ঘটনাবলী
- ১৭৬১ – উইলিয়াম কেরি, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক জন্মগ্রহণ করেন। (মৃ. ০৯/০৬/১৮৩৪)
- ১৭৮৬ – প্রুশিয়ার রাজা ফ্রেডেরিখ দ্য গ্রেট (দ্বিতীয়) মৃত্যুবরণ করেন।
- ১৮০১ – ফ্রেডরিকা ব্রেমার, সুইডিশ লেখক ও নারীবাদী সংস্কারক জন্মগ্রহণ করেন। (মৃ. ১৮৬৫)
- ১৮১৫ – কলকাতা শহর থেকে ষাঁড় বহিষ্কারের জন্য আইন প্রণীত হয়।
- ১৮৩৬ – ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধীকরণ শুরু হয়।
- ১৮৫০ – হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল এবং পেরুর প্রথম রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেন। (জ. ১৭৭৮)
- ১৮৬৬ – মাহবুব আলি খান, ষষ্ঠ আসাফ জাহ, হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম জন্মগ্রহণ করেন। (মৃ. ১৯১১)
- ১৮৭৮ – রেজি ডাফ, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার জন্মগ্রহণ করেন। (মৃ. ১৯১১)
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
- ১৮৭৯ – স্যামুয়েল গোল্ডউইন, পোলীয়-মার্কিন চলচ্চিত্র প্রযোজক জন্মগ্রহণ করেন।
- ১৯০১ – বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।
- ১৯০৮ – রাদ্বয়ে ডোমানোভিচ, সার্বিয় লেখক, সাংবাদিক ও শিক্ষক মৃত্যুবরণ করেন। (জ. ১৮৭৩)
- ১৯০৯ – মদন লাল ধিংড়া, ভারতের অগ্নিযুগের বিপ্লবীর ফাঁসি কার্যকর হয়। (জ. ১৮৮৩)
- ১৯১০ – রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়।
- ১৯১৮ – বলশেভিক আন্দোলনের নেতা মইসি উরুৎস্কি নিহত হন।
- ১৯২০ – সুনীলকুমার মুখোপাধ্যায়, নৌ-বিদ্রোহের অন্যতম বিপ্লবী শহীদ জন্মগ্রহণ করেন। (মৃ. ১৯৪৩)
- ১৯৩২ – বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালি বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক জন্মগ্রহণ করেন।
- ১৯৩২ – মুর্তজা বশীর, বাংলাদেশি চিত্রশিল্পী জন্মগ্রহণ করেন।
- ১৯৪০ – শবনম, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
- ১৯৪৩ – রবার্ট ডি নিরো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক জন্মগ্রহণ করেন।
- ১৯৪৫ – হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ আন্দোলন শুরু করে।
- ১৯৪৫ – ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৪7 – ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশের উদ্দেশ্যে ভারত ত্যাগ করে।
- ১৯৪৯ – পুলিনবিহারী দাস, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা মৃত্যুবরণ করেন। (জ. ২৮/০১/১৮৭৭)
- ১৯৬০ – পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে।
- ১৯৬৯ – অটো ষ্টের্ন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী মৃত্যুবরণ করেন। (জ. ১৭/০২/১৮৮৮)
- ১৯৭২ – হাবিবুল বাশার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক জন্মগ্রহণ করেন।
- ১৯৭৩ – মার্কিন ঔপন্যাসিক ও কবি কনর্যাড এইকিন মৃত্যুবরণ করেন।
- ১৯৮২ – জার্মানিতে প্রথম কমপ্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।
- ১৯৮৪ – আচার্য চিন্ময় লাহিড়ী, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মৃত্যুবরণ করেন। (জ. ২০/০৩/১৯২০)
- ১৯৮৭ – ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করেন।
- ১৯৮৮ – পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হক ও মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফ বিমান দুর্ঘটনায় নিহত হন।
- ১৯৮৮ – মুহাম্মদ জিয়া-উল-হক, পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেন। (জ. ১৯২৪)
- ১৯৯১ – অস্টিন বাটলার, মার্কিন অভিনেতা জন্মগ্রহণ করেন।
- ১৯৯২ – পেইজ, ইংরেজ পেশাদার কুস্তিগির ও অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
- ১৯৯৩ – সিন্তা লরা, ইন্দোনেশিয়ান-জার্মান অভিনেত্রী ও গায়িকা জন্মগ্রহণ করেন।
- ১৯৯৩ – এদেরসন মোরায়েস, ব্রাজিলীয় ফুটবলার জন্মগ্রহণ করেন।
- ১৯৯৪ – টাইসা ফারমিগা, মার্কিন অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
- ১৯৯৯ – তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়।
- ২০০৪ – নিমাইসাধন বসু, ইতিহাসবিদ ও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য মৃত্যুবরণ করেন। (জ. ১২/০৯/১৯৩১)
- ২০০৫ – বাংলাদেশের ৬৩টি জেলার ৩০০ স্থানে প্রায় ৫০০ হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটে।
- ২০০৬ – পাবনায় বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়।
- ২০০৬ – শামসুর রাহমান, প্রখ্যাত বাংলাদেশি কবি মৃত্যুবরণ করেন।
- ২০০৬ – আনোয়ার পারভেজ, বাংলাদেশি সুরকার ও সঙ্গীতজ্ঞ মৃত্যুবরণ করেন।
- ২০০৮ – বেইজিং অলিম্পিকে ব্যাডমিন্টন পুরুষ একক ও মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ফাইনাল অনুষ্ঠিত হয়। জার্মানির ব্রিটা স্টিফেন নতুন অলিম্পিক রেকর্ড (২৪.০৬ সেকেন্ড) গড়ে স্বর্ণপদক জয় করেন।
- ২০২০ – পণ্ডিত যশরাজ, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মৃত্যুবরণ করেন। (জ. ২৮/০১/১৯৩০)
- ২০২০ – নিশিকান্ত কামাত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও অভিনেতা মৃত্যুবরণ করেন।
Here’s the arranged version translated into English:
Events
- 1761 – Birth of William Carey, British Christian missionary, pioneer of Bengali prose textbooks. (d. 09/06/1834)
- 1786 – Death of Frederick the Great (Frederick II), King of Prussia.
