Today In History: 14 December
Today In History: 14 December
ইতিহাসে আজকের দিন ১৪ ডিসেম্বর
ঘটনাবলি:
🔹 ১১২৪ সালে – থিওবাল্ড বুক্কাপেকাস পোপ নির্বাচিত হন।
🔹 ১৫৬৮ সালে – রাজকুমারী মেরি স্টুয়ার্ট স্কটল্যান্ডের রানি হন।
🔹 ১৫৭৫ সালে – ইস্টভান বাথোরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।
🔹 ১৬৫৬ সালে – প্রথম কৃত্রিম মুক্তা তৈরি করা হয়।
🔹 ১৮০৫ সালে – ফসিল জ্বালানি হিসেবে পাথুরে কয়লার তাপ উৎপাদনের ক্ষমতা আবিষ্কার।
🔹 ১৯০১ সালে – বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংক কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেন।
🔹 ১৯০৩ সালে – রাইট ভাতৃদ্বয় প্রথম আকাশযান উড্ডয়নের প্রচেষ্টা চালান।
🔹 ১৯১১ সালে – রোল্ড আমুন্ডেসন ও তার দল প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান।
🔹 ১৯১৫ সালে – জ্যাক জনসন কৃষ্ণাঙ্গ হিসেবে প্রথম হেভিওয়েট মুষ্টিযুদ্ধে বিজয়ী হন।
🔹 ১৯১৮ সালে – ব্রিটেনের নির্বাচনে নারীরা প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।
🔹 ১৯৪৬ সালে – আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
🔹 ১৯৪৭ সালে – রোমানিয়া প্রজাতন্ত্রী দেশে পরিণত হয়।
🔹 ১৯৭১ সালে – পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।
জন্ম:
🔹 ১৫০৩ সালে – নসট্রাদামুস, ফরাসি ভবিষ্যদ্বক্তা।
🔹 ১৫৪৬ সালে – টাইকোব্রাহে, ড্যানীয় জোতির্বিদ।
🔹 ১৯২৪ সালে – রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
🔹 ১৯৫৩ সালে – বিজয় অমৃতরাজ, ভারতীয় টেনিস খেলোয়াড়।
🔹 ১৯৫৪ সালে – মাকসুদুল আলম, বাংলাদেশী জিনতত্ত্ববিদ।
মৃত্যু:
🔹 ১১৩৬ সালে – চতুর্থ হেরাল্ড, নরওয়ের সম্রাট।
🔹 ১৭৯৯ সালে – জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
🔹 ১৯৭১ সালে – মহিউদ্দীন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ।
🔹 ১৯৯৯ সালে – আবদুল লতিফ, ভাষাসৈনিক।
🔹 ২০১৮ সালে – আমজাদ হোসেন, বাংলাদেশী অভিনেতা ও চলচ্চিত্রকার।
১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড:
🔹 শহীদুল্লাহ কায়সার, লেখক।
🔹 মুনীর চৌধুরী, ভাষাবিজ্ঞানী।
🔹 আনোয়ার পাশা, কবি ও কথাসাহিত্যিক।
🔹 সেলিনা পারভীন, সাংবাদিক।
🔹 গিয়াসউদ্দীন আহমদ, ইতিহাসবিদ।
Today In History: 14 December
Events:
🔹 In 1124 – Theobald Bucapecus was elected Pope.
🔹 In 1568 – Princess Mary Stuart became Queen of Scotland.
🔹 In 1575 – Stephen Báthory was elected King of Poland.
🔹 In 1656 – The first artificial pearl was created.
🔹 In 1805 – The thermal energy potential of coal as a fossil fuel was discovered.
🔹 In 1901 – Scientist Max Planck presented the quantum theory.
🔹 In 1903 – The Wright brothers attempted the first flight in North Carolina.
🔹 In 1911 – Roald Amundsen and his team reached the South Pole for the first time.
🔹 In 1915 – Jack Johnson became the first black heavyweight boxing champion.
🔹 In 1918 – Women voted for the first time in a British general election.
🔹 In 1946 – The International Labour Organization was recognized as a United Nations agency.
🔹 In 1947 – Romania became a republic.
🔹 In 1971 – The Pakistani military and collaborators executed intellectuals during the Liberation War.
Births:
🔹 In 1503 – Nostradamus, French prophet and astrologer.
🔹 In 1546 – Tycho Brahe, Danish astronomer.
🔹 In 1924 – Raj Kapoor, Indian film actor and filmmaker.
🔹 In 1953 – Vijay Amritraj, Indian tennis player.
🔹 In 1954 – Maqsudul Alam, Bangladeshi geneticist.
Deaths:
🔹 In 1136 – Harald IV, King of Norway.
🔹 In 1799 – George Washington, the first President of the United States.
🔹 In 1971 – Mohiuddin Jahangir, Bir Sreshtho.
🔹 In 1999 – Abdul Latif, Language Movement activist.
🔹 In 2018 – Amjad Hossain, Bangladeshi actor and filmmaker.
1971 Intellectual Massacre:
🔹 Shahidullah Kaiser, writer.
🔹 Munier Chowdhury, linguist.
🔹 Anwar Pasha, poet and novelist.
🔹 Selina Parvin, journalist.
🔹 Giasuddin Ahmed, historian.