Daily GK 25 September 2025

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Daily GK 25 September 2025

Daily GK 25 September 2025

প্রশ্ন: বিজয়পুরের সাদা মাটিকে কী বলা হয়?
উত্তর: চীনা মাটি।

প্রশ্ন: ইরানে কতটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া?
উত্তর: ৮ টি। (মোট উৎপাদন ক্ষমতা হবে ২০ গিগাওয়াট)

প্রশ্ন: জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্যমতে, দেশে স্বাক্ষরতার হার ৭ বছর তদূর্ধ্ব কত শতাংশ?
উত্তর: ৭৪.৬৬%।

বিজ্ঞাপন Click Here

প্রশ্ন: যষ্ঠবারের মতো ‘জৈব প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতি9ক সম্মেলন’ অনুষ্ঠিত হবে-
উত্তর: ২৬-২৭ সেপ্টেম্বর।

প্রশ্ন: চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়াল গেজে রূপান্তর প্রকল্পে এডিবি কত ঋণ দিচ্ছে?
উত্তর: ৫০০ মিলিয়ন ডলার।

প্রশ্ন: বাংলাদেশ কত সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৯৮৮ সালে।

প্রশ্ন: সায়দাবাদ পানি শোধনাগার (ফেজ-৩) প্রকল্পে ইআইবি কত ঋণ দিচ্ছে?
উত্তর: ১১,৪৪৮ কোটি টাকা।

প্রশ্ন: বিশ্ব ফুসফুস দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২৫ সেপ্টেম্বর।

প্রশ্ন: ২০২৭ সালে নারী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ব্রাজিল।

প্রশ্ন: সম্প্রতি তাইওয়ান ও ফিলিপাইনে আঘাত হানা টাইফুনের নাম কী?
উত্তর: রাগাসা।

প্রশ্ন: ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন করা হয় কত সালে?
উত্তর: ২০০৫ সালে।

প্রশ্ন: প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে বিদেশে ওষুধ রফতানি করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: স্কয়ার (১৯৮৭ সালে)।

প্রশ্ন: বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে?
উত্তর: ১ জুলাই ১৯৯১।

প্রশ্ন: চাঁদের পৃষ্ঠে প্রথম মানুষ নেমেছিলেন-
উত্তর: ১৯৬৯ সালের ২০ জুলাই (অ্যাপোলো-১১)।

প্রশ্ন: ‘লিটল রেড বুক’ বইটির রচয়িতা কে?
উত্তর: মাও সে তুং।

প্রশ্ন: অ্যার্টিকেল নাইনটিন কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা?
উত্তর: যুক্তরাজ্যভিত্তিক।

প্রশ্ন: চীনের নতুন ভিসানীতি ‘কে- ভিসা প্রোগ্রাম’ চালু হবে কবে?
উত্তর: ১ অক্টোবর ২০২৫।

প্রশ্ন: জাতীয় সংসদে সর্বজনীন পেনশন বিল পাস হয় কবে?
উত্তর: ২৪ জানুয়ারি ২০২৩।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...