Today In History 23 October

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 23 October

Today In History 23 October


🗓️ ঘটনা

সালঘটনা
১০৯১টর্নেডোতে লন্ডনে দুজনের মৃত্যু হয়।
১১৫৭ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।
১৫২০অভিষিক্ত হন জার্মানির রাজা প্রথম কার্লোস।
১৬৮১ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।
১৭৬৪বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।
১৭৯০হাইতিতে দাস বিদ্রোহ হয়।
১৮১৪ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।
১৮৫৩রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।
১৯১৫নিউ ইয়র্কে ভোটাধিকারের দাবিতে ২৫ হাজার নারীর মিছিল হয়।
১৯১৮চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।
১৯২৩দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।
১৯৩২রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।
১৯৪১ওয়াল্ট ডিজনির ডাম্বো মুক্তি পায়।
১৯৪২আল আলামিনে ব্রিটিশ ও জার্মান বাহিনীর বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়।
১৯৪৩আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৩হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইম্রে নাগি সোভিয়েত প্রভাবমুক্ত সরকার গঠন করেন।
১৯৫৫পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।
১৯৫৬সোভিয়েত আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।
১৯৫৯কাশ্মীর সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।
১৯৭১সোভিয়েত কর্তৃপক্ষ শেখ মুজিবের মুক্তি ও রাজনৈতিক নিষ্পত্তির পরামর্শ দেয়।
১৯৮৩বৈরুতে মার্কিন ও ফরাসি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় শতাধিক নিহত।
১৯৮৯হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৯১কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯১দক্ষিণ আফ্রিকা ২১ বছর পর বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।
১৯৯৩চীনের ইয়াং ফু সেতু উদ্বোধন হয়।
মাত্র ১ টাকায় পরীক্ষা দিন 
আরো থাকছে প্রশ্নব্যাংক, Job Solution অনেক কিছু

🎂 জন্ম

সালনাম ও পরিচয়
১৫০৩ইসাবেলা, জার্মান সম্রাজ্ঞী।
১৮৩৮গোবিন্দচন্দ্র রায়, ভারতীয় বাঙালি কবি। (মৃ.১৯১৭)
১৮৮৬সুখলতা রাও, শিশু সাহিত্যিক ও সমাজসেবী। (মৃ.১৯৬৯)
১৯২৯শামসুর রাহমান, কবি ও লেখক। (মৃ.২০০৬)
১৯৪০পেলে, ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর।
১৯৪১চাষী নজরুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক।
১৯৪৩মোহাম্মদ রফিক, কবি।
১৯৪৬সৈয়দ আবুল মকসুদ, লেখক ও গবেষক।
১৯৫৭সুনীল ভারতী মিত্তল, শিল্পপতি ও সমাজসেবী।
১৯৫৮হানিফ সংকেত, টেলিভিশন উপস্থাপক ও নির্মাতা।
১৯৭০ফান ছাং চিয়াং, চীনের বিখ্যাত সংবাদদাতা।
১৯৭৩মালাইকা অরোরা, ভারতীয় মডেল ও অভিনেত্রী।
১৯৭৩পেরিজাদ জোরাবিয়ান, ভারতীয় অভিনেত্রী।
১৯৭৯প্রভাস, তেলুগু সিনেমার অভিনেতা।
১৯৯৫অনুস্মৃতি সরকার, ভারতীয় অভিনেত্রী।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

⚰️ মৃত্যু

সালনাম ও পরিচয়
১৬২৩তুলসীদাস, হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা।
১৮৬৭ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৭২থিওফিল গৌতিয়া, ফরাসি লেখক ও কবি।
১৯১০রাজা চুলালংকর্ন, থাইল্যান্ডের সম্রাট।
১৯১২রামতারণ সান্যাল, সংগীতাচার্য ও অভিনেতা।
১৯২১জন ব্যুও ডানলপ, টায়ারের উদ্ভাবক।
১৯৭৩নেলী সেনগুপ্তা, রাজনৈতিক কর্মী ও সমাজসেবী।
১৯৮৩খন্দকার আবদুল হামিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ।
২০০৫আবদুর রাজ্জাক, বাংলাদেশি চিত্রশিল্পী।
২০১২সুনীল গঙ্গোপাধ্যায়, সাহিত্যিক।
২০১৪গোলাম আযম, রাজনীতিবিদ ও যুদ্ধাপরাধী।
২০২৩বিষেন সিং বেদী, ভারতীয় ক্রিকেটার।

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...