Today In History 1 November

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 1 November

Today In History 1 November

ঘটনাবলী

১৫১২ – সিস্টিন চ্যাপেলের ছাদের চিত্রাঙ্কন, যা মাইকেলেঞ্জেলো এঁকেছিলেন, জনগণের জন্য প্রথমবারের মতো উন্মুক্ত করা হয়।
১৬০৪ – উইলিয়াম শেক্সপিয়রের বিয়োগান্ত নাটক “ওথেলো” প্রথমবার হোয়াইটহল প্যালেস, লন্ডনে মঞ্চস্থ হয়।
১৬১১ – উইলিয়াম শেক্সপিয়রের রোমান্টিক কমেডি “টেমপেস্ট” প্রথমবার হোয়াইটহল প্যালেস, লন্ডনে মঞ্চস্থ হয়।
১৭৫৫ – পর্তুগালের লিসবনে ভূমিকম্পে প্রায় ৬০ হাজার লোকের মৃত্যু হয়।
১৭৯৪ – ‘ক্যালকাটা মান্থলি জার্নাল’ নামে মাসিক পত্রিকা প্রকাশ শুরু হয়।
১৮০০ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন অ্যাডামস দি এক্সিকিউটিভ ম্যানসনে (বর্তমানে হোয়াইট হাউস) বসবাস শুরু করেন।
১৮২১ – পানামা স্পেনের শাসন থেকে মুক্ত হয়ে কলোম্বিয়ার সাথে যুক্ত হয়।
১৮৫৮ – ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে।
১৮৬৪ – প্রথমবারের মতো ডাক বিভাগের মাধ্যমে মানি অর্ডার ব্যবস্থা চালু হয়।
১৮৮০ – কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।
১৮৯৭ – ইতালির ফুটবল ক্লাব জুভেন্টাস গঠিত হয়।
১৯০৩ – পানামার স্বাধীনতাকামী আন্দোলন সফল হয়ে দেশটি স্বাধীনতা অর্জন করে।
১৯১৩ – সানফ্রান্সিসকোতে হরদালের নেতৃত্বে গদর আন্দোলনের সূচনা হয়।
১৯২৪ – মঙ্গোলীয় প্রজাতন্ত্রের জন্ম হয়।
১৯৪৪ – আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (ICAO) গঠিত হয়।
১৯৫২ – যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো হাইড্রোজেন বোমা পরীক্ষা চালায় (হিরোশিমার বোমার চেয়ে ৫০০ গুণ শক্তিশালী)।
১৯৫৪ – আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।
১৯৫৫ – পর্তুগালে ভূমিকম্পে ৩০ হাজার লোক নিহত হয়।
১৯৫৬ – বাংলা ভাষা আন্দোলনের ফলস্বরূপ মানভূমের অংশ পশ্চিমবঙ্গে যুক্ত হয়ে পুরুলিয়া জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৫৬ – ভারতের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী মহীশূর রাজ্য, কর্নাটক, কেরালা ও মধ্যপ্রদেশের পুনর্গঠন হয়।
১৯৬৩ – দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্ট নগো দিন দিয়েম নিহত হন।
১৯৭৯ – বলিভিয়ায় সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
১৯৮১ – অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীনতা অর্জন করে।
১৯৯২ – বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া ক্যাম্পাস উদ্বোধন করা হয়।
২০০৭ – বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।
২০২০ – চীনে আদমশুমারি শুরু হয়।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

জন্ম

১৮৭৮ – কার্লোস সাভেড্রা লামাস, আর্জেন্টাইন রাজনীতিক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (মৃ. ১৯৫৯)।
১৮৮৯ – ফিলিপ নোয়েল-বেকার, কানাডিয়ান শান্তি কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (মৃ. ১৯৮২)।
১৯২৬ – আবু ইসহাক, বাংলাদেশি সাহিত্যিক।
১৯২৭ – আবু বারকাত আতাউর গণী খান চৌধুরী, ভারতীয় রাজনীতিক (মৃ. ২০০৬)।
১৯৩২ – একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৩৩ – সমীর রায়চৌধুরী, ভারতীয় বাঙালি কবি ও ছোটগল্পকার।
১৯৪৫ – নরেন্দ্র দাভোলকার, ভারতীয় সমাজসেবী ও চিকিৎসক (মৃ. ২০১৩)।
১৯৪৫ – আবু সাইয়িদ, বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী।
১৯৪৯ – মাইকেল ডগলাস গ্রিফিন, নাসার প্রশাসক।
১৯৫০ – রবার্ট বি. লাফলিন, আমেরিকান পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী।
১৯৬২ – আনিস বাজমি, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৬৩ – মার্ক হিউজ, ওয়েলসীয় ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৫ – পদ্মিনী কোলহাপুরী, ভারতীয় অভিনেত্রী।
১৯৬৮ – আকরাম খান, সাবেক বাংলাদেশি ক্রিকেটার।
১৯৭৩ – ঐশ্বরিয়া রাই, ভারতীয় অভিনেত্রী।
১৯৭৩ – টিস্কা চোপড়া, ভারতীয় অভিনেত্রী ও লেখিকা।
১৯৭৪ – ভিভিএস লক্ষ্মণ, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৬ – ইলিয়ানা ডি’ক্রুজ, ভারতীয় অভিনেত্রী।


মৃত্যু

১৮৭৩ – দীনবন্ধু মিত্র, বাঙালি নাট্যকার (জ. ১৮৩০)।
১৯০৩ – টেওডোর মম্‌জেন, জার্মান লেখক ও নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী (জ. ১৮১৭)।
১৯১৫ – সারদারঞ্জন রায়, বাংলা ক্রিকেটের জনক (জ. ১৮৫৮)।
১৯৫০ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক (জ. ১৮৯৪)।
১৯৫৫ – রামনাথ বিশ্বাস, ভারতীয় বিপ্লবী ও ভ্রমণকাহিনীকার (জ. ১৮৯৪)।
১৯৭০ – ফ্রাঁসোয়া মারিয়াক, ফরাসি সাহিত্যিক ও নোবেল বিজয়ী।
১৯৮৪ – নিবারণ পণ্ডিত, গণসঙ্গীত রচয়িতা (জ. ১৯১২)।
১৯৯৩ – সেভেরো ওচোয়া, স্পেনীয় বায়োকেমিস্ট ও নোবেল চিকিৎসা পুরস্কার বিজয়ী (জ. ১৯০৫)।
১৯৯৬ – জুনিয়াস রিচার্ড জয়েবর্ধনে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট (জ. ১৯০৬)।

বিজ্ঞাপন Click Here

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...