Daily GK 19 January 2025
Daily GK 19 January 2025
প্রশ্ন: ২০২৪ সালে দেশে সার আমদানি হয়েছে-
উত্তর: ৪৭ লাখ টন।
প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ?
উত্তর: ৪ দশমিক ১ শতাংশ।
প্রশ্ন: ২০২৫-২৬ অর্থবছরে দেশের সম্ভাব্য বাজেট কত?
উত্তর: ৮ লাখ কোটি টাকা।
প্রশ্ন: দেশের ৫ অধিদপ্তরে স্বতন্ত্র অভ্যন্তরীণ অডিট বিভাগ স্থাপন করছে কোন মন্ত্রণালয়?
উত্তর: অর্থ মন্ত্রণালয়।
প্রশ্ন: গাজায় যুদ্ধবিরতির চুক্তি কয়টি ধাপে বাস্তবায়িত হবে?
উত্তর: তিনটি।
প্রশ্ন: ‘বেপিকলম্বো’ কী?
উত্তর: মহাকাশযান।
প্রশ্ন: ২০২৪ সালে বিশ্বে কত জন সাংবাদিক কারারুদ্ধ হয়েছেন?
উত্তর: ৩৬১ জন।
প্রশ্ন: ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে শপথ পাঠ করাবেন কে?
উত্তর: প্রধান বিচারপতি জন রবার্টস।
প্রশ্ন: বঙ্গীয় আইন পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ১৮ জানুয়ারি, ১৮৬২।
প্রশ্ন: কবি আজিজুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কুষ্টিয়া (জন্ম: ১৮ জানুয়ারি, ১৯১৭)।
প্রশ্ন: ওঁরাও জাতিগোষ্ঠীর প্রধান বসতিস্থল কোথায়?
উত্তর: বরেন্দ্র অঞ্চল।
প্রশ্ন: বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হওয়া ‘রিও-ভাইরাস’-এর পূর্ণরূপ কী?
উত্তর: রেসপিরেটরি এন্টেরিক অরফান ভাইরাস।
প্রশ্ন: কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: মেঘনা (নদী রক্ষা কমিশনের মতে, পদ্মা)।
প্রশ্ন: নেপালের সেনাবাহিনীকে কী বলা হয়?
উত্তর: গুর্খা।
প্রশ্ন: উত্তরা গণভবনের অপর নাম-
উত্তর: গভর্নর হাউজ।
প্রশ্ন: বর্তমানে দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশ-
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: অ্যাডেনোসিন ট্রাইফোসফেট (ATP) কে বলা হয়-
উত্তর: বায়োলজিক্যাল কয়েন বা ‘শক্তিমুদ্রা’।
প্রশ্ন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতের সময়কাল-
উত্তর: ২০১৬-২০৩০।
প্রশ্ন: ‘আঠারো শতকের বাংলার চিঠি’ গ্রন্থের রচয়িতা-
উত্তর: জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রশ্ন: সম্প্রতি ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন হয়-
উত্তর: দোহা, কাতার।
প্রশ্ন: HTS এর পূর্ণরূপ-
উত্তর: হায়াত তাহরির আল শাম (সিরিয়া)।
প্রশ্ন: পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা-
উত্তর: ওপেক।
প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন অ্যাপটি নিষিদ্ধ করেছে-
উত্তর: টিকটক।
প্রশ্ন: বিশ্বে ধূমপানজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুহার-
উত্তর: পাকিস্তানে।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
Daily GK 19 January 2025
Question: In 2024, how much fertilizer was imported into the country?
Answer: 4.7 million tons.
Question: What is the projected GDP growth rate for the fiscal year 2024-25?
Answer: 4.1%.
Question: What is the estimated budget for the fiscal year 2025-26?
Answer: 8 trillion BDT.
Question: Which ministry has established independent internal audit departments in 5 directorates?
Answer: Ministry of Finance.
Question: How many phases will the ceasefire agreement in Gaza be implemented?
Answer: Three phases.
Question: What is “BepiColombo”?
Answer: A spacecraft.
Question: How many journalists were imprisoned worldwide in 2024?
Answer: 361.
Question: Who will administer the oath to Donald Trump as the 47th US President?
Answer: Chief Justice John Roberts.
Question: When was the Bengal Legislative Council formed?
Answer: January 18, 1862.
Question: Where was poet Azizur Rahman born?
Answer: Kushtia (Born: January 18, 1917).
Question: Where is the primary settlement of the Oraon ethnic group?
Answer: Barind region.
Question: What is the full form of the “Reo-virus” recently identified in human bodies in Bangladesh?
Answer: Respiratory Enteric Orphan Virus.
Question: Which country was the first to ban plastic bags?
Answer: Bangladesh.
Question: According to the Water Development Board, what is the longest river in Bangladesh?
Answer: Meghna (According to the River Protection Commission, Padma).
Question: What is the name of Nepal’s army?
Answer: Gurkha.
Question: Another name for Uttara Gana Bhaban is-
Answer: Governor’s House.
Question: Which country currently tops in remittance sent to Bangladesh?
Answer: The United States.
Question: What is Adenosine Triphosphate (ATP) referred to as?
Answer: Biological coin or “energy currency.”
Question: What is the timeline for achieving the Sustainable Development Goals (SDGs)?
Answer: 2016-2030.
Question: Who authored the book Letters of Eighteenth-Century Bengal?
Answer: National Professor Dr. Anisuzzaman.
Question: Where was the recent Israel-Hamas ceasefire agreement signed?
Answer: Doha, Qatar.
Question: What is the full form of HTS?
Answer: Hay’at Tahrir al-Sham (Syria).
Question: What is the organization of petroleum-exporting countries called?
Answer: OPEC.
Question: Which app was recently banned by the United States?
Answer: TikTok.
Question: Which country has the highest death rate due to smoking-related causes?
Answer: Pakistan.