Today In History 19 August
Today In History 19 August
ঘটনাবলি
- ১৭৫৭ – কলকাতার পুরোনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করে।
- ১৯১৬ – রুমানিয়া মিত্রশক্তিদের সাথে মৈত্রীচুক্তি স্বাক্ষর করে এবং পুরস্কারস্বরূপ তাকে বুকোভিনা, ত্রাণ্সিলভানিয়া ও বানাত দেয়ার কথা বলা হয়।
- ১৯৩৯ – কলকাতায় সুভাষচন্দ্র বসু পরিকল্পিত মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিধানচন্দ্র রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে।
- ১৯৪০ – সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনী বিতাড়িত হয়।
- ১৯৪৪ – প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আপারভোল্টা।
- ১৯৯১ – গানাদি ইয়ানাউফের নেতৃত্বে সোভিয়েত সেনাবাহিনী প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
জন্ম
- ১৬৩১ – জন ড্রাইডেন, ইংরেজ কবি।
- ১৬৪৬ – জন ফ্ল্যামস্টিড, ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী। (মৃ. ১৭১৯)
- ১৮৩০ – ইউলিয়ুস লোটার মাইয়ার, জার্মান রসায়নবিদ। (মৃ. ১৮৯৫)
- ১৮৬৩ – আশরাফ আলী থানভী, ভারতীয় আলেম, সমাজ সংস্কারক ও ইসলামি গবেষক। (মৃ. ১৯৪৫)
- ১৮৭১ – অরভিল রাইট, উড়োজাহাজ আবিষ্কারক রাইট ভ্রাতৃদ্বয়ের একজন।
- ১৮৭৮ – ম্যানুয়েল এল. কুয়েজন, ফিলিপাইনের রাজনীতিবিদ। (মৃ. ১৯৪৪)
- ১৯০০ – সুশোভন সরকার, প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক। (মৃ. ১৯৮২)
- ১৯০৮ – আবদুল রশিদ খান, ভারতীয় উচ্চাঙ্গ সংগীতশিল্পী। (মৃ. ২০১৬)
- ১৯০৯ – হাজারী প্রসাদ দ্বিবেদী, হিন্দি সাহিত্যের ঔপন্যাসিক ও সমালোচক। (মৃ. ১৯৭৯)
- ১৯০৯ – মোহনলাল গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি শিশু ও কিশোর সাহিত্যিক। (মৃ. ১৯৬৯)
- ১৯১৫ – রিং লার্ডনার জুনিয়র, মার্কিন সাংবাদিক ও চিত্রনাট্যকার। (মৃ. ২০০০)
- ১৯১৮ – শঙ্কর দয়াল শর্মা, ভারতের নবম রাষ্ট্রপতি। (মৃ. ১৯৯৯)
- ১৯২৪ – উইলার্ড বয়েল, কানাডীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী ও CCD সহ-উদ্ভাবক। (মৃ. ২০১১)
- ১৯৩৫ – জহির রায়হান, বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার।
- ১৯৩৬ – অংশুমান রায়, বাঙালি লোকসঙ্গীত শিল্পী। (মৃ. ১৯৯০)
- ১৯৪৬ – উইলিয়াম জেফারসন ক্লিনটন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি।
- ১৯৫০ – গ্রেম বিয়ার্ড, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৫৭ – ইয়ান গোল্ড, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৬৯ – ম্যাথু পেরি, মার্কিন অভিনেতা।
- ১৯৭৩ – কার্ল বাফিন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
- ১৯৯৬ – এ আর ফারুক, লেখক ও সাংবাদিক।
মৃত্যু
- খ্রিস্টাব্দ ১৪ – আউগুস্তুস, রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট। (জ. খ্রিস্টপূর্ব ৬৩)
- ১৬৬২ – ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ ও দার্শনিক। (জ. ১৬২৩)
- ১৮৮৭ – রামদাস সেন, পুরাতত্ত্ব বিষয়ক রচয়িতা। (জ. ১৮৪৫)
- ১৯২৩ – ভিলফ্রেদো পারেতো, ইতালীয় অর্থনীতিবিদ ও দার্শনিক। (জ. ১৮৪৫)
- ১৯৩৬ – ফেদেরিকো গারসিয়া লোরকা, স্প্যানিশ কবি। (জ. ১৮৯৮)
- ১৯৬৩ – মৌলভি তমিজউদ্দিন খান, বাঙালি রাজনীতিবিদ ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।
- ১৯৬৮ – জর্জ গ্যামফ, ইউক্রেনীয় পদার্থবিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। (জ. ১৯০৪)
- ১৯৭৬ – কেন ওয়াডসওয়ার্থ, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। (জ. ১৯৪৬)
- ১৯৮৬ – হারমায়োনি ব্যাডলি, ইংরেজ অভিনেত্রী। (জ. ১৯০৬)
- ১৯৯৩ – উৎপল দত্ত, বাঙালি অভিনেতা ও নাট্যকার। (জ. ১৯২৯)
- ১৯৯৪ – লিনাস পাউলিং, মার্কিন রসায়নবিদ। (জ. ১৯০১)
- ২০০৩ – সেরগিও ভিয়েরা দ মেলো, জাতিসংঘ কূটনীতিক ও মানবিক কর্মী। (জ. ১৯৪৮)
- ২০১২ – টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯৪৪)
- ২০১৩ – আবদুর রহমান বয়াতী, বাঙালি লোকসঙ্গীত শিল্পী।
- ২০২১ – জুনায়েদ বাবুনগরী, ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর।
Today In History 19 August
Events
- 1757 – From the old mint of Calcutta, the East India Company produced the first coins in the name of the Nawab of Delhi.