- 1801 – Birth of Fredrika Bremer, Swedish writer and feminist reformer. (d. 1865)
- 1815 – A law was enacted to remove bulls from the streets of Calcutta.
- 1836 – Registration of births, deaths, and marriages began in Britain.
- 1850 – Death of José de San Martín, Argentine general and the first President of Peru. (b. 1778)
- 1866 – Birth of Mahbub Ali Khan, sixth Asaf Jah, Nizam of Hyderabad. (d. 1911)
- 1878 – Birth of Reggie Duff, Australian international cricketer. (d. 1911)
- 1879 – Birth of Samuel Goldwyn, Polish-American film producer.
- 1901 – Bengal Theatre reopened as Aurora Theatre after being shut down.
- 1908 – Death of Radovan Domanović, Serbian writer, journalist, and teacher. (b. 1873)
- 1909 – Execution of Madan Lal Dhingra, Indian revolutionary. (b. 1883)
- 1910 – Rabindranath Tagore’s Gitanjali was first published in Bengali.
- 1918 – Bolshevik leader Moisei Uritsky was assassinated.
- 1920 – Birth of Sunilkumar Mukhopadhyay, revolutionary martyr of the Naval Mutiny. (d. 1943)
- 1932 – Birth of V. S. Naipaul, Trinidadian writer of Indian-Nepalese descent.
- 1932 – Birth of Murtaja Baseer, Bangladeshi painter.
- 1940 – Birth of Shabnam, Bangladeshi film actress.
- 1943 – Birth of Robert De Niro, American actor and director.
- 1945 – Indonesian people launched a movement against Dutch colonial rule.
- 1945 – Indonesia declared independence.
- 1947 – Following Indian independence, the first British battalion stationed in India departed for home.
- 1949 – Death of Pulin Behari Das, founder of Dhaka Anushilan Samiti. (b. 28/01/1877)
- 1960 – Gabon, a West African country, gained independence.
- 1969 – Death of Otto Stern, Nobel Prize-winning German physicist. (b. 17/02/1888)
- 1972 – Birth of Habibul Bashar, captain of the Bangladesh national cricket team.
- 1973 – Death of Conrad Aiken, American novelist and poet.
- 1982 – The first compact disc was released in Germany.
- 1984 – Death of Acharya Chinmoy Lahiri, noted classical musician. (b. 20/03/1920)
- 1987 – Rudolf Hess, Hitler’s deputy, committed suicide in a British prison.
- 1988 – Pakistan’s military ruler General Zia-ul-Haq and U.S. Ambassador Arnold Raphel died in a plane crash.
- 1988 – Death of Muhammad Zia-ul-Haq, President of Pakistan. (b. 1924)
- 1991 – Birth of Austin Butler, American actor.
- 1992 – Birth of Paige, English professional wrestler and actress.
- 1993 – Birth of Cinta Laura, Indonesian-German actress, electropop singer, and model.
- 1993 – Birth of Ederson Moraes, Brazilian professional footballer.
- 1994 – Birth of Taissa Farmiga, American actress.
- 1999 – A devastating earthquake in Turkey killed around 17,000 people.
- 2004 – Death of Nimai Sadhan Bose, historian and former vice-chancellor of Visva-Bharati University. (b. 12/09/1931)
- 2005 – Around 500 homemade bombs exploded in 300 locations across 63 districts of Bangladesh.
- 2006 – 10 killed in a gun battle in Pabna, Bangladesh.
- 2006 – Death of Shamsur Rahman, eminent Bangladeshi poet.
- 2006 – Death of Anwar Parvez, Bangladeshi music director and composer.
- 2008 – At the Beijing Olympics, the men’s badminton singles final and the women’s 50m freestyle swimming final were held. Germany’s Britta Steffen set a new Olympic record (24.06 sec) and won gold.
- 2020 – Death of Pandit Jasraj, Indian classical vocalist. (b. 28/01/1930)
- 2020 – Death of Nishikant Kamat, Indian filmmaker, director, and actor.