রশ্ন: ‘হোদেইদা’ বন্দরটি কোথায় অবস্থিত?
উত্তর: ইয়েমেন।
প্রশ্ন: বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর আজ শততম জন্মদিন?
উত্তর: তাজউদ্দীন আহমদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: তাজউদ্দীন আহমদ।
প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট কত মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে?
উত্তর: ৬১ বিলিয়ন ডলার।
প্রশ্ন: জুলাই মাসের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রটির নাম কী?
উত্তর: শ্রাবণ বিদ্রোহ।
প্রশ্ন: বর্তমানে দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট কতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে?
উত্তর: ৯,৩১৪টি।
প্রশ্ন: জাপান কোন দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: ইউরোপীয় ইউনিয়ন (EU) কবে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে?
উত্তর: ১৮ জুলাই ২০২৫।
প্রশ্ন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কারের প্রস্তাব কে বা কারা দিয়েছে?
উত্তর: মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো।
প্রশ্ন: দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক?
উত্তর: ইস্টার্ন ব্যাংক।
প্রশ্ন: যুক্তরাষ্ট্র জাপানি পণ্যের ওপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে?
উত্তর: ১৫ শতাংশ।
প্রশ্ন: “অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট” (ACI) কী?
উত্তর: অর্থনৈতিক ক্ষেত্রে অন্যায্য চাপ প্রতিরোধের কৌশল।
প্রশ্ন: নাম্বিও সেফটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি?
উত্তর: অ্যান্ডোরা (ইউরোপ)।
প্রশ্ন: সম্প্রতি রাশিয়া-চীন-ইরান ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর: তেহরান, ইরান।
প্রশ্ন: প্রথমবারের মত বাংলাদেশ কোন দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে?
উত্তর: পাকিস্তান।
প্রশ্ন: প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে মনোনীত হয়েছেন কে?
উত্তর: অধ্যাপক ড. আহসান হাবীব।
Daily GK 24 July 2025
Question: Which country manufactures the FT-7 BGI fighter jet?
Answer: China.
Question: When will the Asian Cricket Council (ACC) Annual General Meeting be held in Dhaka?
Answer: 24th and 25th July.
Question: Where is the “Deir al-Balah” region located?
Answer: Central Gaza.
Question: Who is the current spokesperson of Hamas’s military wing?
Answer: Abu Ubaida.
Question: From which country does Bangladesh import the most wheat?
Answer: Russia.
Question: What percentage of wheat demand in Bangladesh is met through imports?
Answer: Approximately 85%.
Question: Which country recently won the SAFF U-20 Women’s Championship?
Answer: Bangladesh (Runners-up – Nepal).
Question: Who was the best player of the SAFF U-20 Women’s Championship 2025?
Answer: Tahura Khatun.
Question: What is the local name of Saint Martin’s Island?
Answer: Narikel Jinjira.
Question: What is the name of the new department formed by Bangladesh Bank to tackle banking crises and ensure financial stability?
Answer: Bank Resolution Department.
Question: Where is the Gowainghat border located?
Answer: Sylhet.
Question: In which district is the Madhabkunda waterfall located?
Answer: Moulvibazar.
Question: According to Bangladesh Bank, which bank has been ranked the top sustainable bank for the fifth consecutive year?
Answer: BRAC Bank.
Question: Which organization publishes the World Economic Outlook?
Answer: IMF (International Monetary Fund).
Question: What is the full form of WWF?
Answer: World Wide Fund for Nature.
Question: What is the “Visa Integrity Fee”?
Answer: A new fee imposed by the US on non-immigrant visa holders, including students.
Question: Where is the Al-Shifa hospital located?
Answer: Gaza.
Question: Where is the Hodeidah port located?
Answer: Yemen.
Question: Which Bangladeshi Prime Minister’s 100th birth anniversary is today?
Answer: Tajuddin Ahmad.
Question: Who was the first Prime Minister of Bangladesh?
Answer: Tajuddin Ahmad.
Question: What is the total value of goods imported into Bangladesh in the 2024–25 fiscal year?
Answer: 61 billion USD.
Question: What is the name of the documentary based on the July uprising?
Answer: Shrabon Bidroho (Monsoon Rebellion).
Question: How many higher secondary educational institutions are currently in Bangladesh?
Answer: 9,314.
Question: In which country will Japan invest 550 billion USD?
Answer: United States.
Question: When did the European Union impose new sanctions on Russia’s oil and energy sectors?
Answer: 18 July 2025.
Question: Who proposed reforms to the UN Security Council’s veto power?
Answer: Malaysia and ASEAN countries.
Question: Which bank recently launched the country’s first social currency card?
Answer: Eastern Bank.
Question: What percentage tariff has the US announced on Japanese products?
Answer: 15%.
Question: What is the Anti-Coercion Instrument (ACI)?
Answer: A strategic tool to counter unfair economic pressure.
Question: According to the Numbeo Safety Index 2025, which is the safest country in the world?
Answer: Andorra (Europe).
Question: Where was the recent Russia-China-Iran trilateral meeting held?
Answer: Tehran, Iran.
Question: For the first time, against which country did Bangladesh win a T20 series?
Answer: Pakistan.
Question: Who is the first Bangladeshi appointed to the UN expert panel?
Answer: Professor Dr. Ahsan Habib.