Daily GK 21 August 2025
Daily GK 21 August 2025
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিং ২০২৪-এ স্থান পেয়েছে কতটি প্রতিষ্ঠান?
উত্তর: ১০টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান। (শীর্ষ- সিটি ব্যাংক)
প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশী রোগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম কী?
উত্তর: গ্রিন চ্যানেল।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন কে?
উত্তর: সাথিরা জাকির জেসি।
প্রশ্ন: দেশের মোট মৎস্য উৎপাদনের কত শতাংশ আসে ইলিশ প্রজাতি থেকে?
উত্তর: ১২ শতাংশ।
প্রশ্ন: সম্প্রতি কোন দেশ বাংলাদেশী কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে?
উত্তর: মালয়েশিয়া।
প্রশ্ন: চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম। (১ম চীন)
প্রশ্ন: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলের বিপক্ষে জয়ী হয়?
উত্তর: ভুটানের বিপক্ষে (৩-১) গোলে।
প্রশ্ন: রয়টার্স/ইপসসের জরিপ অনুযায়ী কত শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে?
উত্তর: ৫৮ শতাংশ।
প্রশ্ন: ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট ২০২৫’ কী?
উত্তর: রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের ৫০০ শতাংশ শুল্ক কর নীতি।
প্রশ্ন: ‘সারকোপেনিয়া’ কী ধরনের রোগ?
উত্তর: পেশির ক্ষয় রোগ।
প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয় কত ছিল?
উত্তর: ৪৩.৯৫ বিলিয়ন ডলার।
প্রশ্ন: দেশের বৃহত্তম বাণিজ্যিক বায়ুবিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজারে।
প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কত ছিল?
উত্তর: ২০.৩৮ বিলিয়ন ডলার।
প্রশ্ন: বাংলাদেশের ‘পাপেটম্যান’ হিসেবে পরিচিত শিল্পীর নাম কী?
উত্তর: মুস্তাফা মনোয়ার।
প্রশ্ন: ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে এনবিআর রাজস্ব প্রবৃদ্ধি কত ছিল?
উত্তর: ২৪.৩৩%।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
প্রশ্ন: ‘ASEAN’-এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: আনোয়ার ইব্রাহিম। (মহাসচিব – কাও কিম হর্ন)
প্রশ্ন: ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে EU বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কত?
উত্তর: ১০.২৯ বিলিয়ন ইউরো। (প্রবৃদ্ধি: ১৭.৯%)
প্রশ্ন: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কী?
উত্তর: E1।
Daily GK 21 August 2025
Question: How many institutions were included in Bangladesh Bank’s Sustainable Rating 2024?
Answer: 10 banks and 2 financial institutions. (Top – City Bank)
Question: What is the name of the visa facility recently launched by China for Bangladeshi patients?
Answer: Green Channel.
Question: Who will be the first Bangladeshi female umpire to officiate in men’s international matches?
Answer: Sathiara Jakir Jessy.
Question: What percentage of the country’s total fish production comes from hilsa?
Answer: 12 percent.
Question: Which country has recently introduced multiple-entry visas for Bangladeshi workers for the first time?
Answer: Malaysia.
Question: What is Bangladesh’s position in exporting non-leather footwear?
Answer: 7th. (1st – China)
Question: In the first match of the SAFF U-17 Women’s Championship, which team did Bangladesh defeat?
Answer: Bhutan (3–1).
Question: According to a Reuters/Ipsos survey, what percentage of Americans support recognizing Palestine as an independent state?
Answer: 58 percent.
Question: What is the ‘Sanctioning Russia Act 2025’?
Answer: A U.S. policy imposing a 500% tariff on countries continuing to import Russian oil and gas.
Question: What type of disease is ‘Sarcopenia’?
Answer: Muscle wasting disease.
Question: What was Bangladesh’s export earnings in FY 2024–25?
Answer: 43.95 billion USD.
Question: Where is the country’s largest commercial wind power plant located?
Answer: Cox’s Bazar.
Question: What was Bangladesh’s trade deficit in FY 2024–25?
Answer: 20.38 billion USD.
Question: Who is known as the ‘Puppet Man’ of Bangladesh?
Answer: Mustafa Monwar.
Question: What was the revenue growth of NBR in July of FY 2025–26?
Answer: 24.33%.
Question: Who is the current Chairman of ASEAN?
Answer: Anwar Ibrahim. (Secretary-General – Kao Kim Hourn)
Question: What was Bangladesh’s apparel export to the EU market during January–June 2025?
Answer: 10.29 billion euros. (Growth: 17.9%)
Question: What is the name of Israel’s controversial settlement project in the West Bank of Palestine?
Answer: E1.