Daily GK 28 August 2025

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Daily GK 28 August 2025

Daily GK 28 August 2025

প্রশ্ন: দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: ৩১.৩৩ বিলিয়ন ডলার।

প্রশ্ন: বিবিএসের জরিপ অনুযায়ী, দেশের কত শতাংশ পরিবার কম্পিউটার ব্যবহার করে?
উত্তর: ৯.৪ শতাংশ।

প্রশ্ন: ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ কত টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে?
উত্তর: ১.২৫ বিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন Click Here

প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কত দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে?
উত্তর: ২৪ দফা।

প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন কে?
উত্তর: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রশ্ন: জাতিসংঘ কবে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা পরিষদ গঠন করে?
উত্তর: ২৬ আগস্ট (পরিষদের সদস্য- ৪০ জন)।

প্রশ্ন: ভারত বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ?
উত্তর: ৫ম।

প্রশ্ন: কাজী নজরুল ইসলামকে কবে ও কোথা থেকে সরকারি উদ্যোগে ঢাকায় আনা হয়?
উত্তর: ১৯৭২ সালের ২৪ মে, কলকাতা থেকে।

প্রশ্ন: জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে ফিনিক্স পাখি/অগ্রসেনানী হিসেবে আখ্যায়িত করেছেন কে?
উত্তর: চিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রশ্ন: সম্প্রতি চীন বাংলাদেশের কোন খাতে ডাম্পিং করেছে বলে ব্যবসায়ী মহলে অভিযোগ উঠেছে?
উত্তর: প্লাস্টিক খাতে।

প্রশ্ন: বর্তমানে দেশে নারীর শ্রমবাজারে অংশগ্রহণের হার কত শতাংশ?
উত্তর: ৪২ দশমিক ৭০ শতাংশ।

প্রশ্ন: ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এর তথ্যমতে, দেশে বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে বাংলাদেশে কতটি?
উত্তর: ৬৮ টি।

প্রশ্ন: দেশে সকল ই-সিগারেট আমদানি নিষিদ্ধ হয় কতসালে?
উত্তর: ১ জানুয়ারি ২০২৫।

প্রশ্ন: সম্প্রতি কোন দেশের স্কুলে শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে?
উত্তর: দক্ষিণ কোরিয়া।

প্রশ্ন: ‘পোর্ট্রেট অব আ লেডি’ শিল্পকর্মটির চিত্রকর কে?
উত্তর: জিউসেপ্পে গিসলান্দি।

প্রশ্ন: সম্প্রতি জাতিসংঘের গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক উপদেষ্টা পরিষদবিষয়ক রেজল্যুশনটির নাম কী?
উত্তর: ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক প্যানেল অন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স।

প্রশ্ন: বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর: নাফ নদী।

প্রশ্ন: সংবিধানের কত অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে?
উত্তর: ৩৯ নং অনুচ্ছেদ।

Daily GK 28 August 2025

Question: What is the current foreign currency reserve of Bangladesh?
Answer: 31.33 billion USD.

Question: According to BBS survey, what percentage of households in Bangladesh use computers?
Answer: 9.4 percent.

Question: How much investment proposal did Bangladesh receive from January to June 2025?
Answer: 1.25 billion USD.

Question: Ahead of the 13th National Election, how many priority-based action plans has the Election Commission announced?
Answer: 24 points.

Question: Who announced the roadmap for the 13th National Election?
Answer: EC Senior Secretary Akhtar Ahmed.

Question: When did the United Nations form the International Advisory Council on Artificial Intelligence?
Answer: August 26 (40 members).

Question: What is India’s rank in the world economy?
Answer: 5th largest.

Question: When and from where was Kazi Nazrul Islam officially brought to Dhaka by the government?
Answer: May 24, 1972, from Kolkata.

Question: Who termed Abu Sayeed, the first martyr of the July Mass Uprising, as the Phoenix Bird/Frontline Soldier?
Answer: Chief Prosecutor Mohammad Tajul Islam.

Question: Recently, in which sector did China allegedly dump products in Bangladesh?
Answer: Plastic sector.

Question: What is the current female labor force participation rate in Bangladesh?
Answer: 42.70 percent.

Question: According to the U.S. Green Building Council (USGBC), how many of the world’s top 100 garment factories are in Bangladesh?
Answer: 68.

Question: From which year was the import of all e-cigarettes banned in Bangladesh?
Answer: January 1, 2025.

Question: Recently, which country banned smart devices in schools?
Answer: South Korea.

Question: Who is the painter of the artwork Portrait of a Lady?
Answer: Giuseppe Ghislandi.

Question: What is the name of the UN resolution on the Advisory Council on Artificial Intelligence?
Answer: Independent International Scientific Panel on Artificial Intelligence.

Question: What is the name of the river that separates Bangladesh and Myanmar?
Answer: Naf River.

Question: Which article of the Constitution mentions freedom of expression?
Answer: Article 39.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...