Daily GK 1 August 2025
Daily GK 1 August 2025
প্রশ্ন: ২০২৪ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাজ্য।
প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কত?
উত্তর: ১০.০৩ শতাংশ।
প্রশ্ন: গত অর্থবছরে দেশের চামড়ার জুতা রপ্তানির মূল্য কত ছিল?
উত্তর: ৬৭ কোটি ডলার (ইপিবি)।
প্রশ্ন: IMF’র পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বৈশ্বিক মূল্যস্ফীতি কত হবে?
উত্তর: ৪.২ শতাংশ।
প্রশ্ন: IMF’র পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কত হবে?
উত্তর: ৩ শতাংশ।
প্রশ্ন: প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা মানি ট্রান্সফার অ্যাপ এর নাম কী?
উত্তর: নালা (NALA)।
প্রশ্ন: ‘নালা’ অ্যাপটি কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
উত্তর: যুক্তরাজ্য।
প্রশ্ন: অলিম্পিকের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ মোট পদক বিজয়ের রেকর্ড কার?
উত্তর: যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস (২৮টি পদক: ২৩ স্বর্ণ, ৩ রৌপ্য, ২ ব্রোঞ্জ)।
প্রশ্ন: ফ্রান্স-যুক্তরাজ্যের পর G-7 ভুক্ত কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে?
উত্তর: কানাডা।
প্রশ্ন: সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন বণ্টন খসড়ায় কোন জেলায় আসন বৃদ্ধি করা হয়েছে?
উত্তর: গাজীপুর।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
প্রশ্ন: সম্প্রতি যুক্তরাজ্যের ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ সম্মাননা লাভ করেন কোন বাংলাদেশী?
উত্তর: আবিদা ইসলাম।
প্রশ্ন: সম্প্রতি রাশিয়ার কোন উপদ্বীপে ৮.৮ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে?
উত্তর: কামচাতকা উপদ্বীপ।
প্রশ্ন: ‘ক্ল্যুচেভস্কয় (Klyuchevskoy)’ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কতটি ক্রিকেট দল অংশগ্রহণের সুযোগ পাবে?
উত্তর: ৬টি।
প্রশ্ন: ক্যামেরা ছাড়া মানুষ শনাক্তের নতুন প্রযুক্তির নাম কী?
উত্তর: হু-ফাই (Hu-Fi)।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত (২য় – চীন)।
প্রশ্ন: ‘রিং অব ফায়ার’ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগর।
প্রশ্ন: ঢাকার ধোলাই খাল খনন করেন কে?
উত্তর: মুঘল সুবাদার ইসলাম খান।
প্রশ্ন: থ্যালাসেমিয়া রোগের প্রধান লক্ষণ কী?
উত্তর: রক্তস্বল্পতা।
প্রশ্ন: ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করা হয় কবে?
উত্তর: ৩১ জুলাই, ২০২৫।
প্রশ্ন: সম্প্রতি, বাংলাদেশের কয়জন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন?
উত্তর: দুইজন – মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।
প্রশ্ন: ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে?
উত্তর: ২৫ শতাংশ।
প্রশ্ন: সম্প্রতি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে যৌথ বিবৃতি দিয়েছে কতটি দেশ?
উত্তর: ১৫টি পশ্চিমা দেশ।
Daily GK 1 August 2025
Q: Which country was the top investor in Bangladesh in 2024?
A: The United Kingdom.
Q: What was Bangladesh’s average inflation rate in the 2024–25 fiscal year?
A: 10.03%.
Q: What was the export value of leather shoes from Bangladesh in the last fiscal year?
A: 670 million USD (EPB).
Q: According to the IMF forecast, what will be the global inflation rate in 2024–25?
A: 4.2%.
Q: According to the IMF, what is the projected global economic growth rate for 2025?
A: 3%.
Q: What is the name of the money transfer app officially launched to ensure safe remittance services for expatriates?
A: NALA.
Q: Which country is the NALA app based in?
A: The United Kingdom.
Q: Who holds the record for the highest total number of Olympic medals won by an individual?
A: U.S. swimmer Michael Phelps (28 medals: 23 gold, 3 silver, 2 bronze).
Q: After France and the UK, which G-7 country has announced recognition of Palestine?
A: Canada.
Q: In the draft constituency redistribution proposed by the Election Commission, which district in Bangladesh saw an increase in seats?
A: Gazipur.
Q: Which Bangladeshi recently received the UK’s “Women in Diplomacy” award?
A: Abida Islam.
Q: In which Russian peninsula did an 8.8 magnitude earthquake recently strike?
A: Kamchatka Peninsula.
Q: Where is the Klyuchevskoy volcano located?
A: Russia.
Q: How many cricket teams will participate in the 2028 Los Angeles Olympics?
A: Six teams.
Q: What is the name of the new technology that can detect people without a camera?
A: Hu-Fi.
Q: Which country is the top smartphone exporter to the U.S. market?
A: India (2nd – China).
Q: In which ocean is the “Ring of Fire” located?
A: The Pacific Ocean.
Q: Who excavated the Dholai Canal in Dhaka?
A: Mughal Subahdar Islam Khan.
Q: What is the main symptom of thalassemia?
A: Anemia (lack of blood).
Q: When was the monetary policy announced for the first half (July–December) of the 2025–26 fiscal year?
A: July 31, 2025.
Q: How many Bangladeshi swimmers recently crossed the English Channel?
A: Two – Mahfizur Rahman Sagar and Nazmul Haque Himel.
Q: What percentage of tariffs has the U.S. imposed on Indian goods recently?
A: 25%.
Q: How many Western countries recently issued a joint statement urging recognition of Palestine as a state?
A: 15 countries.