- 1916 – Romania signed a treaty of alliance with the Allied Powers, and as a reward, it was promised Bukovina, Transylvania, and Banat.
- 1939 – The foundation stone of the Mahajati Sadan in Calcutta, planned by Subhas Chandra Bose, was laid in the presence of Rabindranath Tagore, Bidhan Chandra Roy, and other eminent personalities.
- 1940 – The British Army was expelled from Somaliland.
- 1944 – The armed uprising began in Paris.
- 1972 – Upper Volta recognized Bangladesh as an independent country.
- 1991 – Led by Gennady Yanayev, the Soviet army staged a coup against the last President of the USSR, Mikhail Gorbachev.
Births
- 1631 – John Dryden, English poet.
- 1646 – John Flamsteed, English astronomer. (d. 1719)
- 1830 – Julius Lothar Meyer, German chemist. (d. 1895)
- 1863 – Ashraf Ali Thanwi, Indian Islamic scholar, social reformer, and thinker. (d. 1945)
- 1871 – Orville Wright, one of the Wright brothers, inventors of the airplane.
- 1878 – Manuel L. Quezon, Filipino politician. (d. 1944)
- 1900 – Sushobhan Sarkar, Bengali historian. (d. 1982)
- 1908 – Abdul Rashid Khan, Indian classical musician. (d. 2016)
- 1909 – Hazari Prasad Dwivedi, Hindi novelist, essayist, and critic. (d. 1979)
- 1909 – Mohanlal Gangopadhyay, Bengali children’s and young adult writer. (d. 1969)
- 1915 – Ring Lardner Jr., American journalist and screenwriter. (d. 2000)
- 1918 – Shankar Dayal Sharma, 9th President of India. (d. 1999)
- 1924 – Willard Boyle, Canadian-American physicist and co-inventor of the charge-coupled device (CCD). (d. 2011)
- 1935 – Zahir Raihan, Bengali filmmaker, novelist, and short story writer.
- 1936 – Anshuman Roy, Bengali folk singer. (d. 1990)
- 1946 – William Jefferson Clinton, 42nd President of the United States.
- 1950 – Graeme Beard, Australian cricketer.
- 1957 – Ian Gould, English cricketer.
- 1969 – Matthew Perry, American actor.
- 1973 – Carl Bulfin, New Zealand cricketer.
- 1996 – A. R. Faruk, writer and journalist.
Deaths
- 14 AD – Augustus, first Emperor of the Roman Empire. (b. 63 BC)
- 1662 – Blaise Pascal, French mathematician, physicist, inventor, and philosopher. (b. 1623)
- 1887 – Ramdas Sen, Bengali writer known for works on archaeology. (b. 1845)
- 1923 – Vilfredo Pareto, Italian industrialist, engineer, economist, and philosopher. (b. 1845)
- 1936 – Federico García Lorca, Spanish poet and playwright. (b. 1898)
- 1963 – Tamizuddin Khan, Bengali politician, minister of undivided Bengal, and Speaker of the Pakistan National Assembly.
- 1968 – George Gamow, Ukrainian physicist and cosmologist. (b. 1904)
- 1976 – Ken Wadsworth, New Zealand cricketer. (b. 1946)
- 1986 – Hermione Baddeley, English actress. (b. 1906)
- 1993 – Utpal Dutt, Bengali actor and playwright. (b. 1929)
- 1994 – Linus Pauling, American chemist and Nobel laureate. (b. 1901)
- 2003 – Sérgio Vieira de Mello, Brazilian UN diplomat and humanitarian worker. (b. 1948)
- 2012 – Tony Scott, English film director and producer. (b. 1944)
- 2013 – Abdul Alim Boyati, Bangladeshi folk singer.
- 2021 – Junaid Babunagari, Bangladeshi Islamic scholar and former Amir of Hefazat-e-Islam.