Daily GK 11 August 2025

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Daily GK 11 August 2025

Daily GK 11 August 2025

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট প্রথম চালু করা হয় কবে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২।

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের নিট মুনাফা কত টাকা হয়েছিল?
উত্তর: ৬২ কোটি ১০ লাখ টাকা।

প্রশ্ন: কাজী নজরুল ইসলামের ‘ধূমকেতু’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তর: ১১ আগস্ট, ১৯২২।

বিজ্ঞাপন Click Here

প্রশ্ন: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর: ইয়াও ওয়েন।

প্রশ্ন: বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর: ড. রুডিগার লোটজ।

প্রশ্ন: এস এম সুলতানের ডাক নাম কী?
উত্তর: লাল মিয়া। (জন্ম: ১০ আগস্ট, ১৯২৩)

প্রশ্ন: বিশ্বব্যাপী তৈরি পোশাক শিল্প খাতে আনুমানিক কতজন মানুষ কর্মরত রয়েছে?
উত্তর: প্রায় সাড়ে ৪ কোটি।

প্রশ্ন: সম্প্রতি ইসরায়েলের বিরূদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ?
উত্তর: স্লোভেনিয়া।

প্রশ্ন: রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম।

প্রশ্ন: সম্প্রতি প্রধান উপদেষ্টা ৩ দিনের সফরে কোন দেশে যাচ্ছেন?
উত্তর: মালয়েশিয়া।

প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন এর মধ্যে ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: আলাস্কা, যুক্তরাষ্ট্র (১৫ আগস্ট, ২০২৫)।

প্রশ্ন: পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান কে?
উত্তর: জেনারেল আসিম মুনির।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

প্রশ্ন: Chat GPT এর পূর্ণরূপ কী?
উত্তর: Chat Generative Pre-trained Transformer।

প্রশ্ন: ২০২৭ সালের নারী বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ব্রাজিলে।

প্রশ্ন: বিজিবি-বিএসএফ ৫৬তম সীমান্ত সম্মেলন কবে শুরু হবে?
উত্তর: ২৫-২৮ আগস্ট।

প্রশ্ন: আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা কত গজ পর্যন্ত?
উত্তর: ১৫০ গজ।

প্রশ্ন: দেশের আমদানি-রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে?
উত্তর: ৯২ শতাংশ।

প্রশ্ন: নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশে বর্তমানে ভোটার সংখ্যা কত?
উত্তর: ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

প্রশ্ন: দেশের প্রথম এআই মানসিক স্বাস্থ্য সহায়তা সঙ্গী কী?
উত্তর: মনতরঙ্গ।

প্রশ্ন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কোন দেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জয় লাভ করে?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রথম প্রিপেইড কার্ড চালু করেছে কোন ব্যাংক?
উত্তর: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

প্রশ্ন: বাংলাদেশের গ্রামগুলোতে কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে?
উত্তর: ৪৮ শতাংশ। (শহরে: ৬১.৬ শতাংশ)

প্রশ্ন: ব্যাংক কোম্পানি আইন কত সালে হয়?
উত্তর: ১৯৯১ সালে।

প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কতটি ব্যাংকের কাছ থেকে ৮৩ মিলিয়ন ডলার কিনেছে?
উত্তর: ১১টি ব্যাংক।

প্রশ্ন: বর্তমানে দেশে সরকারিভাবে কয়টি স্থলবন্দর রয়েছে?
উত্তর: ২৪টি।

প্রশ্ন: সম্প্রতি, চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ কয়টি পদক জিতেছে?
উত্তর: ২টি ব্রোঞ্জপদক।

প্রশ্ন: বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: ৩০.২৫ বিলিয়ন ডলার।

প্রশ্ন: দেশে প্রথম এসএমই প্রিপেইড কার্ড চালু করেছে কারা?
উত্তর: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), সেবা পে ও মাস্টারকার্ড।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: আলোচিত ‘ট্রাম্প করিডোর’ প্রকল্প কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট?
উত্তর: আর্মেনিয়া ও আজারবাইজান।

প্রশ্ন: সম্প্রতি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছে কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া।

Daily GK 11 August 2025

Question: When was the 100 Taka note first introduced in independent Bangladesh?
Answer: 4 March 1972.

Question: What was the net profit of Mongla Port in the fiscal year 2024–25?
Answer: 621 million Taka.

Question: When was Kazi Nazrul Islam’s newspaper Dhumketu first published?
Answer: 11 August 1922.

Question: Who is the Chinese ambassador appointed to Dhaka?
Answer: Yao Wen.

Question: Who is the newly appointed German ambassador to Bangladesh?
Answer: Dr. Rüdiger Lotz.

Question: What was the nickname of SM Sultan?
Answer: Lal Mia. (Born: 10 August 1923)

Question: Approximately how many people are employed in the global ready-made garment industry?
Answer: Around 45 million.

Question: Which country recently imposed an arms embargo on Israel?
Answer: Slovenia.

Question: What is Bangladesh’s position in remittance earnings in 2024?
Answer: 7th.

Question: Which country is the Chief Adviser visiting for a 3-day trip?
Answer: Malaysia.

Question: Where will the historic meeting between Donald Trump and Vladimir Putin be held?
Answer: Alaska, USA (15 August 2025).

Question: Who is the current Chief of Army Staff of Pakistan?
Answer: General Asim Munir.

Question: What does ChatGPT stand for?
Answer: Chat Generative Pre-trained Transformer.

Question: Which country will host the 2027 Women’s World Cup?
Answer: Brazil.

Question: When will the 56th BGB–BSF border conference start?
Answer: 25–28 August.

Question: According to international law, how far does the zero line of the border extend?
Answer: 150 yards.

Question: What percentage of the country’s imports and exports go through Chattogram Port?
Answer: 92%.

Question: According to the Election Commission, what is the current number of voters in Bangladesh?
Answer: 126,170,900.

Question: What is the name of the first AI mental health companion in Bangladesh?
Answer: Montorongo.

Question: Which country did Bangladesh U-19 cricket team beat in the tri-nation series?
Answer: South Africa.

Question: Which bank introduced the first prepaid card for small and medium entrepreneurs?
Answer: Mutual Trust Bank PLC (MTB).

Question: What percentage of people in Bangladeshi villages use the internet?
Answer: 48%. (Urban: 61.6%)

Question: In which year was the Bank Companies Act enacted?
Answer: 1991.

Question: How many banks did Bangladesh Bank recently buy USD 83 million from?
Answer: 11 banks.

Question: How many officially recognized land ports are there in Bangladesh?
Answer: 24.

Question: How many medals did Bangladesh win at the recent International AI Olympiad in China?
Answer: 2 bronze medals.

Question: What is the current foreign currency reserve in Bangladesh?
Answer: 30.25 billion USD.

Question: Who launched the first SME prepaid card in Bangladesh?
Answer: Mutual Trust Bank PLC (MTB), Sheba Pay, and Mastercard.

Question: Which country is the world’s top crude oil producer?
Answer: The United States.

Question: The much-discussed “Trump Corridor” project involves which two countries?
Answer: Armenia and Azerbaijan.

Question: Which country recently announced official recognition of Palestine as a state?
Answer: Australia.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...