Daily GK 10 August 2025
Daily GK 10 August 2025
প্রশ্ন: বাংলাদেশে কতটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় রয়েছে?
উত্তর: ৫০টির অধিক।
প্রশ্ন: বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত?
উত্তর: প্রায় ১৬ লাখ ৫০ হাজার ৪৭৮ জন।
প্রশ্ন: কোন দেশ প্রথমবারের মতো একটি হিউম্যানয়েড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করেছে?
উত্তর: চীন।
প্রশ্ন: চীনের নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া হিউম্যানয়েড রোবটটির নাম কী?
উত্তর: সুয়ে বা-০১ (Xue Ba-01)।
প্রশ্ন: আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়কের নাম কী?
উত্তর: জ্যাক ভুকুসিচ (Jak Vukusic)। (ক্রোয়েশিয়া)
প্রশ্ন: গ্লোবাল টাইগার ফোরামের (GTF) ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে বন্য বাঘের মোট সংখ্যা কত?
উত্তর: প্রায় ৫,৫৭৪।
প্রশ্ন: বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয়?
উত্তর: ৯ আগস্ট।
প্রশ্ন: আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তিতে মধ্যস্থতা করেছেন কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রশ্ন: চতুর্থ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৫’ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ঢাকায়। (২২-২৪ নভেম্বর)
প্রশ্ন: ঢাকার বাহিরে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর হবে কোথায়?
উত্তর: চট্টগ্রাম।
প্রশ্ন: ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫’ কতজন নারীকে দেওয়া হয়?
উত্তর: ১০০ জন।
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে স্বীকৃত কোনটি?
উত্তর: টাঙ্গুয়ার হাওর।
প্রশ্ন: এখন পর্যন্ত কতজন বাংলাদেশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন?
উত্তর: ৫ জন।
প্রশ্ন: দ্বিতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: বেইজিং, চীন।
প্রশ্ন: সম্প্রতি কোন দেশের মন্ত্রিসভা পুরো ‘গাজা সিটি’ দখলের অনুমোদন করেছে?
উত্তর: ইসরায়েল।
প্রশ্ন: সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেপ্তারে সহায়ক তথ্য দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: WHO এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৯৪ টি।
প্রশ্ন: সম্প্রতি, রুশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে কোথায়?
উত্তর: কাজাখস্তান।
প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি বাঘের বিচরণ কোন দেশে?
উত্তর: ভারত।
প্রশ্ন: বিশ্বে নাগাসাকি দিবস পালিত হয় কবে?
উত্তর: ৯ আগস্ট।
প্রশ্ন: বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু হয়েছে কোথায়?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে?
উত্তর: ড. মো. নাজমুল ইসলাম।
প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে দেশে আলু উৎপাদিত হয়েছে কত?
উত্তর: ১ কোটি ২৯ লাখ টন।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
Daily GK 10 August 2025
Question: How many small ethnic communities are there in Bangladesh?
Answer: More than 50.
Question: What is the population of small ethnic communities in Bangladesh?
Answer: About 1,650,478 people.
Question: Which country has, for the first time, admitted a humanoid robot to a PhD program?
Answer: China.
Question: What is the name of the humanoid robot admitted to the PhD program in Chinese theater arts?
Answer: Xue Ba-01.
Question: Who is the youngest captain in the history of international cricket?
Answer: Jak Vukusic (Croatia).
Question: According to the Global Tiger Forum (GTF) 2025 data, what is the total number of wild tigers in the world?
Answer: About 5,574.
Question: When is World Indigenous Peoples Day observed?
Answer: August 9.
Question: Who mediated the peace treaty between Azerbaijan and Armenia?
Answer: U.S. President Donald Trump.
Question: Where will the 4th ‘Bay of Bengal Conversation 2025’ be held?
Answer: Dhaka (November 22–24).
Question: Where will be the first regional office of the Ministry of Foreign Affairs outside Dhaka?
Answer: Chattogram.
Question: How many women received the ‘July Kanya Award 2025’?
Answer: 100 women.
Question: Which site has been recognized as the second Ramsar site in Bangladesh?
Answer: Tanguar Haor.
Question: How many Bangladeshis have swum across the English Channel so far?
Answer: 5 people.
Question: Where was the 2nd International AI Olympiad held?
Answer: Beijing, China.
Question: Which country’s cabinet recently approved the takeover of the entire ‘Gaza City’?
Answer: Israel.
Question: Which country has announced a reward for information leading to the arrest of Venezuelan President Nicolás Maduro?
Answer: United States.
Question: How many member countries does the WHO currently have?
Answer: 194.
Question: Where has the construction of a Russian nuclear power plant recently started?
Answer: Kazakhstan.
Question: Which country has the largest wild tiger population?
Answer: India.
Question: When is Nagasaki Day observed worldwide?
Answer: August 9.
Question: Where did the world’s first international drone tournament start?
Answer: Russia.
Question: Who is the new Bangladeshi ambassador to the Maldives?
Answer: Dr. Md. Nazmul Islam.
Question: How much potato was produced in Bangladesh in the 2024–25 fiscal year?
Answer: 12.9 million tons.
 
			 
     
     
    